গত ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিলো ঢালিউডের লাস্যময়ী অভিনেত্রী পরি মনি অভিনীত সিনেমা ‘মুখোশ’। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি মুক্তি স্থগিত করা হয়েছিল সিনেমাটির। সম্প্রতি জানা গেছে সবকিছু ঠিক থাকলে মার্চের প্রথম শুক্রবার (৪ মার্চ) মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সমাজের মুখোশাধারীদের ‘মুখোশ’ উম্মোচন করতে এবার ক্রাইম রিপোর্টার হয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত এই চিত্রনায়িকা।
সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের হার নিম্নগামী হওয়ায় সিনেমাটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ইফতেখার শুভ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু প্রতিদিন করোনা সংক্রমণের হার কমছে, সেই হিসেবে চলতি মাসের শেষে আরও কমতে পারে। ধীরে ধীরে আবার সবকিছু স্বাভাবিক হচ্ছে। তাই মার্চের ৪ তারিখ মুখোশ মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।‘
সিনেমাটিতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে দেখা যাবে পরি মনিকে। সরকারি অনুদান পাওয়া সিনেমাটির আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং জিয়াউল রোশান। এছাড়া আরো অভিনয় করেছেন ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রান রায়, ফারুক আহম্মেদ, রাশেদ মামুন অপু, তারেক সপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী।
এদিকে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে ‘মুখোশ’ সিনেমাটির টাইটেল গান। আব্রাহাম তামিমের লিখা এবং আহম্মেদ হুমায়ূন সুর ও সংগীত গানটিতে কণ্ঠ দিয়েছেন নোবেল। প্রকাশিত গানটি বেশ প্রশংসা অর্জন করে। নির্মাতা সূত্রে জানা গেছে আগামী ১৮ই ফেব্রুয়ারি প্রকাশ্যে আসছে সিনেমাটি অফিশিয়াল ট্রেলার। এটি পরিচালকের “পেইজ নাম্বার ৪৪” উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।
শিরোনাম গান দেখে সিনেমাটি নিয়ে দর্শকরা কিছুটা ধারনা পেলেও ট্রেলার দেখে আরো পরিষ্কার ধারনা পাবেন বলে জানিয়েছেন নির্মাতা ইফতেখার শুভ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টাইটেল গান দেখে দর্শক একপ্রকার ধারণা নিচ্ছেন। কিন্তু ট্রেলার দেখে অন্য আরেক ধারণা পাবেন।আবার পুরো সিনেমা দেখলে আরেকরকম স্বাদ পাবেন। গত দুই বছর ধরে কাজটি লালনপালন করেছি। ৪ মার্চ সব ধারণা পাল্টে যাবে।‘
আরো পড়ুনঃ
চলতি মাসে নতুন সিনেমার মহরতঃ মার্চে দেশে ফিরছেন শাকিব খান
‘রিভেঞ্জ’ মুক্তির আগেই বুবলী ও রোশান জুটিকে নিয়ে মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’
খলনায়িকা হয়ে পর্দায় আসছেন ঢাকাই সিনেমার নতুন প্রজন্মের নায়িকা পূজা