আপাতত হচ্ছে না রায়হান রাফীর সাথে জিতের বাংলাদেশি সিনেমা ‘লায়ন’

রায়হান রাফীর সাথে জিতের

কিছুদিনে নির্মাতা রায়হান রাফী ঘোষণা দিয়েছিলেন তার পরিচালিত ‘লায়ন’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার বাংলার সুপারস্টার জিত। এতে জিতের সাথে বাংলাদেশের শরিফুল রাজের অভিনয়ের কথাও নিশ্চিত করেছিলেন এই নির্মাতা। তবে সম্প্রতি জানা গেছে, আপাতত হচ্ছে না রায়হান রাফীর সাথে জিতের বাংলাদেশি সিনেমা ‘লায়ন’।

পরিচালক রায়হান রাফী জানিয়েছিলেন বড় বাজেটে বিশাল আয়োজনে নির্মিত হবে নতুন ধারার অ্যাকশনের সিনেমা ‘লায়ন’। ডিসেম্বরে এই সিনেমার দৃশ্যধারন শুরুর কথাও নিশ্চিত করেছিলেন তিনি। কিন্তু সম্প্রতি সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সুত্র থেকে জানা গেছে। ঘোষণাতেই থেমে গেছে এই সিনেমার আয়োজন। আপাতত হচ্ছে না রায়হান রাফীর সাথে জিতের বাংলাদেশি সিনেমা ‘লায়ন’।

এছাড়া ডিসেম্বরে কাজ শুরু করে আগামী বছরের ঈদে সিনেমাটি মুক্তির কথাও জানিয়েছিলেন রায়হান রাফী। তবে এখন জানা গেছে আপাতত স্থগিত হয়েছে ‘লায়ন’ সিনেমাটি। বাজেট জটিলতায় সিনেমাটির কাজ হচ্ছে না বলেও নিশ্চিত করেছে সূত্রটি। ‘তুফান’-এর মত অ্যাকশন গল্পে বড় আয়োজনে ‘লায়ন’ নির্মানের পরিকল্পনা করেছিলেন রায়হান রাফী।

তবে ‘লায়ন’ সিনেমাটি নির্মানের ব্যাপারে এখনো ইতিবাচক এই নির্মাতা। ‘লায়ন’ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে রায়হান রাফী বলেন, ‘লায়ন আগামীতে হবে। যেহেতু বড় পরিসরে কাজ করবো এ কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।‘ তবে আগামী রোজার ঈদে যে ‘লায়ন’ মুক্তি পাচ্ছে না সে ব্যাপারে কোন সন্দেহ এই মুহুর্তে নেই।

এদিকে, একটি সুত্র থেকে জানা গেছে, ‘লায়ন’ আপাতত নির্মিত না হওয়ার কারণে ইতিমধ্যে নতুন সিনেমার প্রস্তুতি শুরু করেছেন রায়হান রাফী। আগামী ঈদকে টার্গেট করেই নতুন এই সিনেমাটি নির্মান করতে যাচ্ছেন রায়হান রাফী। আর রায়হান রাফীর নতুন এই সিনেমায় অভিনয় করতে পারেন দেশীয় চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান।

সাম্প্রতিক সময়ে, বক্স অফিসে সময় ভালো যাচ্ছে না জিতের। একের পর এক ব্যার্থ সিনেমার পর ‘লায়ন’ দিয়ে প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছিলেন এই তারকা অভিনেতা। যৌথ প্রযোজনার এই সিনেমাটির অর্থায়নে ভারত থেকে ছিলো স্যাডো ফিল্মস। আর বাংলাদেশ থেকে আরও দুটি নির্মাতা প্রতিষ্ঠানের কথাও জানা গিয়েছিলো।

আরো পড়ুনঃ
আগামী ঈদে ঢালিউডের তিনটি বড় বাজেটের সিনেমার বক্স অফিস লড়াই!
মুখোমুখি শাকিব এবং জিৎ: আবারো বক্স অফিস লড়াইয়ে দুই সুপারস্টার
এবার জিৎকে নিয়ে রাফীর সিনেমা ‘লায়ন’: সাথে আছেন শরিফুল রাজ

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত