দুই দশকেরও বেশী সময় ধরে সিনেমায় অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এরমধ্যে একযুগের বেশী সময় ধরেই এককভাবে রাজত্ব করছেন বাংলা সিনেমার জগতে। ব্যবসাসফল সিনেমা উপহার দেয়ার পাশাপাশি হয়েছেন দর্শকদের মধ্যমণি। তবে এই সময়ে শাকিব খানকে নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই বলে থাকেন অপ্রতিদ্বন্দ্বী হওয়ার কারনে অনেকা নির্মাতাই ভুগেছেন তার শিডিউল অনিয়মতার কারনে।
শাকিব খানের বিরুদ্ধে এইসব অভিযোগকে আবারো উসকে দিলেন নির্মাতা শাহিন সুমন। একটি আলাপচারিতায় শুটিং সেটে শাকিব খানের দেরীতে আসার কথা উল্লেখ করে শাহিন সুমন, ‘শাকিব খান কলকাতার সেটে যায় ভোর ৬টায়।আর আমাদের সেটে আসে বিকেল ৩টায়। একদিনেই কী শাকিব খান হয়ে গেসে, আমাদের বাংলাদেশের মেধাবী ডিরেক্টররাই শাকিব খান বানিয়েছে।শাকিব খান বাংলাদেশ থেকে হওয়ার পরে কিন্তু কলকাতায় গিয়েছে। শাকিব খানকে আমারই তৈরি করেছি।‘
এছাড়া কলকাতার সিনেমায় যাওয়ার আগে ঢালিউডের সিনেমা দিয়েই শাকিব খান তারকা হয়েছেন বলে করেন এই নির্মাতা। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কোলকাতায় গিয়েই একটা ছবিতে একটু গেটাপ, চুলের স্টাইল করে দেখতে অন্যরকম হওয়ার কারনে খুব বেশি প্রাধান্য দিলেন যে কোলকাতার লোকরা পারে, ওদের টেকনিশিয়ানরা পারে আর আমাদের দেশে কি টেকনিশিয়ান ছিলো না আমাদের দেশ কি শাকিব খানকে পয়দা করেনি।‘
প্রসঙ্গত, শাহীন সুমন পরিচালিত ২২ টি সিনেমায় অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান। এই পরিচালক-নায়ক যুগলের বেশিভাগ সিনেমাই দর্শকপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলো। এদিকে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘অন্তরাত্মা’ বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বনিক। আর সম্প্রতি শাকিব খান শুরু করেছেন ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার কাজ।
আরো পড়ুনঃ
ওটিটি প্লাটফর্ম সিনেবাজে আসছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত ‘বিদ্রোহী’
শুরু হলো শাকিব এবং বুবলী অভিনীত ‘লিডার’: কোরবানির ঈদে মুক্তি
শাকিব থাকলে ছবি যে কোনো সময় মুক্তি দিলে হিট হবেঃ সোহানী হোসেন