সম্প্রতি ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে তিন সমিতির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ, মিথ্যা আশ্বাস, ধর্ষণ এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ এনেছেন এই নির্মাতা। লিখিত অভিযোগে প্রযোজক রহমত উল্লাহ ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়নের সময় শাকিব খান যেসব ক্ষতিকর কাজ করেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। জানা গেছে শাকিবের সাথে প্রযোজকের মধ্যস্থতার চেষ্টা করেছেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস। তবে সমাধানের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন রহমত উল্লাহ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহর সাথে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় বৈঠকে বসেছিলেন শাকিব খান। শাকিবের সাথে প্রযোজকের মধ্যস্থতার চেষ্টায় এই বৈঠকটির আয়োজক ছিলেন তাঁর সাবেক স্ত্রী অপু বিশ্বাস। এছাড়া উক্ত বৈঠকে আরো উপস্থিত ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তবে বৈঠকে চলমান এই বিষয়টির কোন সমাধান হয়নি উল্লেখ করে গণমাধ্যমকে তিনি বলেন, ‘সমাধান হয়নি কিছু। তবে সমাধানের লক্ষ্যে আমরা আজ (১৬ মার্চ) বিকালে বসেছি। চেষ্টা করছি সমাধানের। এই চেষ্টা অব্যাহত থাকবে।‘
খোরশেদ আলম খসরু ছাড়াও শাকিব খানের সাথে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। শাকিবের সাথে তার মধ্যস্থতার চেষ্টায় অপু বিশ্বাস ছিলেন বলেও নিশ্চিত করেছেন এই প্রযোজক। শাকিবের সঙ্গে বৈঠকের ব্যাপারে গণমাধ্যমকে প্রযোজক রহমত উল্লাহ বলেন, ‘অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করেন বিষয়টি মীমাংসার জন্য। তিনি শাকিব খানের সঙ্গে আমাকে দেখা করার জন্য অনুরোধ করেন। আমি পরিষ্কার বলেছিলাম আমার সঙ্গে দেখা করতে হলে শাকিব যেন আসে। অপু কিছুক্ষণ পর শাকিবকে নিয়ে আসে।’
অন্যদিকে শাকিবের সাথে প্রযোজকের বৈঠকে সমস্যার সমাধান হয়নি বলেও জানিয়েছেন রহমত উল্লাহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি তিনশো টাকার স্ট্যাম্প নিয়ে এসেছিলেন শাকিব। সেখানে শাকিব সাইন করে দিতে চেয়েছে বারবার এই মর্মে যে, তিনি আমার সিনেমার কাজ শিগগিরই শেষ করে দেবেন। আমি কোনো সাইন নেইনি। কোনো মীমাংসাও হয়নি। শাকিব আবারও আমার সঙ্গে বসতে চেয়েছে আমি বসব। সবকিছু ঠিক থাকলে আমার অভিযোগ হয়তো তুলে নিতে পারি কিন্তু অভিযোগ যা করেছি সেটা শতভাগ সত্যি। শাকিবের কারণে আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি।’
এর আগে ১৫ মার্চ বিকেলে দেশীয় চলচ্চিত্রের তিন সমিতির কাছে শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দিয়েছেন এই প্রযোজক। লিখিত অভিযোগে প্রযোজক রহমত উল্লাহ ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়নের সময় শাকিব খান যেসব ক্ষতিকর কাজ করেছিলেন তার সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। রহমত উল্লাহ জানিয়েছেন, সিনেমাটি মুক্তি পেলে ব্যবসাসফল হতো সে বিশ্বাস তার ছিল। আর এটি হতো অস্ট্রেলিয়ায় অভিনীত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। শুধু তাই নয়, এই সিনেমার মাধ্যমে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন রচিত হওয়ার একটি সম্ভাবনা ছিল বলে মনে করছেন তিনি।
এছাড়া শাকিব খানে বিরুদ্ধে দৃশ্যধারন চলাকালীন সময়ে একজন নারী সহ-প্রযোজককে ধর্ষণের অভিযোগও আনেন রহমত উল্লাহ। নির্যাতিতা সে সময় অস্ট্রেলিয়ার পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন (NSW Police reference no: E 62494959) বলেও উল্লেখ আছে উক্ত অভিযোগ পত্রে। সেই ঘটনার সূত্র ধরে অভিযোগে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ আরও বলেন, ‘একবার তিনি আমাদের একজন নারী সহ-প্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।‘
‘অপারেশন অগ্নিপথ’ সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের আলোচিত সিনেমাগুলোর মধ্য অন্যতম। সিনেমাটির পরিচালক হিসেবে ছিলেন আশিকুর রহমান। আর সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শিবা আলী খান। ২০১৭ ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার ঘোষণা দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খান। অস্ট্রেলিয়ায় সিনেমাটির দৃশ্যধারনও করেছিলেন এর নির্মাতারা। কিন্তু কোন এক অজানা কারনে সিনেমাটির কাজ অসমাপ্তই রয়ে গেছে। অবশেষে দীর্ঘদিন পর আবারো আলোচনায় এই সিনেমা।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বেকার সময় কাটাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় এই অভিনেতা। কিছুদিন আগে বেশ কয়েকটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন দেশীয় সিনেমার সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান। এরমধ্যে উল্লেখযোগ্য দুটি সিনেমা হচ্ছে রায়হান রাফি পরিচালিত ‘প্রেমিক’ এবং সানী সানোয়ার পরিচালিত ‘শের খান’। তবে জানা গেছে এই দুই সিনেমার কোনটাই আপাতত হচ্ছে না। বেশ কয়েকবার দৃশ্যধারন পিছিয়ে গেলে সিনেমাগুলো নিয়ে শঙ্কা দেখা গিয়েছিলো। অবশেষে আপাতত সিনেমাগুলো নির্মান না করার কথা জানিয়েছেন নির্মাতারা।
উল্লেখ্য যে, শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিলো গত বছরের ঈদুল ফিতরে। একই সাথে ‘গলুই’ এবং ‘বিদ্রোহী’ নামে দুটি সিনেমা নিয়ে হাজির হয়েছিলেন এই সুপারস্টার। বর্তমানে শাকিব খানের তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো হচ্ছে তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’। জানা গেছে এই তিনটি সিনেমাই আগামী ঈদে মুক্তির চিন্তা করছেন নির্মাতারা। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিক কোন ঘোষণা নির্মাতাদের পক্ষ্য থেকে এখনো পাওয়া যায়নি।
আরো পড়ুনঃ
সুপারস্টার শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ প্রযোজকের
শাকিব খানের বিপরীতে ‘মায়া’ সিনেমায় অভিনয় প্রসঙ্গে যা বললেন পূজা চেরি
শাকিব খানের ‘প্রেমিক’ নিয়ে অনিশ্চয়তাঃ বাদ পড়ছেন নির্মাতা রায়হান রাফি