গত ঈদে মুক্তি পেয়েছিলো মোট চারটি সিনেমা। এরমধ্যে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘বিদ্রোহী’ সিনেমাটি মুক্তি পেয়েছিলো ১০২টি প্রেক্ষাগৃহে। প্রেক্ষাগৃহের সংখ্যার তুলনায় ‘বিদ্রোহী’ সিনেমার আশেপাশে ছিলো না অন্য সিনেমাগুলো। কিন্তু সিনেমাটির বক্স অফিস আয়ে এর কোন প্রতিফলন ছিলো না বলে জানা গেছে। প্রযোজক সূত্রে জানা গেছে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েও দুই কোটির উপরে ক্ষতির ঘরে শাকিবের ‘বিদ্রোহী’ সিনেমাটি।
গত ঈদে শাকিব খানের ‘বিদ্রোহী’ সিনেমাটি ছাড়াও মুক্তি পেয়েছিলো সরকারী অনুদানে নির্মিত ‘গলুই’। শুরু থেকেই ‘গলুই’ সিনেমার প্রচারে সরব থাকলেও ‘বিদ্রোহী’ সিনেমার ক্ষেত্রে দেখা গেছে তার উল্টো চিত্র। প্রথম দিকে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দ্বন্দ্বের কারনে সিনেমাটির প্রচারণায় ছিলেন না সময়ের সবচেয়ে বড় এই তারকা। তবে শেষ মুহূর্তে যোগ দেন প্রচারণায়।
মুক্তির আগে নির্মাতা জানিয়েছিলেন ‘বিদ্রোহী’ সিনেমার বাজেট তিন কোটি টাকার কাছাকাছি। জানা গেছে সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও সেখান থেকে সব মিলিয়ে এক কোটি টাকাও আয় করতে পারেনি শাকিবের ‘বিদ্রোহী’ সিনেমাটি। একটি গণমাধ্যমের সাথে আলাপকালে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি সূত্র জানিয়েছে প্রেক্ষাগৃহে কোটি টাকাও ব্যবসা করেনি সিনেমাটি।
উক্ত গণমাধ্যমের সাথে আলাপকালে প্রতিষ্ঠানটির হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বলেন, ‘আমাদের এই সিনেমার বাজেট তিন কোটি ৩০ লাখ থেকে সাড়ে তিন কোটির মধ্যে। কত ব্যবসা হয়েছে সেটা হিসাব করে বলতে হবে। তবে কোটি টাকা হয়নি, সেই হিসাবে লস। তবে এখনও বিভিন্ন স্বত্ব বিক্রি করে আয়ের সুযোগ আছে।’
প্রসঙ্গত, ২০২০ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিদ্রোহী’। কিন্তু করোনাভাইরাসের কারণে হল বন্ধ থাকায় কোনো সিনেমাই মুক্তি পায়নি। ইতিমধ্যে দুই বছরের বেশী সময় পেরিয়ে গেছে। শুধু তাই নয় করোনা মহামারির কারণে এই সময়ে শাকিব খান অভিনীত কোন সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
উল্লেখ্য যে, ২০১৮ সালের ২৬ জুন ‘একটু প্রেম দরকার মাননীয় সরকার’ নামে মহরত হয়েছিল ছবিটির। এরপর তিনবার নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ নামেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ‘বিদ্রোহী’ সিনেমাটিতে শাকিব খানে বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। শাকিব খান এবং বুবলী ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম প্রমুখ।
আরো পড়ুনঃ
ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে ‘বিদ্রোহী’: অবশেষে মুখ খুললেন শাকিব খান
১০০ প্রেক্ষাগৃহে মুক্তির টার্গেট নিয়ে ঈদে আসছে শাকিব খানের ‘বিদ্রোহী’
প্রযোজকের সাথে দ্বন্দ্বঃ ‘বিদ্রোহী’ প্রচারণায় নেই সুপারস্টার শাকিব খান