দেশীয় সিনেমার সময়ের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফী। চলতি বছরে ‘পরাণ’ এবং ‘দামাল’ সিনেমার মাধ্যমে বাংলা সিনেমার দর্শকদের কাছে নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন এই নির্মাতা। বাণিজ্যিক সফল এই নির্মাতার সিনেমায় শাকিব খানকে দেখা প্রত্যাশা ব্যক্ত করে আসছিলেন দেশীয় সিনেমার দর্শকরা। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে গত অক্টোবরে রায়হান রাফীর পরিচালনায় থ্রিলার ঘরানার গল্পে শাকিব খানের ‘প্রেমিক’-এর ঘোষণা দিয়েছিনে নির্মাতারা।
নিজের ফেসবুকে শাকিব খানকে নিয়ে সিনেমা প্রসঙ্গে রায়হান রাফি লিখেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের— সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোন গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।‘
ঘোষণার সময় বলা হয়েছিলো ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে থ্রিলার ঘরানার গল্পে শাকিব খানের ‘প্রেমিক’ সিনেমার দৃশ্যধারনের কাজ। কিন্তু ডিসেম্বরে ‘প্রেমিক’ সিনেমার কাজ শুরুর পরিকল্পনা থাকলেও সেটি পিছিয়েছে বলে জানিয়েছেন টপি খান। কারণ উল্লেখ করে ‘বসগিরি’ সিনেমার এই প্রযোজক বলেন, ‘এখন প্রি-প্রডাকশনের কাজ চলছে। গল্প নিয়ে আমরা সবাই বেশী সিরিয়াস। যেহেতু এটি থ্রিলার ঘরানার ছবি সেজন্য প্রতিটি দৃশ্যে থাকবে রহস্যে মোড়ানো।‘
থ্রিলার ঘরানার গল্পে শাকিব খানের ‘প্রেমিক’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে বিগ স্ক্রিন ও এসকে ফিল্মস। সিনেমাটি প্রসঙ্গে বিগ স্ক্রিনের প্রযোজক টপি খান একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় শাকিব ভাইয়ের সঙ্গে ফলপ্রসূ মিটিং করেছি। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির মাঝামাঝিতে শুটিংয়ে নামবো। একটানা শুটিং করে কাজ শেষ করবো।‘ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে কে অভিনয় করছেন সেটা দৃশ্যধারন শুরুর আগে নিশ্চিত করবেন বলে জানালেন টপি খান। তিনি বলেন, ‘এতটুকু বলতে পারি চমক দেয়ার মতো কিছু করবো।‘
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে রায়হান রাফীর এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা কাজ করছে। সাম্প্রতি শাকিব খান বেশ কয়েকটি সিনেমার ঘোষণার দিয়েছিলেন। এরমধ্যে সবচেয়ে বেশী আলোচনার জন্ম দিয়েছিলো তার নির্মিতব্য সিনেমা ‘প্রেমিক’। সিনেমাটির নির্মাতার সূত্রে জানা গেছে থ্রিলার ঘরনার গল্পে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। এর বাইরে শাকিব খানের ‘প্রেমিক’ সিনেমার বিস্তারিত কিছু জানা যায়নি। প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন সুপারস্টার শাকিব খান।
নির্মাতাদের সূত্রে জানা গেছে ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে শাকিব খানের ‘প্রেমিক’ সিনেমাটি। ঘোষণার পর থেকে দর্শকরা সিনেমাটির জন্য মুখিয়ে আছেন। ঢালিউড সংশ্লিষ্ট অনেকের ধারণা, ২০২৩ সালের এই সিনেমাটি হয়তো আলোচনার শীর্ষে থাকবে। সিনেমাটি প্রসঙ্গে রাফী বলেন, ‘প্রেমিক নিয়ে আমরা এক্সাইটেড। শাকিব ভাই ও আমার দর্শকরা চাইতেন একসঙ্গে ছবি হোক। এবার তাই হচ্ছে। গল্প ও চরিত্র তাকে দিয়ে কিভাবে প্রেজেন্ট সেটা দেখার জন্য জাস্ট অপেক্ষা করতে হবে।‘
উল্লেখ্য যে, শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি বর্তমানে নির্মানাধীন রয়েছে। এছাড়া শাকিবের কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে ‘অন্তরাত্মা’ এবং ‘লিডার, আমিই বাংলাদেশ’। কিছুদিন আগে তপু খান পরিচালিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার একটি গানের দৃশ্যে অংশগ্রহণ করেন শাকিব খান এবং বুবলী। এর বাইরে শাকিব খানের নিজের প্রযোজনায় ‘মায়া’ এবং সানী সারোয়ারের পরিচালনায় ‘শের খান’ নামে আরো দুটি সিনেমার কাজ শুরুর কথা রয়েছে।
আরো পড়ুনঃ
জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’ সিনেমার দৃশ্যায়নে ফিরছেন শাকিব খান
শাকিব খানের নতুন সিনেমা ‘শের খান’: শীগ্রই শুরু হচ্ছে দৃশ্যধারন
চলতি বছরেই শুরু হচ্ছে শাকিব খানকে নিয়ে রায়হান রাফির সিনেমা