মহামারী পরবর্তি সময়ে বক্স অফিসে শাকিব খানকে নতুন রুপে আবিষ্কার করেছেন দেশীয় সিনেমার দর্শকরা। ‘প্রিয়তমা’র পর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত এই তারকার ‘তুফান’ বিশ্বব্যাপী দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে। মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’-এর পর এবার সবার দৃষ্টি শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার দিকে। ইতিমধ্যে মুম্বাইয়ে শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ।
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসনা হৃদয়। চলতি মাসেই মুম্বাইয়ে এই শাকিব খানকে নিয়ে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু করেছেন এই নির্মাতা সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ‘প্রিয়তমা’ খ্যাত ইধিকা পাল। ২৪শে অক্টোবর বৃহস্পতিবার থেকে সিনেমাটির দৃশ্যধারনে অংশগ্রহণ করছেন এই সুপারস্টার।
এদিকে এই সিনেমায় ওপার বাংলার অভিনেতা যীশুর অভিনয়ের গুঞ্জন শোনা যাচ্ছিলো বেশ কিছুদিন থেকে। এর আগে শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায়ও তার অভিনয়ের গুঞ্জন উঠেছিলো। ‘তুফান’-এর ক্ষেত্রে খবরটি সত্য না হলেও, শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় গুঞ্জনটি সত্য হয়ে যাচ্ছে। জানা গেছে জানা গেল শাকিব খানের নির্মানাধীন এই সিনেমায় থাকছেন যীশু সেনগুপ্ত।
‘তুফান’ সিনেমায় যীশুর অভিনয়ের ইচ্ছে থাকলেও, শিডিউল জটিলতায় শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তবে দর্শকদের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছেন ‘বরবাদ’ নির্মাতা মেহেদী। তাই একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন শাকিব খান এবং যীশু সেনগুপ্ত। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ্য থেকে কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনো পাওয়া যায়নি। এতে যীশু খলচরিত্রে অভিনয় করবেন বলেও জানা গেছে।
কলকাতা বাংলা সিনেমায় নিয়মিত অভিনয় করেন যীশু সেনগুপ্ত। সেই সাথে, বলিউড ও দক্ষিন ভারতীয় বেশ কিছু দেখা গেছে এই অভিনেতাকে। পাশাপাশি জি-বাংলার একটি রিয়্যালিটি শো’র উপস্থাপনার কারণে বাংলাদেশে সুপরিচিত তিনি। এবার নতুন পরিচয়ে শাকিবের সঙ্গে যীশুকে দেখার ইচ্ছে পূরণ হতে যাচ্ছে ‘বরবাদ’ সিনেমার মাধ্যমে। এখন নির্মাতাদের পক্ষ্য থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
‘বরবাদ’ সিনেমাটি নিয়ে দারুণ আত্মবিশ্বাসী নির্মাতা মেহেদী হাসান হৃদয়। সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দর্শকরা এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু যা হতে চলেছে, সেই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি।‘ এছাড়া অভিনয় শিল্পী নির্বাচনসহ আরো অনেক বিষয়ে চমক রাখা হয়েছে বলে জানিয়েছেন হৃদয়।
এছাড়া ‘বরবাদ’ সিনেমাটি নিয়ে নিজের প্রত্যাশা ব্যাক্ত করে শাকিব বলেন, ‘বরবাদ অতীতের সব রেকর্ড ভাঙবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। ইতোমধ্যেই বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।‘ ‘প্রিয়তাম’-এর বিশাল সাফল্যের পর আবারো জুটি হয়ে পর্দায় আছেন শাকিব এবং ইধিকা। আগামী বছরের কোনো একটি ঈদে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন মেহেদী হৃদয়।
আরো পড়ুনঃ
শিহাব শাহীনের হাত ধরে ‘দাগী’ হয়ে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো
নতুন সিনেমার কাজে এক মাসের জন্য মুম্বাই গেলেন শাকিব খান
একসাথে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান