সিনেমা খরায় ভুগছে দেশীয় প্রেক্ষাগৃহ। সাম্প্রতিক সময়ে ঈদ ছাড়া সিনেমা মুক্তি না দেয়া নির্মাতাদের ফ্যশন হয়ে দাঁড়িয়েছে। ঈদ ছাড়া সর্বশেষ মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা হচ্ছে শাকিব খানের ‘দরদ’। অবশেষে নতুন সিনেমা পাচ্ছেন দর্শকরা। রাজ রিপার সিনেমা ‘ময়না’ মুক্তি পাচ্ছে আসছে ভালোবাসা দিবসে।
রাজ রিপার সিনেমা ‘ময়না’ সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমডিয়া। আলীমউল্লাহ খোকনের গল্পে নির্মিত ‘ময়না’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা। ইতিমধ্যে সিনেমাটির অফিশিয়াল ফার্স্ট লুক পোস্টার এবং গান প্রকাশ করেছেন নির্মাতারা।
একটি নয়, ইতিমধ্যে রাজ রিপার সিনেমা ‘ময়না’-এর দুটি পোষ্টার প্রকাশ করা হয়েছে। অর্নীল হাসান রাব্বির তত্ত্বাবধানে পোস্টারগুলোতে গ্ল্যামারাস এবং আবেদনময়ী রূপে ধরা দিয়েছেন অভিষিক্ত চিত্রনায়িকা রাজ রিপা। সিনেমাটিতে রাজ রিপার বিপরীতে অভিনয় করেছেন আমান রেজা। পোষ্টারে তাকেও দেখা যাচ্ছে অভিনব লুকে।
বেশ আগে দৃশ্যধারন শেষ হলেও, নানা কারনে পিছিয়েছে ‘ময়না’ সিনেমার মুক্তি। মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত এই সিনেমায় রাজ রিপা ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কায়েস আরজু, আমান রেজা, আফফান মিতুল, আরেফিন জিলানী, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা।
তবে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভ্যাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা ফিল্ম প্রডাকশন পুরস্কার পেয়েছে ‘ময়না’। এছাড়া ইতালির কলিজিয়াম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩ এবং ভারতের মুম্বাইয়ে গোল্ডেন জুরি চলচ্চিত্র উৎসব ২০২৩এ সেমিফাইনালিস্ট হিসেবে পুরস্কৃত হয়েছে সিনেমাটি।
শুধু তাই নয়, দক্ষিণ কোরিয়ার ২১তম ‘আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব’-এ প্রদর্শিত হয়েছে রাজ রিপার সিনেমা ‘ময়না’। আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃতির কারনে সিনেমাটি নিয়ে ইতিমধ্যে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের মাঝে। অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে আসছে এই সিনেমাটি।
আরো পড়ুনঃ
ঈদুল ফিতরে মুক্তির মিছিলে যুক্ত হলো সিয়ামের সিনেমা ‘জংলি’
‘বরবাদ’ সিনেমায় এবার শাকিব খানের সঙ্গী ওপার বাংলার রিয়া
‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুকে ভয়ঙ্কর রুপে হাজির শাকিব খান