২০১৭ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আর সিনেমাটির পরিচালক হিসেবে জানিয়েছিলেন তরুন নির্মাতা হিমেল আশরাফের নাম। দীর্ঘ চার বছরে ‘প্রিয়তমা’ সিনেমাটির কাজ শুরু না হলেও সম্প্রতি হিমেল আশরাফের নতুন দুই সিনেমায় শাকিব খানের অভিনয়ের কথা শোনা যাচ্ছে। কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র থেকে নতুন এই দুই সিনেমার ঘোষনা দিয়েছেন শাকিব খান। ‘মায়া’ ও নাম ঠিক না হওয়া অন্য সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে এসকে ফিল্মসের ব্যানারে।
নাম ঠিক হওয়া সিনেমাটি প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘দেশ ও দেশের বাইরের শিল্পী-কলাকুশলীদের নিয়ে এখানে (যুক্তরাষ্ট্র) বড় একটি সিনেমা করার প্ল্যান করেছি। কোভিড না থাকলে শুটিং হয়ে এখানে রিলিজও হতে যেত। সব সময় চেয়েছি আমার সিনেমা, বাংলাদেশি সিনেমা বিশ্বের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে যাক।’ নতুন এই সিনেমার গল্প, চিত্রনাট্য রচনা করেছেন করেছেন হিমেল আশরাফ নিজেই। নির্মাতা সূত্রে জানা গেছে আগামী যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে সিনেমাটির কাজ। সিনেমাটির ৭০ ভাগ দৃশ্যধারন হবে লাস ভেগাস, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক এবং হলিউডে। বাকি অংশের দৃশ্যধারন হবে বাংলাদেশে।
এদিকে আশরাফের নতুন দুই সিনেমায় শাকিব খান অভিনয়ের খবরে কথা উঠেছে ‘প্রিয়তমা’ সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে। শুরু না হওয়া ‘প্রিয়তমা’ সিনেমাটি নিয়ে নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘সংগত কারনে প্রশ্ন আসবে নতুন সিনেমার ঘোষনা আসলো তাহলে পূর্বে ঘোষনা দেয়া প্রিয়তমা’র কি হবে! ২০১৭ সালে এসকে ফিল্মস থেকে প্রিয়তমা নির্মাণের ঘোষনা দেয়া হয়। প্রথমে শাকিব খানের ব্যস্ত সিডিউল জনিত কারনে সিনেমার কাজ শুরু হতে দেরি হয়। এরপর ২০১৮ তে আমি স্থায়ী ভাবে আমেরিকা বসবাস শুরু করার কারনে একবার এবং ২০২০ ও ২০২১ সালে কোভিডের কারনে দুই বার প্রিয়তমা সিনেমার কাজ শুরু করার চেষ্টা করেও পেছাতে হয়।‘
এছাড়া আগামী বছর ‘প্রিয়তমা’ সিনেমাটির কাজ শুরুর কথা বলে তিনি আরো জানিয়েছেন, ‘২০২২ সালে কোন এক সময়ে প্রিয়তমার শুটিং শুরু হবে। কিন্তু সেটা ঠিক কখন, কে প্রধান অভিনেত্রী, কবে মুক্তি সেটা নির্দিষ্ট করে বলতে পারছি না।‘ নাম ঠিক না হওয়া নতুন সিনেমা এবং ‘প্রিয়তমা’ ছাড়াও মায়া প্রসঙ্গে হিমেল আশরাফ বলেন, ‘এই দুই সিনেমার বাইরেও এই মুহুর্তে বাংলাদেশের সবচেয়ে বড় ও সফল প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের সাথে আমি আরো একটি সিনেমা নির্মাণে চুক্তিবদ্ধ যেটার গল্প, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। নাম মায়া।‘
তার প্রতি শাকিব খানের বিশ্বাস রাখায় সুপারস্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হিমেল বলেন, ‘এটা অস্বীকার করার কোন সুযোগ নেই যে আমার মত নবীন, অনভিজ্ঞ এক নির্মাতার উপর বাংলাদেশ সিনেমার সবচেয়ে বড় এবং ব্যাস্ত তারকা, অভিনেতা শাকিব খান এবং প্রযোজক শাকিব খান যে আস্থা রেখেছেন তা আমার জন্য অনেক বড় অর্জন। এখানে ব্যার্থ হলে সেটা শুধু আমার জন্য ক্ষতি না, পুরো সিনেমা ইন্ডাষ্ট্রির ক্ষতি। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে ব্যবসা সফল ভাল সিনেমা নির্মাণের।‘
প্রসঙ্গত, সুপারস্টার শাকিব খান অভিনীত একাধিক সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। কিছুদিন আগেই শাকিব খান ‘গলুই’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছেন। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘অন্তরাত্মা’ নামে দুটি সিনেমা। এরমধ্যে ‘গলুই’ সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো সরকারী অনুদানের সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। এই তিনটি সিনেমা ছাড়াও শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিদ্রোহী’ নামে আরো একটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরো পড়ুনঃ
‘কয়লা’ নিয়ে ১৫ দিনের জন্য সীমান্তে নিরব হোসেন এবং বুবলী
শীগ্রই শুরু হচ্ছে ‘কমান্ডো’ সিনেমার কাজঃ নিশ্চিত করলেন দেব নিজেই
আগামী বছর ঈদে আসছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিয়তমা’!