সম্প্রতি গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছে জাহিদ হাসান পরিচালিত ‘সোনার চর’ সিনেমার দৃশ্যধারনের কাজ। সিনেমাটিতে সহজ-সরল এক গ্রামীণ ছেলের রূপে দেখা যাবে জায়েদ খানকে। সিনেমাটিতে আরো অভিনয় করছেন প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমি এবং ওমর সানি। সিনেমাটিতে মুক্তিযোদ্ধা চরিত্রে জায়েদ খান অভিনয় করছেন বলে জানা গেছে আর তার বিপরীতে আছেন নবাগত নায়িকা স্নিগ্ধা। প্রথমদিন একসঙ্গে শুটিং করেছেন জায়েদ খান, মৌসুমি এবং ওমর সানি।
সিনেমাটির গল্পের প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘৭৫ এ বঙ্গবন্ধুর হত্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আশা সময়কার গল্প নিয়ে সাজানো হয়েছে ছবিটি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। ক্যারিয়ারে অনেক ধরনের চরিত্রে অভিনয় করা হলেও, মুক্তিযোদ্ধা চরিত্রে প্রথম অভিনয় করছি। নিজের মনের কাছে শান্তি লাগছে এমন একটা চরিত্রে অভিনয় করছি এটা ভেবে। এতে গ্রামের একজন সাধারণ জেলে থাকি আমি। একাত্তরে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করি। আমার চরিত্রের অতীত সেটি।ত বে রাজধানী,পরিবার প্রেম-ভালোবাসা সবই থাকবে এ সিনেমায়।‘
এদিকে সিনেমাটি প্রসঙ্গে পরিচালক জাহিদ হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে এ ছবির গল্প, চরিত্র ও শুটিং লোকেশন নিয়ে কাজ করেছি। অবশেষে ক্যামেরা ওপেন করা হলো। ইচ্ছে আছে একটানা ১৫ থেকে ১৬ দিন হোতাপড়ায় শুটিং করার। এরপর মাঝে কয়েকদিনের বিরতি পর ভোলায় চার-পাঁচ দিনের শুটিং করলেই সম্পন্ন হবে সব কাজ আশা করি।‘ এছাড়া এই নির্মাতা সুত্রে আরো জানা গেছে যে, এ সিনেমায় ছয়টি টি গান থাকবে,গল্পেও চমক থাকছে।
প্রসঙ্গত, গত শিল্পী সমিতির নির্বাচনের সময় জায়েদ খানের সাথে মৌসুমি এবং ওমর সানির বিরোধ প্রকাশ্যে দেখা গেছে। তবে ‘সোনার চর’ সিনেমাটির মাধ্যমে ওমর সানী-মৌসুমী ও জায়েদ খানের সম্পর্কের বরফ গলেছে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা! তবে সমিতি এবং সিনেমার কাজকে আলাদাভাবে দেখেন উল্লেখ করে জায়েদ খান বলেন, ‘সিনেমার স্বার্থে আমরা সবাই এক। সমিতির এবং সিনেমায় কাজ আলাদা বিষয়। আমরা সিনেমার গল্প, আঙ্গিক, অভিনয়সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। সানী ভাই, মৌসুমী আপা আমাকে কিছু উপদেশ দিয়েছেন। কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা পেয়েছি।‘
মৌসুমি এবং ওমর সানির সাথে কাজ করার ইচ্ছে দীর্ঘদিনের উল্লেখ করে জায়েদ খান আরো বলেন, ‘সিনেমায় আসার আগে থেকে সানী ভাই, মৌসুমী আপার অভিনয় দেখে ভালো লাগত। ইচ্ছা ছিল তাদের সঙ্গে অভিনয় করব। দীর্ঘদিন পরে একসঙ্গে সিনেমাটি করছি। সেই ইচ্ছে এবার পূরণ হলো। যেহেতু নির্মাতা ভালো একটি সিনেমা বানাতে চান, সেই জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। অনেক দিন ধরেই আমরা সিনেমাটি নিয়ে প্রস্তুতি নিচ্ছি। এতে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছি। আশা করছি, আমাদের সবার অংশগ্রহণে ভালো একটি সিনেমা হবে।’
উল্লেখ্য যে, এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমায় জায়েদ খানএবং স্নিগ্ধা ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম সহ আরো অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর শিকদার। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা আছে বলেও জানিয়েছেন নির্মাতারা।
আরো পড়ুনঃ
দীতির শেষ সিনেমা: মৃত্যুর ৫ বছর পর পেলো মুক্তির অনুমতি
আরিফিন শুভর ‘মিশন এক্সট্রিম’ সিনেমার মুক্তির তারিখ ঘোষনা
‘মুখোশ’ সিনেমার ডাবিং দিয়ে কাজে ফিরলেন চিত্রনায়িকা পরীমনি