গত বছর জুলাই মাসে ইফতেখার শুভর পরিচালনায় ‘মুখোশ’ সিনেমার কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। ইতিমধ্যে সিনেমাটির দৃশ্যধারনের কাজও শুরু করেছেন নির্মাতা শুভ। কিন্তু করোনা মহামারির কারনে বন্ধ ছিলো পরীমনি অভিনীত ‘মুখোশ’ সিনেমার কাজ। তবে সাময়িক এই বিরতীর পর গত ২৫শে মে শুরু হয়েছে সিনেমাটির শেষ লটের দৃশ্যধারনের কাজ। আর খবরটি জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি নিজেই।
জানা গেছে ঢাকার বাইরে বিভিন্ন লোকেশনে চলছে সিনেমাটির শেষ লটের কাজ। আর এতে অংশ নিয়েছেন পরীমনি। এ প্রসঙ্গে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে পরীমনি বলেন, ‘শুটিং প্রায় শেষ। আর দু’দিন কাজ করলেই সব শেষ হবে। যেখান থেকে ক্যামেরা ওপেন হয়েছিল সেখানেই ক্লোজ হচ্ছে। আজকে (শনিবার) শেষ দিনের শুটিং করছি। তারপর বাকি থাকবে গানের কিছু কাজ। সেটা এরই মধ্যে করা হবে।’
ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার শেষ লটের শুটিং শুরু করেছেন #পরীমনি! #বাংলা_সিনেমা #ঢালিউড #মুখোশ #Porimoni #BanglaCinema #Dhallywood #Mukhosh ? @MonyPori @porimoni12 @porimoni16 @porimoni_actrs @porimoni2012 pic.twitter.com/ASG4D7AKcg
— FilmyMike.com (@FilmyMikeBD) May 29, 2021
এদিকে করোনার কারনে এই সময়ে কাজ করা খুব চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। বর্তমান পরিস্থিতিতে দৃশ্যধারনের কাজ প্রসঙ্গে পরীমনি আরও বলেন, ‘আমরা যখন শুরু করি তখন পরিস্থিতি আসলে খুব ভালো ছিল না। তারপর কয়েকবার লকডাউনের কারণে আমাদের পরিকল্পনা পিছিয়ে গিয়েছিল। রানিং শুটিং বন্ধ করা বেশ চাপের। সবমিলিয়ে ভালোভাবে শুটিং শেষ করতে পারছি এটাই বড় কিছু।’
উল্লেখ্য যে, ‘মুখোশ’ সিনেমায় পরীমনি অভিনীত চরিত্রের নাম ‘সোহানা’। এছাড়া আরো জানা গেছে সিনেমাটিতে অভিনয়ের জন্য নিজের ডিজাইন করা পোশাক পরেছেন তিনি। এর আগে তৌকীর আহমেদ পরিচালিত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাতেও নিজের কস্টিউম ডিজাইন করেছিলেন ‘বিশ্বসুন্দরী’ খ্যাত এই অভিনেত্রী। পরপর দুটি সিনেমায় কস্টিউম ডিজাইন প্রসঙ্গে পরীমনি বলেন, ‘পরিচালক ভরসা করলেন আর আমিও সাহস করলাম। ব্যাস হয়ে গেল। একটাতে প্রমাণ হয়ে গেছে, দর্শক পছন্দ করেছেন। চরিত্রের সাথে আমার ডিজাইন করা পোশাক ঠিকঠাক মিলে গেছিল। ভোট পেয়েছি, পাস করেছি। এখন বাকিটা দেখা যাক কী হয়।’
প্রসঙ্গত, ২০১৯-২০ অর্থ বছরে ইফতেখার শুভ ‘লেখক’ শিরোনামের একটি সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছেন। তবে পরবর্তীতে ‘লেখক’ নাম পরিবর্তন করে ‘মুখোশ’ শিরোনামে এই সিনেমার নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এই সিনেমার মাধ্যমেই পরিচালকের খাতায় নাম লিখাচ্ছেন ইফতেখার শুভ। পরিচালনার পাশাপাশি ‘মুখোশ’ সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা করেছেন ইফতেখার শুভ। সিনেমাটিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন জিয়াউল রোশান।
আরো পড়ুনঃ
পরীমনিকে নিয়ে চয়নিকা চৌধুরীর নতুন চমকঃ শীঘ্রই আসছে ঘোষনা
ভিন্ন রুপে পরীমনি: অভিনয় সমৃদ্ধ সিনেমার জন্য বিরামহীন যাত্রা!
নিজের ডিজাইনের পোশাকে পরীমনি: দ্বিতীয় লটের শুটিং হবে সিলেটে
শীঘ্রই শুরু হচ্ছে পরীমনি অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‘মুখোশ’