দেশীয় সিনেমার সময়ের সবচেয়ে তারকা সুপারস্টার শাকিব খান সাম্প্রতিক সময়ে ব্যাক্তিগত বিতর্কের মধ্য দিয়ে যাচ্ছে। বুবলীর সাথে গোপন বিয়ে এবং সন্তানের জন্ম নিয়ে বিনোদন জগত এখন আলোচনায় মুখর। বিগত এক দশকেরও বেশী সময় ধরে ঢালিউডের ব্যস্ততম এই তারকার নতুন কোন সিনেমার খবর নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। মুক্তির অপেক্ষায় থাকা ‘অন্তরাত্মা’ এবং ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছাড়া ‘রাজকুমার’ সিনেমাটি নির্মানাধীন রয়েছে। অবশেষে স্বরূপে ফিরছেন শাকিব খান, শুরু হচ্ছে এই তারকার অর্ধ ডজনের বেশী সিনেমার কাজ।
কিছুদিন আগেই ‘পোড়ামন ২’ এবং ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফি ঘোষণা দিয়েছিলেন তার নতুন সিনেমায় থাকছেন শাকিব খান। সময়ের আলোচিত নির্মাতার সিনেমায় শাকিব খানের অভিনয় দেশীয় সিনেমার ভক্তদের জন্য দারুণ খবর হিসেবে সামনে এসেছিলো। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন সুপারস্টার শাকিব খান। নাম ঠিক না হওয়া সিনেমাটির চিত্রনাট্য চূড়ান্তের কাজ চলছে বলে জানিয়েছিলেন আলোচিত নির্মাতা রায়হান রাফি।
এবার রায়হান রাফির সিনেমার ঘোষণার একদিনের মাথায় জানা গেছে শাকিব খানের আরো প্রায় অর্ধডজন সিনেমার কথা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে নতুন এই সিনেমাগুলোর কথা জানিয়েছেন শাকিব খান নিজেই। সিনেমায় ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক ছবির কাজ একসঙ্গে শুরু করতে যাচ্ছি। এর মধ্যে রয়েছে রায়হান রাফির একটি, আশরাফ হিমেলের দুটি, আরিয়ানের একটি, সানি সানোয়ারের একটি, হাসিবুর রেজা কল্লোলের একটি, তপু খানের আরেকটিসহ বেশ কিছু ছবি রয়েছে।‘
নির্মিতব্য এই সিনেমাগুলোর বিস্তারিত কিছু শাকিব খান জানাননি সেই আলাপচারিতায়। তবে এর বেশীরভাগ সিনেমা নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এসব ছবির বেশির ভাগই আমার নিজের প্রযোজনা সংস্থা থেকে নির্মিত হবে। এখন চলচ্চিত্রের আবার সুসময় ফিরেছে, সব সময়ই আমার চেষ্টা ছিল নিজ দেশের চলচ্চিত্রকে সমৃদ্ধ ও বিশ্বব্যাপী বাংলাদেশের ছবিকে আবার প্রতিষ্ঠিত করা। এ কাজের পাশাপাশি দেশ ও দেশের মানুষের কল্যাণে বেশ কিছু কাজ করতে চাই। আমি মৃত্যুর পরও ভালো কাজের মাঝে বেঁচে থাকতে চাই।‘
রায়হান রাফির সাথে নতুন সিনেমার ঘোষণার আগে ‘মিশন এক্সট্রিম’ খ্যাত নির্মাতা সানি সানোয়ারের পরিচালনায় শাকিব খানের অভিনয়ের কথা শোনা গিয়েছিলো। সানি সানোয়ার এবং শাকিব খানের একসাথে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর গুঞ্জন উঠেছিলো শাকিব খানকে নিয়ে পুলিশ অ্যাকশন থ্রিলার নির্মান করতে যাচ্ছেন এই পরিচালক। শাকিব খানের এই ঘোষণার মাধ্যমে এই গুঞ্জনটিও সত্য হতে যাচ্ছে। ধারনা করা হচ্ছে ‘মিশন এক্সট্রিম ২ – ব্ল্যাক ওয়ার’ মুক্তির পর শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করবেন সানি সানোয়ার।
ব্যক্তিগত জীবনে ঝড়-ঝঞ্ঝা প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সব মানুষের জীবনেই প্রতিনিয়ত নানা ঘটনা ঘটে থাকে। শুধু চলচ্চিত্র নয়, দেশের যে কোনো সেক্টরের শীর্ষ ব্যক্তিত্বরা কি করছেন, কেমন আছেন, তাদের সুখ-দুঃখ নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকেই। সেই আগ্রহ থেকেই বড় মাপের মানুষের বিষয়গুলো বেশি হাইলাইট হয়। যা সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। আমাকে নায়ক হিসেবে দেশ-বিদেশের মানুষ সাদরে গ্রহণ করেছে বলে আমার সব ব্যাপারে তাদের জানার আগ্রহটা একটু বেশি। এটা দোষের কিছু নয়।‘
দেশীয় সিনেমার দর্শকদের কাছে শাকিব খান মানেই এক উম্মাদনার নাম। ভক্তরা যেমন তাকে বড় পর্দার দেখার জন্য মুখিয়ে থাকেন তেমনি তাকে নিয়ে সিনেমা নির্মানের জন্য অপেক্ষায় থাকেন প্রযোজক এবং পরিচালকরা। নতুন যে সিনেমাগুলোর কথা শাকিব খান জানিয়ছেন সেগুলো এই তারকার ক্যারিয়ারের পাশাপাশি সিনেমার জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে মনে করছেন অনেকে। বাকীদের সাথে আগে কাজ করলেও রাফি, আরিয়ান এবং সানি সানোয়ারের সিনেমায় সুপারস্টার শাকিব খান প্রথমবারের মত অভিনয় করতে যাচ্ছেন।
আরো পড়ুনঃ
চলতি বছরেই শুরু হচ্ছে শাকিব খানকে নিয়ে রায়হান রাফির সিনেমা
শাকিব খানকে নিয়ে সানী সানোয়ারের নতুন পুলিশি অ্যাকশন সিনেমা!
বিতর্কের মাঝেই একসাথে গানের দৃশ্যধারনে ফিরলেন শাকিব ও বুবলী