সিনেমাকেই প্রাধান্য দিচ্ছেন নিশো: জানালেন নিজের ক্যারিয়ার ভাবনা

সিনেমাকেই প্রাধান্য দিচ্ছেন

গত ঈদুল ফিতরে রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হয়েছিলেন আফরান নিশো। সিনেমাটি মুক্তির পর বেশ লম্বা সময় ধরে আলোচনার বাইরে এই অভিনেতা। এছাড়া ছোট পর্দায় কাজ থেকেই দূরে আছেন এই অভিনেতা। তবে জানা গেছে সিনেমাকেই প্রাধান্য দিচ্ছেন নিশো আর সেই সাথে আছে তার নতুন ক্যারিয়ার ভাবনা।

‘সুড়ঙ্গ’ সিনেমার পর নতুন কোন আপডেট না পেয়ে হতাশ ভক্তদের আবারো চাঙ্গা হওয়ার খবর দিলেন আফরান নিশো। সম্প্রতি তিনি জানিয়েছেন যে, এখন থেকে সিনেমাটাই বেশি বেশি করবেন নিশো। এছাড়া আগামীতে যে সিনেমাগুলো করবেন সেগুলোর প্রস্তুতি চলছে। এই সিনেমাগুলোর ব্যাপারে প্রযোজনা সংস্থা থেকে ধারাবাহিক আপডেট জানানো হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

গত ৩০ অক্টোবর বুধবার রাতে গুলশান ক্লাবে একটি পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আফরান নিশো। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সাথে আলাপে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে এখন সিনেমার প্রাধান্যই বেশি। সুড়ঙ্গ সিনেমার পর আসলে ওইভাবে আর কোনো কনটেন্টে কাজ করিনি। আপাতত নাটক পজ দেয়া আছে।‘

এছাড়া নতুন সিনেমার কাজে লম্বা সময় প্রসঙ্গে নিশো আরো বলেন, ‘যদিও অনেকেই বলেছেন নতুন কাজে সময়টা একটু বেশিই নিয়ে ফেলেছি। কিন্তু আমার কাছে সময় নেওয়া না নেওয়া কোনো বিষয়ই নয়। সবই আল্লাহর উছিলায় হয়। তিনি যখন দিক-নির্দেশনা দেন তখন সেটা ঘটে। আমি সবসময় পজিটিভ থাকি।‘

সিনেমায় আসা প্রসঙ্গে নিশো বলেন, ‘আমার প্রথম ছবির প্রতি ব্যক্তিগতভাবে মাতামাতি থাকবে। এজন্য আমাকে বেশি বেশি ভাবতে হবে। আমি যখন মডেলিং করেছি, তখন ভাবিনি যে আমি নাটকে কাজ করব। ভেবেছিলাম মডেলই হবো। নাটক শুরু করার পর যখন দর্শকদের কাছ থেকে গুড ভাইভ পাই, তখনো ভাবিনি আমি অভিনেতা হবো।‘

নিজের ক্যারিয়ার এবং ভবিষ্যৎ সিনেমার কাজ প্রসঙ্গে এই অভিনেতা আরো বলনে, ‘আমার খুব ইচ্ছা যে, প্রতি বছরই বেশ কিছু সিনেমা নিয়ে আসার। আমার সঙ্গে যেসব পরিচালক-প্রযোজকের সম্পর্ক ভালো তারাও কিন্তু এটা চায়। তবে শুধু সিনেমা নয়, যেকোনো ভালো গল্পের কাজের পাশাপাশি ভালো পারফর্ম করতে চাই।‘

উল্লেখ্য যে, কিছুদিন আগে জানা গেছে শিহাব শাহিন পরিচালিত ‘দাগী’ নামের একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো। আগামী বছরের ঈদে এই সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। এছাড়া এই সিনেমায় তার বিপরীতে তমা মীর্জার অভিনয়েরও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সিনেমাটি নিয়ে নিশো বা নির্মাতাদের পক্ষ্য থেকে আনুষ্ঠানিক কিছু এখনো জানানো হয়নি।

আরো পড়ুনঃ
শিহাব শাহীনের হাত ধরে ‘দাগী’ হয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো
একসাথে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান
শিহাব শাহীন পরিচালিত সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন নিশো!

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত