পশ্চিমবঙ্গের তথা টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা এবং সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও সমান জনপ্রিয় এই তারকা। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘শঙ্খচিল’ সিনেমায় অভিনয় করেছেন ২০১৬ সালে।
দীর্ঘ বিরতির পর এবার বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিৎ। জানা গেছে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটির নাম ‘ব্যাংক ড্রাফট’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন সোহানা সাবা।
একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে নতুন এই সিনেমাটির কথা নিশ্চিত করে সেলিম খান বলেন, ‘প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন। তার সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। সিনেমাটির গল্প রেডি। খুব শিগগির এর দৃশ্যধারণ শুরু করব।’
প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ‘ব্যাংক ড্রাফট’ সিনেমাটি করবেন শামীম আহমেদ রনী। সোহানা সাবার আগে প্রসেনজিৎ বাংলাদেশের অভিনেত্রী জয়ার সাথে অভিনয় করেছিলেন। সর্বশেষ টলিউডের ‘রবিবার’ সিনেমায় একসাথে দেখা গেছে এই দুইজনকে।
আরো পড়ুনঃ
শাপলা মিডিয়ার তিন সিনেমায় অভিনয় করছেন কায়েস আরজু
বাবার ১০০ সিনেমার একটিতেও নেই শান্ত খান: কারন জানালেন নিজেই
১০০/৫০০ নয় একটি ভালো সিনেমা ঘোরাবে ইন্ডাস্ট্রির চাকা: শাকিব খান
একসঙ্গে শাপলা মিডিয়ার ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা!