জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘দেশাঃ দ্য লিডার’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্নপ্রকাশ করেছিলেন সৈকত নাসির। প্রথম সিনেমাটি দিয়েই বাজিমাৎ করেন এই নির্মাতা। সিনেমাটি জিতে নেয় চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ সিনেমায় শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর তিনি নির্মাণ করেছেন ‘পাষাণ’, ‘হিরো ৪২০’, ‘ক্যাসিনো’, ‘তালাশ’ সিনেমা। সম্প্রতি জানা গেছে শুরু হচ্ছে ববি ও রোশানকে নিয়ে সৈকত নাসিরের নতুন সিনেমা ‘পাপ’।
সৈকত নাসিরের নতুন সিনেমা ‘পাপ’ দিয়ে অনেকদিন পর জাজের প্রযোজনায় ফিরছেন সময়ের ব্যস্ত এই নির্মাতা । নতুন এ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ববি হক এবং জিয়াউল রোশান। এছাড়া সিনেমাটিতে আরও থাকছেন আরিয়ানা, জাকিয়াসহ অনেকে। থ্রিলার ধাঁচের গল্প নিয়ে নির্মিতব্য সিনেমাটি ছাড়াও জাজের প্রযোজনায় ‘বারুদ’ নামে আরো একটি সিনেমা নির্মান করতে যাচ্ছেন সৈকত নাসির।
‘পাপ’ সিনেমাটি প্রসঙ্গে একটি অনলাইন সংবাদ মাধ্যমকে সৈকত নাসির বলেন, ‘জাজের প্রোজেক্ট মানেই আমার কাছে নতুন চ্যালেঞ্জ। প্রতিটি কাজে ভিন্নতা আনার চেষ্টা করি। আলাদাভাবে দর্শকের নিকট গল্পটি তুলে ধরতে চাই। পরপর তিনটি সিনেমা জাজের ব্যানারে করার পরিকল্পনা রয়েছে। প্রথমেই করতে যাচ্ছি পাপ সিনেমাটি। তিন মাস আগে এ সিনেমার সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমি।‘
সৈকত নাসিরের নতুন সিনেমা ‘পাপ’-এর চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ। এই নির্মাতা সূত্রে জানা গেছে ঢাকার বিভিন্ন লোকেশনে এ সিনেমার কাজ শুরু হতে যাচ্ছে আগামী ১০ই মার্চ। সিনেমাটি প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘লম্বা সময় জাজের সিনেমা নির্মাণ করা হয় না। এবার বিরতি ভেঙে পাপ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। আজিজ ভাই চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি, রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে।’
প্রসঙ্গত, সৈকত নাসির বর্তমানে জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’র কাজে ব্যস্ত রয়েছেন। জানা গেছে সিনেমাটির ফুটেজ দেখে জাজ থেকে সৈকত নাসিরকে তাদের ব্যবসাসফল সিরিজ ‘অগ্নি’র তিন নম্বর পর্ব অর্থাৎ ‘অগ্নি থ্রি’ পরিচালনার প্রস্তাব দেন। ‘পাপ’, ‘বারুদ’ এবং ‘অগ্নি থ্রি’ সিনেমাগুলো ক্রমান্বয়ে নির্মান করবেন বলে জানান তিনি। অন্যদিকে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
আরো পড়ুনঃ
এবার নেত্রী হয়ে পর্দায় আসছেন বুবলী: সাথে আছেন আদর আজাদ
৪০০ বছর আগের গল্পে রাজকে নিয়ে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’
নতুন সিনেমায় আবারো জুটি হয়ে পর্দায় আসছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী