সম্পদ নিয়ে বিতর্কের জবাবে যা বললেন চিত্রনায়িকা পরীমনি!

সম্পদ নিয়ে বিতর্কের জবাবে

সম্পদ নিয়ে বিতর্কের জবাবে

সম্প্রতি বোট ক্লাবে ঘটে যাওয়া ঘটনার পর পরীমনিকে নিয়ে সমালোচনা তুঙ্গে। নিয়মিত ক্লাবে যাওয়ার পাশাপাশি কথা উঠছে এই তারকার তার বিলাসী জীবনযাত্রা নিয়ে। ফেসবুকের সাধারন ব্যবহারকারীদের সাথে এবার এই সমালোচনায় শামিল হয়েছেন কিছু তারকাও। সম্প্রতি একটি রেডিও অনুষ্ঠানে পরীমনির এই বিষয়গুলো নিয়েই সমালোচনা করেন ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী অরুণা বিশ্বাস। এরই প্রেক্ষিতে চলমান সম্পদ নিয়ে বিতর্কের জবাবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে পোষ্ট দিলেন আলোচিত এই অভিনেত্রী।

বিশেষ করে ঘন ঘন তার বিদেশ সফরের সাথে কোটি টাকার গাড়িতে চড়া, ২৫ কোটি টাকার ফ্ল্যাটে বসবাস এমন অনেক কিছু নিয়েই চলছে বিতর্ক। তবে একজন জ্যেষ্ঠ শিল্পীর এমন মন্তব্যের জবাবে নিজের সম্পদের হিসাব দিলেন পরীমনি। নিজের ফেসবুক পেজে এ প্রসঙ্গে পরীমনি লিখেন, ‘আজ এসব নিয়েও লিখতে হচ্ছে, ভাবতে কষ্ট হচ্ছে- সত্যি। বড় বড় সম্মানিত শিল্পীরাও পেছনে রটানো গসিপ নিয়ে আমার দিকে আঙুল তুলতেও ছাড়লেন না আজ! একবার একটু জেনে নিতে পারতেন চাইলে। যাই হোক, এসবের একটু পরিত্রাণ দরকার এবার।’

সম্পদ নিয়ে বিতর্কের জবাবে

এছাড়া গাড়ি বাড়ি সংক্রান্ত সম্পদের হিসেব দিয়ে তিনি আরো লিখেন, ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটির ব্যাংক লোন চলছে। এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি।‘ আর তার আয়ের সব হিসেব সরকারের কাছে আছে উল্লেখ করে পরীমনি আরো লিখেন, ‘আমি আমার আয়ের হিসাব সরকারের কাছে অবশ্যই প্রদান করি। আমি নিয়মিত একজন করদাতা। আমার ১০ কোটি টাকার বাড়ি বা ৫/৪/৩ কোটি টাকার গাড়িও নেই। আপনারা দোয়া করবেন, আমাকে নিয়ে আপনাদের এই মহান উচ্চাশা পূরণ করবো ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, কিছুদিন আগে পরীমনিকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ এবং অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। সাভার মডেল থানায় ছয়জনকে আসামি করে দায়ের করা চিত্রনায়িকা পরীমনির মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  রোববার (১৩) জুন রাত ৮টা দিকে নিজের ভেরিফাইট ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন পরীমনি নিজেই। মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করে উক্ত ঘটনার বিচারও চেয়েছেন এই অভিনেত্রী।

আরো পড়ুনঃ
পরীমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ
মামলা গ্রেফতার এবং বহিষ্কার: পরীমনি ইস্যুতে প্রতিবাদের ঝড়
ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে বিচার চাইলেন চিত্রনায়িকা পরীমনি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত