আজ সোমবার (২৮শে মার্চ) ছিলো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের জন্মদিন। যখন এই তারকার ভক্তরা তাকে ভালোবাসায় সিক্ত করতে ব্যস্ত তখন ভক্তদের জন্য দারুন এক সুখবর নিয়ে হাজির হলেন শাকিব খান। জানা গেছে জন্মদিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের একটি কনভেনশন সেন্টারে মহরতের মাধ্যমে শাকিব খানের এসকে ফিল্মসের ব্যানারে নতুন একটি সিনেমার আনুষ্ঠানিক ঘোষনা আসছে। হিমেল আশরাফের পরিচালনায় এবার পর্দায় আসছেন ‘রাজকুমার’ শাকিব খান আর তার বিপরীতে থাকছেন একজন মার্কিন নায়িকা।
সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটির নাম ‘রাজকুমার’। নির্মিতব্য এই সিনেমাটির সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। এ প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমকে শাকিব খান বলেন, ‘জন্মদিনে আমেরিকায় আমার নতুন একটি সিনেমার মহরত হচ্ছে। এটা আমার জন্য অনেক ভালোলাগার একটা বিষয়। চোখ বন্ধ করে বলতে পারি এটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে।’
অন্যদিকে ‘রাজকুমার’ সিনেমার অন্যতম প্রযোজক জাকারিয়া মাসুদ যুক্তরাষ্ট্র থেকে সিনেমাটি প্রসঙ্গে বলেন, ‘শাকিব খানকে নিয়ে আজকে যে সিনেমার মহরত হবে, সেটি একটি আন্তর্জাতিক মানের সিনেমা হবে। এই সিনেমা শুধু বাংলাদেশে নয়, যুক্তরাষ্ট্রের বেশ কিছু সিনেমা হল, মধ্যপ্রাচ্য, ভারতসহ অনেক দেশে মুক্তি পাবে। বাংলাদেশের সব রেকর্ড ছাড়িয়ে যাবে এই সিনেমা দিয়ে।’
সিনেমাটিতে শাকিব খানের নায়িকা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শাকিব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক। তার সঙ্গে এটি আমার প্রথম প্রজেক্ট। আমি গত ২০ বছর ধরে নাটকসহ অনেক অনুষ্ঠান প্রযোজনা করে আসছি। এই প্রথম সিনেমা প্রযোজনা করতে যাচ্ছি। কোনো কমতি রাখব না সিনেমা নির্মাণে। আমেরিকার একজন নায়িকা থাকছেন শাকিব খানের বিপরীতে।‘
এই নির্মাতা সূত্রে জানা গেছে চলতি বছরের জুলাই থেকে শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। ‘রাজকুমার’ ছাড়াও আগামীতে শাকিব খানের সাথে আরো কাজ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করছি আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে আমেরিকায় সিনেমার শুটিং শুরু করব। শুধু এই সিনেমা নয় আরও অনেক প্রজেক্ট করব আগামীতে। বাংলাদেশের সিনেমা এগিয়ে নিতে এটি আমাদের ছোট্ট প্রয়াস’।
উল্লেখ্য যে, ‘রাজকুমার’ সিনেমার গল্প, চরিত্র সবকিছু নিয়ে অনেক চিন্তা-ভাবনা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। আর সিনেমাট আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে বলেও জানিয়েছেন তাড়া। নতুন গল্পের সাথে সিনেমাটির নির্মাণশৈলীতে থাকছে প্রযুক্তির ব্যবহার। এ ছাড়া আরো অনেকগুলো চমক থাকবে শাকিব খান অভিনীত নতুন এই সিনেমায়।
আরো পড়ুনঃ
ঈদে আসছে শাকিব খানের দুই সিনেমাঃ বুকিং শুরু করলো সিয়ামের ‘শান’
ঈদে আসছে ‘শান’: বক্স অফিসে মুখোমুখি শাকিব খান এবং সিয়াম আহমেদ
চলতি মাসে নতুন সিনেমার মহরতঃ মার্চে দেশে ফিরছেন শাকিব খান