আলোচিত নির্মাতা অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হতে যাচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকাই সিনেমার পাশাপাশি কাজ করছেন কলকাতার সিনেমাতেও। ইতিমধ্যে টলিউডের তিনটি সিনেমায় মিথিলার অভিনয়ের খবর পাওয়া গেছে। এরমধ্যে ‘মায়া’ সিনেমায় তার লুক ব্যাপক প্রশংসিত হয়েছে। সম্প্রতি শেষ হয়েছে ঢালিউডের মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’ এর কাজ। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে সিনেমার প্রচারে মিথিলাকে কেন্দ্র করে ‘অমানুষ’ টিমের অভিনব কৌশল দেখা গেছে।
শুরুটা নির্মাতা অনন্য মামুন করলেও ধীরে ধীরে সেই প্রচারণায় যোগ দেন সিনেমাটির অন্য শিল্পী কুশলীরা। গত ১৬ই সেপ্টেম্বর পরিচালক অনন্য মামুন রাফিয়াথ রশিদ মিথিলার একটি ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘কোনো ভাবেই মাথা ঠাণ্ডা রাখতে পারলাম না। অনেক হয়েছে… এবার সময় এসেছে সত্যিটা বলার। কোনো দিন কাউকে নিয়ে বলিনি… এবার বলব।’ শুধু তাই নয় সংবাদ সম্মেলন ডেকে পুরো অভিযোগ তুলে ধরবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।
পরবর্তিতে অনন্য মামুনের সেই প্রচারণা নাটকে অংশ নেন সিনেমাটির অভিনেতা চিত্রনায়ক নিরব তিনি লিখেন, ‘অথচ কথাচাপা অনেকদিনের অভ্যাস। যেহেতু পরিচালক মামুন ভাই বলবে, আমি উপস্থিত থেকেও কেন এড়িয়ে যাব? আমিও এবার বলব। হোক না বন্ধু।’ ‘হোক প্রতিবাদ’ লিখে নিরবের সেই পোস্ট শেয়ার করে অনন্য মামুন। এ প্রসঙ্গে অনন্য মামুন গণমাধ্যমকে বলেন, ‘এসব কথা ফোনে বলে শেষ করা যাবে না। অনেক অন্যায় করেছেন তিনি (মিথিলা) আমাদের সঙ্গে। আমি সিদ্ধান্ত নিয়েছি ২০ সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন করে পুরো ঘটনা তুলে ধরবো।’
সেই সাথে সিনেমাটির আরেক অভিনেতা আর এ রাহুল লিখেছেন, ‘এতোদিন সবাই চুপ ছিলাম! মানুষের মতো হলেও কিন্তু সবাই মানুষ হয় না। আমাদের ডিরেক্টর মামুন ভাই যেহেতু মুখ খুলেছে, তাই আমিও কিছু বলবো… জাস্ট ওয়েট!’ এই নাটক থেকে বাদ যাননি রাশিদা জাহান মুক্তাও। মিথিলাকে উদ্যেশ্য করে তিনি লিখেন, ‘আপনাকে বড় বোন হিসেবে অনেক সম্মান করতাম। বাট আর না। এতদিন চুপ ছিলাম! কিন্তু আমাদের ডিরেক্টর অনন্য মামুন যেহেতু মুখ খুলেছে, তাই আমিও আর চুপ থাকবো না!’
সিনেমার প্রচারে মিথিলাকে কেন্দ্র করে ‘অমানুষ’ টিমের এই নাটক শুরু ঠিক পাঁচদিন আগে ১১ সেপ্টেম্বর মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করে অনন্য মামুন লিখেছিলেন, ‘আমরা হাসি আড্ডা সিনেমা শেষ করেছি..একদিনে এ এক সাথে তিনটি মাধ্যমে রিলিজ হবে “অমানুষ” দেখা হবে দেশের সব চাইতে বড় প্লাটফর্ম, সব চাইতে বড় সিনেপ্লেক্স ও টেলিভিশন এ। নতুন কিছুর শুরু হোক নতুন করে। চলচ্চিত্র ফিরে আসুক তার নিজের রুপে..।’
প্রসঙ্গত, বাস্তব ঘটনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘অমানুষ’। সিনেমাটির সংলাপ রচনা করেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ। সিনেমাটিতে নিরব এবং মিথিলা ছাড়াও আরো অভিনয় করছেন দাপুটে অভিনেতা মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, নওশাবা আহম্মেদ, রাশেদ মামুন অপু প্রমুখ। জানা গেছে ‘অমানুষ’ সিনেমায় একজন বনদস্যুর চরিত্রে অভিনয় করছেন নিরব। আর মিথিলাকে দেখা যাবে বিদেশফেরত বাংলাদেশির চরিত্রে।
আরো পড়ুনঃ
নওশাবাকে নিয়ে শেষ হলো মিথিলার প্রথম অভিনীত সিনেমা ‘অমানুষ’
রহস্যঘেরা পোষ্টারে আলোচনায় অনন্য মামুনের নতুন সিনেমা ‘অমানুষ’
শুরু হলো মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’: শুটিংয়ে অংশ নিলেন নিরব