শাকিব খানের সাথে সিনেমা প্রত্যাখ্যান প্রসঙ্গে যা বললেন আধরা খান!

শাকিব খানের সাথে সিনেমা

শাকিব খানের সাথে সিনেমা

ঢালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী অধরা খান। বর্তমানে তার বেশ কয়েকটি সিনেমা নির্মানাধীন রয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবরে আলোচনায় এসেছেন এই তারকা। বলা হচ্ছে ঢাকাই সিনেমার সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের সাথে সিনেমা প্রত্যাখ্যান করেছেন অধরা খান। কিন্তু এই ঘটনাকে তার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হিসেবে দেখছেন সম্ভাবনাময়ী এই অভিনেত্রী। এ বিষয়ে একটি সংবাদ মাধ্যমে সাথে আলাপকালে নিজের বক্তব্য তুলে ধরেন অধরা।

এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবস্থান করছেন অধরা খান। সেখান থেকে একটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘বিষয়টি আসলে যেভাবে বলা হচ্ছে তেমন নয়। যে প্রযোজকের কথা বলা হয়েছে তিনি আমার রানিং ছবির প্রযোজক। উন্মাদ প্রযোজনা করেছেন। গত এক বা দেড় বছর ধরে উনি চেষ্টা করছেন শাকিব ভাইকে নিয়ে কাজ করার। উনি প্রায়ই আমাকে টেক্সট করেন। সেভাবেই টেক্সট করেছেন। আমি তো জানি আসলে উনার দ্বারা এটা সম্ভব নয়। যার ফলে আমি উত্তর দিইনি।’

শাকিব খানের মত তারকার সাথে কাজ করার সুযোগকে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ উল্লেখ করে অধরা খান আরো বলেন, ‘শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ বোকারাও হাতছাড়া করবে না, আর আমার তো কেবল ক্যারিয়ার শুরুর পর্যায়ে। যে খবর ছড়ানো হয়েছে তা ভুলভাবে ছড়ানো হয়েছে। আমি কোথাও বলিনি শাকিব খানের সঙ্গে সিনেমা করব না। শাকিব ভাইকে কেন না করব? না করেছি প্রযোজককে।’

এছাড়া তার উদ্ধৃতি ব্যবহার করে প্রযোজক নায়িকার সম্মানহানির চেষ্টা করছেন বলেও দাবী করেন অধরা খান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শাকিব খানের সঙ্গে সিনেমা করব না, এমন কথা কোথাও বলিনি। শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রির এক নম্বর নায়ক। তার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। সেখানে আমি কিভাবে তার মতো একজন অভিনেতা নাকচ করব? এটা তো ধৃষ্টতা। এটাকে প্রযোজক কাজে লাগিয়ে আমার সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।’

প্রসঙ্গত, ইতিমধ্যে অধরা খান অভিনীত তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো হচ্ছে ‘নায়ক’, ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’। কিছুদিন আগে দক্ষিণী পরিচালক কারুনাক্কার পরিচালিত টলিউডের একটি সিনেমার কাজ করেছেন অধরা। এছাড়া অধরা খান অভিনীত ‘গিব এন্ড টেক’, ‘উম্মাদ’ এবং ‘বর্ডার’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরো পড়ুনঃ
প্রথমবারের মতো টলিউডের সিনেমায় অভিনয় করছেন অধরা খান
৫ বছর পর ধরা দিলো অধরার প্রথম সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’
শেষ হলো ‘গিব এন্ড টেক’ সিনেমার প্রথম লটের শুটিং

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত