জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক মাহিয়া মাহিকে নিয়ে নির্মান করছেন নতুন সিনেমা যাও পাখি বলো তারে। আর সিনেমাটিতে মাহির বিপরীতে অভিনয় করছেন ফেয়ার এন্ড হ্যান্ডসাম বিজয়ী এ কে আজাদ আদর।
এদিকে নতুন খবর শোনা গেছে সিনেমাটি নিয়ে। একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী যাও পাখি বলো তারে সিনেমাটিতে মাহি এবং আদরের সাথে এবার যোগ দিচ্ছেন সময়ের সম্ভাবনাময় চিত্রনায়ক শিপন মিত্র। সম্প্রতি চুক্তিপত্রে স্বাক্ষরের ছবি পরিচালক এবং এ চিত্রনায়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। পরিচালক মানিক বলেন, ‘আলহামদুলিল্লাহ যাও পাখি বলো তারে ছবির সঙ্গে যুক্ত হলেন দেশা-খ্যাত নায়ক শিপন মিত্র।’
অন্যদিকে সিনেমাটির সাথে যুক্ত হতে পেরে শিপন বলেন, ‘নতুন যাত্রা শুরু হলো। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ মানিক ভাই।’ মাহি ও আদর এর আগে মানিকের সঙ্গে কাজ করলেও এবার প্রথম শিপনকে নিলেন নিজের টিমে।
একটি অনলাইন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী খুব শীগ্রই ছবিটির শুটিং শুরু করবেন মোস্তাফিজুর রহমান মানিক। এখন সিনেমাটির গান রেকর্ডিং ও প্রি-প্রডাকশনের কাজ চলছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রি-প্রোডাকশন এবং গান রেকর্ডিং এর কাজ চলছে, কিছুদিনের মধ্যে শুটিং শুরু করবো।’
নির্মাতাসূত্রে জানা গেছে গ্রামীণ পটভূমিতে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমা। এ প্রসংগে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে মানিক বলেন, ‘সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়। অনেক দিন বাংলাদেশে নিখুঁত গ্রামের ছবি নির্মিত হয় না। তা ছাড়া আমিও কখনো এমন ছবি তৈরি করিনি। এটি চ্যালেঞ্জ বলতে পারেন।’
উল্লেখ্য যে, এর আগে সৈকত নাসিরের পলিটিক্যাল থ্রিলার ‘দেশা দ্য লিডার’-এর মাধ্যমে ২০১৪ সালে বড়পর্দায় অভিষেক হয় শিপন মিত্রর। বিপরীতে ছিলেন মাহিয়া মাহি। পরের বছর এ জুটি ‘বিগ ব্রাদার’ নামের আরেকটি ছবিতে অভিনয় করেন। তারপর আর একসাথে দেখা যায়নি এই দুই তারকাকে। অবশেষে ছয় বছর পর শিপন ও মাহি একসাথে হাজির হচ্ছেন বড় পর্দায়।
আরো পড়ুনঃ
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন অগ্নিকন্যা মাহিয়া মাহিঃ সাথে নবাগত আদর
ঢালিউড ২০২১: যে সিনেমা গুলো দিয়ে শুরু হলো নতুন বছরের সিনেমার যাত্রা
সাইমন সাদিক এবং মাহিয়া মাহীকে নিয়ে শাপলা মিডিয়ার নতুন তিন সিনেমা