মা হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সোমবার (১০ই জানুয়ারি) গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। তার অনাগত সন্তানের বাবা হচ্ছেন চিত্রনায়ক শরিফুল রাজ বলেও জানিয়েছেন এই পরীমনি। গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। আর তার অনাগত সন্তানের জন্য আগামি দেড় বছর অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ‘স্বপ্নজাল’ এর এই অভিনেত্রী।
জানা গেছে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের একটি সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি। এ প্রসঙ্গে একটি অনলাইন সংবাদ মাধ্যমকে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘আমার গুনিন সিনেমার মাধ্যমে রাজ-পরীর পরিচয়। যতোটুকু জেনেছি, শুটিং সেটেই তারা একে অন্যের প্রেমে পড়েন। সেই সময়েই তারা নাকি বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। আমরা অবশ্য এ বিষয়ে তখন কিছুই জানতাম না।‘ তিন দিন আগে মিষ্টি খাইয়ে পরীমনি নিজেদের বিয়ের খবর জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন সেলিম নিজেই।
আর রাজকে বিয়ে করা প্রসঙ্গে পরীমনি জানান, গিয়াস উদ্দিন সেলিমের ছবি ‘গুনিন’-এর সেটে তাঁদের পরিচয় ও প্রেম। শুটিং করতে গিয়ে এক অন্য রকম রাজকে আবিষ্কার করেন তিনি। তারপর তাঁদের প্রেম গড়ায় পরিণয়ে। অন্যদিকে শরিফুল রাজ বলেন, ‘খবরটা জেনে কী পরিমাণ খুশি হয়েছি, বলে বোঝাতে পারব না। আই অ্যাম প্রাউড অব হার।’ পরীমনির প্রতি নিজের ভালোবাসা উল্লেখ করে রাজ আরো বলেন, ‘সে কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও না। ভাবছি, দুজনের কবরটাও একসঙ্গে হবে।’
মা হওয়ার খবরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পরীমনি বলেন, ‘আমাদের বিয়ের চার মাস হতে চলেছে। সপ্তাহ তিনেক আগে আমরা জানতে পারি যে আমি মা হতে যাচ্ছি। প্রথম মাস চলছে। মা হওয়ার খবর শোনার পর যেদিন হাসপাতাল থেকে বের হয়েছি, মনে হচ্ছিল, আমি যেন উড়ছিলাম। ভাবছিলাম, আল্লাহ রে, দুনিয়াদারি কেমন যেন হয়ে গেল। মনে হয়েছে, বিশাল পাখা হয়ে গেছে আমার। আমি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল উইমেন। অনেক শক্তি আমার।’
এদিকে পরীমনি জানান, চিকিৎসক তাঁকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন, তাই মা হওয়ার খবরে দেড় বছরের জন্য অভিনয়কে ছুটি জানাচ্ছেন পরীমনি। এ প্রসঙ্গে পরী জানিয়েছেন, সন্তানকে সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে আমন্ত্রণ জানাতে আগামি দেড় বছর তিনি কাজ থেকে বিরতি নিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সন্তানকে সুস্থভাবে দুনিয়াতে আনতে আগামি দেড় বছরের ছুটি নিলাম। এরমধ্যে ক্যামেরায় দাঁড়াবো না। রাজ নিয়মিত কাজ করবে।‘
শরিফুল রাজের সাথে পরীমনির প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে। সর্বশেষ বিষয়টি প্রথম আঁচ পাওয়া যায় ‘গুনিন’ সিনেমার শুটিং চলাকালীন পরীমনির একটি ফেসবুক স্ট্যাটাসে। যেখানে রাজের সঙ্গে একটি ছবি শেয়ার করে হ্যাশট্যাগে পরী লিখেছিলেন, ‘রাজপরী’। তার আগে পরীর জন্মদিনের পার্টিতে রাজের সঙ্গে পরীর নানা খুনসুঁটির ভিডিও ক্লিপ নিয়েও কথা উঠে শোবিজ অঙ্গনের অন্দরে। এরপর গেল নভেম্বরে রাজের জন্মদিনে তার বাসায় ফুল ও কেক নিয়ে পরীর উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জনকে আরো উস্কে দেয়।
আরো পড়ুনঃ
নতুন মেয়াদে শিল্পী সমিতির নেতৃত্ব পেতে মুখোমুখি নিপুণ এবং জায়েদ খান
সরে দাঁড়ালেন মাহিঃ চয়নিকা চৌধুরীর সিনেমায় ফিরলেন পরীমনি
চলচ্চিত্র ছাড়ছেন মাহিয়া মাহি! বিপাকে চলমান সিনেমার নির্মাতারা