চলতি মাসে শুরু হয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিয়তমা’-এর দৃশ্যধারন। সম্প্রতি ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে আগামী ঈদে সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন নির্মাতারা। প্রকাশিত ফার্স্টলুক পোষ্টারে শাকিব খানকে দেখা গেছে ভিন্ন এক রুপে। প্রকাশের পরপরই এতে শাকিব খানের লুক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছিলো আলোচনা। জানা গেছে ফার্স্টলুক প্রকাশেই শাকিবের ‘প্রিয়তমা’ প্রদর্শনে আগ্রহ দেখিয়েছে দেশের ২৭টি প্রেক্ষাগৃহ। পরিচালক হিমেল আশরাফ সূত্রে জানা গেছে ইতিমধ্যে ২৭ টি প্রেক্ষাগৃহের মালিকরা টাকা দিয়ে ঈদের বুকিং নিশ্চিত করতে চাচ্ছেন।
প্রকাশিত ফার্স্টলুক পোষ্টারে নতুন রুপে হাজির হয়েছেন দেশীয় সিনেমার সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান। মুখভর্তি খোঁচা খোঁচা দাঁড়ি, অগোছালো চেহারায় লম্বা চুলের সাথে ঠোঁটে জ্বলন্ত সিগারেটে শাকিব খানের লুকটি ভক্তদের পাশাপাশি সমালোচকদেরও নজর কেড়েছে। ‘প্রিয়তমা’ লুক দিয়ে প্রত্যাশার চেয়ে বেশী সাড়া পেয়েছেন জানিয়ে নির্মাতা হিমেল আশরাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভালোলাগা প্রকাশ করেছেন। এতে তার দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গিয়েছে বলেও মনে করছেন তিনি।
ফার্স্টলুক প্রকাশেই শাকিবের ‘প্রিয়তমা’ প্রদর্শনে আগ্রহের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘শুধু সাধারণ দর্শকরাই আমাদের ভালোবাসা জানাননি, ২৭ টি সিনেমা হল আমাদের সাথে যোগাযোগ করছেন টাকা দিয়ে ঈদের বুকিং দেয়ার জন্য। শুটিং শেষ না হওয়া একটি ছবির জন্য সর্বশেষ কবে এই চাহিদা তৈরি হয়েছিল আমাদের জানা নেই। শাকিব খান আমাদের সিনেমার সবচেয়ে বড় তারকা। তার কাছ থেকে তার অসংখ্য ভক্তদের যে প্রত্যাশা, তা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখা হবে আগামী কোরবানির ঈদে।‘
শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘প্রিয়তমা’-এর ফার্স্টলুক পোষ্টার প্রকাশ। আগামী ঈদুল আযহায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।#ফিল্মীমাইক #ঢালিউড #বাংলা_সিনেমা #Filmymike #Dhallywood #BnaglaCinema #ShakibKhan #Priyotoma @TeamShakibKhan @ShakibKhanBD pic.twitter.com/RvRgdSxikg
— FilmyMike.com (@FilmyMikeBD) May 10, 2023
শাকিবের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্টলুক নিয়ে সবার প্রতিক্রিয়া তার টিমকে অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন হিমেল আশরাফ। একটি অনলাইন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি আরো বলেন, ‘আমরা আগে কাজটি পরিকল্পনা মতো শেষ করতে চাই। যারা লুক দেখেই ঈদে প্রিয়তমা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন তাদের এই আগ্রহ আমাকে এবং পুরো টিমকে অনুপ্রাণিত করেছে। সত্যি এই বিষয়টি ভীষণভাবে আমাকে স্পর্শ করেছে।‘ এছাড়া সিনেমাটির পোষ্টার শেয়ার করে ঈদে এটি প্রদর্শনের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ।
অন্যদিকে শুধুমাত্র একটি নতুন লুক প্রকাশ করেই শাকিব খান তার তারকাখ্যাতির প্রমাণ আবারো দিয়েছেন বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। যেখানে অন্যদের সিনেমার ট্রেলার ও মুক্তির আগে হলে হলে ছুটে জোর প্রচারণার চালিয়েও যে আলোচনা আনে, সেখানে শাকিব খান ফার্স্টলুক দিয়েই আলোচনার ঝড় তুলেছেন। সর্বশেষ ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার সাফল্য এবং ‘প্রিয়তমা’-এর ফার্স্টলুক নিয়ে আলোচনা ব্যক্তিগত জীবনের বিতর্ক ছাপিয়ে শাকিবের জনপ্রিয়তা অক্ষুণ্ণ থাকার বিষয়টি নিশ্চিত করেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
অবশ্য ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে নতুন রুপে উপস্থাপনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন নির্মাতা হিমেল আশরাফ। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য বেশ কিছুদিন থেকে শাকিব খান নিজেকে প্রস্তুত করছেন বলেও জানা গিয়েছিলো। এতে শাকিব খানের লুক প্রসঙ্গে হিমেল আশরাফ বলেছিলেন, ‘শাকিব ভাইকে একেবারে নতুন লুকে হাজির করা হবে, যা তার দীর্ঘ ক্যারিয়ারে স্ক্রিনে দেখা যায়নি। নিজেকে পুরোপুরি ভেঙে আবার নতুনভাবে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে তিনি ওজন কমাচ্ছেন এবং ক্যামেরার সামনে আসছেন না।‘
অ্যাকশন রোম্যান্টিক গল্পে নির্মানাধীন ‘প্রিয়তমা’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতা বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরশাদ আদনান। প্রয়াত ফারুক হোসেনের কাহিনীতে যৌথভাবে ‘প্রিয়তমা’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। আর এতে ফাইট ডিরেক্টর এবং কোরিওগ্রাফার দেশের বাইরের থাকবেন বলে জানা গেছে। সিনেমাটিকে নির্মাতা হিমেল আশরাফ তার ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবে বলে আসছেন অনেক আগে থেকেই।
আরো পড়ুনঃ
আগামী ঈদে তিন আলোচিত সিনেমায় ত্রিমুখী লড়াইয়ে ঢালিউড বক্স অফিস
শুরু হলো শাকিব খানের ‘প্রিয়তমা’: ফার্স্টলুকে দারুণ চমক দিলেন সুপারস্টার
শাকিব খানের ‘প্রিয়তমা’ হচ্ছেন কলকাতা বাংলার অভিনেত্রী ইধিকা পাল