ঢালিউডের নতুন প্রজন্মের দুই তারকা সিয়াম আহমেদ এবং পূজা চেরিকে নিয়ে পরিচালক এম এ রহিম নির্মান করছেন নতুন সিনেমা ‘শান’। দুর্নীতি দমন কমিশনের পরিচালক আজাদ খান বৈচিত্রময় কর্মক্ষেত্রের একটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমাটির কাহিনি লিখেছেন আজাদ খান নিজেই। আর সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গত ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির কথা থাকলেও করোনা মহামারীর কারনে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। বর্তমানে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার কারণে নির্মাতারা আটকে থাকে সিনেমার মুক্তির প্রস্তুতি নিতে শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় জানা গেলো সিয়াম এবং পূজা জুটির ‘শান’ সিনেমার মুক্তির তারিখ!
সম্প্রতি সিনেমাটির নতুন একটি পোষ্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানিয়েছে প্রযোজনা সংস্থা ফিলম্যান এন্টারটেইনমেন্ট। এদিকে ‘শান’ সিনেমার মুক্তির তারিখ ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়ক সিয়াম বলেন, ‘শান ছবিটি বড় একটি প্রজেক্ট। অনেক অনেক এফোর্ট দিয়ে পুরো টিম ছবিটিতে কাজ করেছি। দর্শকদেরও ছবিটি নিয়ে বেশ আগ্রহ। তাই ছবিটি নিয়ে সব সময় তারা খোঁজ খবর রেখেছেন। আমিও বার বার প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম কবে শান মুক্তি পাবে। করোনার কারণে ছবিটির মুক্তি পেছায়। এবার নতুন করে মুক্তির তারিখ জানানো হলো।’
এই অভিনেতা সূত্রে জানা গেছে অ্যাকশন নির্ভর গল্পে নির্মিত হয়েছে ‘শান’। আর সিনেমাটিতে প্রথমবারের মতো পুরোপুরি অ্যাকশন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পীর জন্য তার প্রতিটা কাজই কিন্তু গুরুত্বপূর্ণ এবং প্রিয়। তারপরেও ‘শান’ নিয়ে দর্শকদের এত বেশি আগ্রহ এবং আমাদের সবার এফোর্ট; সবকিছু মিলিয়ে এই সিনেমাটি নিয়ে আমি নিজেও অনেক বেশি এক্সাইটেড। এটা আমার প্রথম অ্যাকশন সিনেমা। সবাই অ্যাকশন বলতে শুধু মার-কাটকেই বুঝে থাকেন, এই সিনেমাতে এর বাইরেও নতুন অনেক কিছু দেখতে পাবেন দর্শকরা।’
তবে শুধুমাত্র অ্যাকশন নয়, ‘শান’ সিনেমায় থাকছে গল্পের প্রাধান্য। শারীরিক শক্তির পাশাপাশি লড়াইয়ের আরো কয়েকটি দিক উঠে আসবে সিনেমাটিতে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অ্যাকশন মানেই শুধু কাটা-কাটি,মারামারি নয়, এটা হচ্ছে মেধার সঙ্গে মেধার লড়াই, দেশের জন্য লড়াই। এটুকু বলতে পারি, নাবালক থেকে বৃদ্ধ সবাইকে নিয়ে সিনেমা হলে বসে দেখার মত সিনেমা এটা, কেউ এক সেকেন্ডের জন্য বোরিং ফিল করবেন না। সিনেমা হলে না দেখলে এই ছবির আসল মজাটাই বোঝা যাবে না। যারা দেখবেন না, তারা হয়তো অনেক কিছু মিস করবেন, পরে হয়তো আফসোসও করতে পারেন।‘
প্রযোজক আজাদ খানের গল্পে সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ছবিটিতে সিয়ামের নায়িকা পূজা চেরি। জানা গেছে ‘শান’ সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘মিস্টার এক্স’, ‘তালাশ’, ‘জিসম ২’, ‘রাজ ৩’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ এরমত আলোচিত সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন। ফিল্মম্যানের ব্যানারে নির্মিত সিনেমাটিতে সিয়াম এবং পূজা ছাড়া আরো অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।
আরো পড়ুনঃ
ঈদে মুক্তি পাচ্ছে না ‘শান’: জানালেন সিনেমাটির প্রযোজক নিজেই
টিজারে প্রকাশ্যে সিয়াম-পূজার সিনেমা ‘শান’ এর একঝলক: ঈদে মুক্তি
সেন্টমার্টিন গভীর সমু্দ্রে রোমান্টিক দৃশ্যধারনের মধ্যে দিয়ে শেষ হলো ‘শান’