অবশেষে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। জানা গেছে সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমায় অভিনেতা শরীফুল রাজের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে ফারিণকে। শরিফুল রাজ এবং ফারিণ জুটির সাথে সিনেমাটির অন্যতম বড় একটি চমক হিসেবে থাকছেন গুণী অভিনেতা মোশাররফ করিম।
সঞ্জয় সমদ্দার পরিচালিত শরিফুল রাজ এবং ফারিণ জুটির এই সিনেমার নাম ‘ইনসাফ’। এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মত পরিচালকের আসনে বসছেন এই নির্মাতা। অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হতে যাচ্ছে ‘ইনসাফ’ সিনেমাটি। নতুন জুটির পাশাপাশি এই সিনেমার অন্যতম প্রধান আকর্ষন হতে যাচ্ছেন মোশাররফ করিম।
জানা গেছে ধুন্ধুমার অ্যাকশন অবতারে রাজকে উপস্থাপন করতে যাচ্ছেন সঞ্জয় সমদ্দার। এমন চরিত্রে রাজকে ইতিপূর্বে দেখা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্রে। আর সিনেমাটিতে ভয়ঙ্কর দানবীয় চরিত্রে রূহাজির হচ্ছেন মোশাররফ করিম। এর আগে সিনেমায় অভিনয় করলেও, ‘ইনসাফ’ হতে যাচ্ছেন মোশাররফ করিমের প্রথম বাণিজ্যিক সিনেমা।
অন্যদিকে, ঢাকাই চলচ্চিত্রের পুরোপুরি কমার্শিয়াল সিনেমার নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে ফারিণের। শরিফুল রাজ এবং ফারিণ জুটির এই সিনেমাটি প্রযোজনা করছে তিতাস কথাচিত্র। ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর আবার প্রযোজনায় ফিরছে প্রতিষ্ঠানটি। ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই সিনেমাটির দৃশ্যধারন শুরুর কথা রয়েছে।
নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘অভিনয়ের পাশাপাশি গানটাকেও নিয়মিত রাখতে চাই। সব অঙ্গনে নিজের দ্যুতি ছড়াতে চাই।‘ নতুন বছর বেশকিছু কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে বলে জানিয়েছেন ফারিণ। এর মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান উল্লেখযোগ্য। ইতিমধ্যে গানটি ইউটিউবে প্রকাশ করা হয়েছে।
একসাথে অভিনয় ও গান চালিয়ে যাওয়া প্রসঙ্গে ফারিণ আরো বলেন, ‘আমি কখনো প্ল্যান করে কিছু করি না। যেটা ভালো লাগে, সেটা নিয়েই কাজ করার চেষ্টা করি। সেই ভালো লাগা থেকে আমার দর্শকের জন্য নতুন একটি গান আসছে এটি নিশ্চিত। আর নতুন একটি সিনেমায় অভিনয়ের বিষয়ে কথা হচ্ছে। সেটাও মোটামুটি নিশ্চিত।‘
উল্লেখ্য যে, সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে ‘ইনসাফ’। এর আগে কলকাতার সুপারস্টার জিৎকে নিয়ে ‘মানুষ’ নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন তিনি। এছাড়া ওটিটি ও টিভি নাটক নির্মাণেও মুন্সিয়ানা দেখিয়েছেন সঞ্জয় সমদ্দর। বড় কোনো উৎসবে মুক্তির লক্ষ্যেই ‘ইনসাফ’ নির্মিত হচ্ছে বলেই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা।
আরো পড়ুনঃ
আসছে ভালোবাসা দিবসে মুক্তি পাচ্ছে রাজ রিপার সিনেমা ‘ময়না’
ঈদুল ফিতরে মুক্তির মিছিলে যুক্ত হলো সিয়ামের সিনেমা ‘জংলি’
প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্পে ‘পিনিক’: ভিন্ন চরিত্রে বুবলী