ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমার ডাবিং দিয়ে কাজে ফিরলেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত ৭ সেপ্টেম্বর থেকে সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমাটির কাজ করছেন পরীমনি। আগামী মাসেই ফিরছেন দৃশ্যধারনের কাজে। ‘মুখোশ’ সিনেমাটিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। পরিচালনার পাশাপাশি সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা ইফতেখার শুভ নিজেই।
জানা গেছে এই সিনেমায় পরীমনি অভিনয় করছেন সোহানা সাবরিন নামে নামকরা এক ক্রাইম রিপোর্টারের চরিত্রে। ‘মুখোশ’ সিনেমার ডাবিং দিয়ে কাজে ফেরা প্রসঙ্গে পরীমনি বিলেন, ‘আবার কাজে ফিরতে পেরে আমি ভীষণ খুশি। দেশের মানুষ আমাকে সিনেমার জন্য ভালোবেসেছে। তাদের সেই ভালোবাসার প্রতিদান আমি সিনেমার মাধ্যমেই দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই।’
এদিকে পরীমনির প্রত্যাবর্তন প্রসঙ্গে নির্মাতা ইফতেখার শুভ বলেন, ‘আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম। তবে আত্মবিশ্বাস ছিল। আমাদের সিনেমার প্রধান চরিত্র আবার কাজে ফিরেছে। এটা ভীষণ ভালো লাগার ব্যাপার। আমি মনে করি, এখন তাকে অনেক বেশি সহযোগিতা করা উচিৎ। যাতে তিনি মানসিক ঝড়টা কাটিয়ে উঠতে পারেন।’
উল্লেখ্য যে, ২০১৯-২০২০ অর্থবছরে ছবিটি সরকারি অনুদান ‘মুখোশ’ নির্মিত হচ্ছে ব্যাচেলর ডটকম প্রোডাকশনের ব্যানারে। পরীমনি ছাড়াও তারকাবহুল এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মোশাররফ করিম, চিত্রনায়ক জিয়াউল রোশান, তারেক স্বপন ও প্রাণ রায়সহ অনেকে। ইফতেখার শুভর লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি।
আরো পড়ুনঃ
সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া: সেলিমের সিনেমায় ফিরছেন পরীমনি
ভিন্ন রুপে পরীমনি: অভিনয় সমৃদ্ধ সিনেমার জন্য বিরামহীন যাত্রা!