সম্প্রতি পাবনায় শুরু হয়েছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ এর চিত্রায়ন। গত ৫ই ফেব্রুয়ারি পাবনাতে সিনেমাটির মহরত অনুষ্ঠানের পর শাকিব খানকে নিয়ে চিত্রায়ন শুরু হলে ছিলেন না দর্শনা। তবে ইতিমধ্যে সিনেমাটির শুটং এ অংশ নিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শনার শুটিং এর বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি শাকিব খানের বিপরীতে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন একটি জাতীয় দৈনিকের সাথে। সে আলাপচারিতায় শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন দর্শনা বনিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম দিন ছবির গানের শুটিং করতে গিয়ে তাঁর সঙ্গে দেখা হয়েছে। দারুণ একজন মানুষ শাকিব খান। খুবই সহযোগিতাপূর্ণ মানুষ। এরপর শাহেদ ভাইয়ের সঙ্গেও দৃশ্য করছি। তাঁকেও ভালো মনের মানুষ বলে মনে হয়েছে।’
শুটিং এর বাইরে শাকিব খানের সাথে আলাপচারিতা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আলাপ–আলোচনায় বাংলাদেশি সিনেমা, ভারতীয় সিনেমার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে আমাদের। কথা বলতে গিয়ে দেখলাম, সিনেমা ও সিনেমার বাইরের নানা বিষয়ে শাকিব খানের জানার আগ্রহ অনেক। জানতে ভালোবাসেন, নানা বিষয়ে কথা বলতে ভালোবাসেন।’
এছাড়া শাকিব খান দেশ-বিদেশের সিনেমার খোঁজখবর রাখেন উল্লেখ করে দর্শনা বলেন, ‘শাকিব খান দেশ–বিদেশের সিনেমাসহ অনেক বিষয়ে খোঁজখবর রাখেন। এ ছাড়া বিভিন্ন বিষয়ে জানার আগ্রহও তাঁর বেশি। বিষয়টি আমার খুব ভালো লেগেছে। সিনেমা নিয়ে, তাঁর কাজ নিয়ে দারুণ প্যাশনেট তিনি। তা ছাড়া শাকিব খান দেখতে খুব সুন্দর।’
উল্লেখ্য যে, তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য ‘অন্তরাত্মা’ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে বলে জানা গেছে। এই সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মত একসাথে কাজ করতে যাচ্ছেন শাকিব খান এবং সোহানী হোসেন। এরআগে শাকিব খান অভিনীত ‘সত্তা’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন সোহানী হোসেন।
Always remember why you started…. pic.twitter.com/INrypg8TIN
— Darshana Banik (@darshanabanik) March 17, 2021
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ভারতীয় মডেল-অভিনেত্রী দর্শনা বনিক। ছোট পর্দার মাধ্যমে অভিনয়ে নাম লিখলেও ইতিমধ্যে তিনি অভিনয় করেছেন ‘ক্ষত’, ‘ঈগলের চোখ’, ‘শবর’, ‘জোজো’ – এর মতো সিনেমায়। কমলেশ্বর, সৃজিত, অঞ্জন দত্তর মতো টলিউডের প্রথম সারির পরিচালকের সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতারও প্রমাণ দিয়েছেন এই অভিনেত্রী।
আরো পড়ুনঃ
ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করছেন শাকিব খানের নায়িকা দর্শনা বনিক!
ঝাকজমক পূর্ণ মহরতে শুরু হলো শাকিব খানের ঈদের সিনেমা ‘অন্তরাত্মা’
আবারো নতুন লুকে শাকিব: ভক্তদের প্রশংসায় প্রত্যাশা পূরণের অঙ্গীকার