চলতি বছরের ঈদুল ফিতরে দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’। মুক্তির সিনেমাটি নিয়ে দর্শকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। একক স্ক্রিনের প্রেক্ষাগৃহের পাশাপাশি মাল্টিপ্লেক্সেও দারুণ ব্যবসা করতে সক্ষম হয়েছে ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খান পরিচালিত এই সিনেমাটি নিয়ে আলোচনার রেশ কাটার আগেই শাকিব খানকে নিয়ে নতুন ঘোষণা দিলেন নির্মাতা হিমেল আশরাফ। জানা গেছে আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে শুরু হচ্ছে শাকিবকে নিয়ে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমার কাজ।
দীর্ঘ দিন ধরে আলোচনায় থাকা ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রযোজনা ভার্সেটাইল মিডিয়া। পরিচালক হিমেল আশরাফ সূত্রে জানা গেছে, অন্য অভিনয়শিল্পীদের নিয়ে এরই মধ্যে ‘প্রিয়তমা’ সিনেমাটির দৃশ্যধারন শুরু হয়েছে। আর আগামী ৮ মে থেকে সিনেমাটির দৃশ্যধারনে অংশ নিচ্ছেন সুপারস্টার শাকিব খান। এই নির্মাতা আরো জানিয়েছেন, প্রথম দিন পুরান ঢাকায় দৃশ্যধারনে অংশ নিবেন শাকিব। টানা এক মাস কাজ করে সিনেমাটির দৃশ্যধারন শেষ করবেন এই তারকা। এছাড়া ঢাকার বাইরে সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবানে ‘প্রিয়তমা’ সিনেমাটির চিত্রায়ন করা হবে।
সিনেমাটি প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘দীর্ঘদিনের স্বপ্নের একটি প্রকল্প প্রিয়তমা। শাকিব ভাইয়েরও এই গল্পটা নিয়ে অনেক স্বপ্ন। আমাদের অনেকটা সময় কেটেছে এই ছবির গল্প ঘিরে। অবশেষে ছবিটির শুটিং শুরু করতে পেরেছি। আর শাকিব ভাইকে আমার ছবিতে ক্যামেরার সামনে পাচ্ছি ভেবে ভীষণ ভালো লাগছে। যেকোনো নির্মাতার জন্য দেশের সুপারস্টার নিয়ে ছবি বানানো সত্যিই অনুপ্রেরণার ও উৎসাহের। আশা করছি, কোরবানির ঈদে শাকিব ভাইকে নিয়ে দারুণ কিছু একটা উপহার দিতে পারব।‘
জানা গেছে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য বর্তমানে নিজেকে প্রস্তুত করছেন শাকিব খান। এতে শাকিব খানের লুক প্রসঙ্গে হিমেল আশরাফ আরো বলেন, ‘শাকিব ভাইকে একেবারে নতুন লুকে হাজির করা হবে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে স্ক্রিনে দেখা যায়নি। নিজেকে পুরোপুরি ভেঙে আবার নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে তিনি ওজন কমাচ্ছেন এবং ক্যামেরার সামনে আসছেন না।‘
এদিকে ‘প্রিয়তমা’ সম্পর্কে শাকিব খান বললেন, ‘খুব বেশি কিছু বলতে চাই না, অল্প কথায় বললে বলতে হয়, চমৎকার একটা ছবি নিয়েই হাজির হব। নিটোল প্রেম ও অ্যাকশন ধাঁচের এই ছবিতে আমাকে একেবারে অন্য রকম একটা লুকে পাওয়া যাবে, যা আগের কোনো ছবিতে দেখেনি কেউ। এই ছবির প্রযোজক আরশাদ আদনান, এর আগেও ছবি বানিয়েছেন। তাঁর সঙ্গে আমার সম্পর্কটা অনেক দিনের হলেও প্রথমবার আমাদের কোনো কাজ হচ্ছে। ছবিটি নিয়ে পরিচালকসহ আমাদের মধ্যে বেশ কয়েকবার মিটিং হয়েছে। সবারই একটাই চিন্তা, ভালো ছবি বানাতে হবে, সিনেমাপ্রেমীদের ভালো কিছু একটা উপহার দিতে হবে।’
তবে শাকিবকে নিয়ে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমায় নায়িকা হিসেবে কে থাকছেন সেটি এখনই প্রকাশ করতে চাননা এর পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। খুব শীগ্রই আনুষ্ঠানিকভাবে সেটি সবার সামনে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তাঁরা। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেশের বাইরের কোন অভিনেত্রীকে দেখা যেতে পারে। ‘প্রিয়তমা’ সিনেমার গল্প লিখেছেন ফারুক হোসেন। আর পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।
উল্লেখ্য যে, শাকিব খান সর্বশেষ ‘আগুন’ সিনেমার দৃশ্যধারনে অংশ নিয়েছিলেন। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। ‘আগুন’ ছাড়াও শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতা বাংলার অভিনেত্রী দর্শনা বনিক। ‘অন্তরাত্মা’ সিনেমাটিও জন্যও শাকিব ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরমধ্যেই ঈদুল আজহায় মুক্তি ঘোষণা দিয়ে শুরু হচ্ছে শাকিবকে নিয়ে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমার কাজ।
আরো পড়ুনঃ
শাকিব খানের সিনেমা মুক্তিতে নির্মাতাদের গড়িমসিঃ উদাসীনতা না হতাশা
ঈদের সিনেমার বক্স অফিস হালচালঃ দেশীয় সিনেমায় নতুন আশার আলো
শাকিব খানের দাপট অব্যাহতঃ দর্শক চাহিদার শীর্ষে ঈদের সিনেমা ‘লিডার’