দেশীয় সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এখন পর্যন্ত বাংলা সিনেমার নায়িকা হিসেবেই তাকে চিনেন দর্শকরা। তবে জানা গেছে শীগ্রই নতুন পরিচয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা ববি। সম্প্রতি ‘মাস্টারমাইন্ড’ নামে নতুন একটি সিনেমা নির্মানের ঘোষণা দিয়েছেন পরিচালক সৈকত নাসির। আর ‘মাস্টারমাইন্ড’ সিনেমার মাধ্যমে লেখিকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন চিত্রনায়িকা ববি। কারণ অভিনেত্রীর গল্পেই নির্মিত হতে যাচ্ছে এই সিনেমাটি। ইতিমধ্যে সিনেমাটির ফার্স্টলুক পোষ্টারও প্রকাশ করেছেন নির্মাতারা।
জানা গেছে করপোরেট কালচার এবং আন্ডারওয়ার্ল্ড নিয়েই মূলত গড়ে উঠেছে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার গল্প। ববির গল্পে এই সিনেমার চিত্রনাট্য রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘এই সিনেমার গল্প ও কনসেপ্ট সম্পূর্ণই আমার। করোনা মহামারির সময় যখন ঘরবন্দি ছিলাম, তখন কিছু গল্প ও কনসেপ্ট তৈরি করেছিলাম আমি। ইতোমধ্যে বাবা-মেয়ে, স্বামী-স্ত্রীর থ্রিলিং কিছু ঘটনা নিয়ে গল্পটি সাজিয়েছি।‘ তবে গল্প তার লিখা হলেও, ‘মাস্টারমাইন্ড’ সিনেমায় তিনি অভিনয় করছেন না বলে জানিয়েছেন ববি।
সৈকত নাসিরের নতুন সিনেমা #মাস্টারমাইন্ড। প্রধান চরিত্রে চিত্রনায়িকা ববি। সিনেমাটির গল্পও লিখেছেন এই অভিনেত্রী।#ফিল্মীমাইক #ঢালিউড #বাংল_সিনেমা #Filmymike #Dhallywood #BanglaCinema #BanglaMovie #mastermind #SoikatNasir #Bobby pic.twitter.com/xbeC1WeXqB
— FilmyMike.com (@FilmyMikeBD) April 2, 2023
এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে পুরোপুরি অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হতে যাচ্ছে ‘মাস্টারমাইন্ড’ সিনেমাটি। বাংলাদেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটির দৃশ্যধারনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা সৈকত নাসির। এ প্রসঙ্গে নাসির বলেন, ‘মাস্টারমাইন্ড পুরোপুরি অ্যাকশন থ্রিলার একটি গল্প। দুবাই, রামুজি ফিল্ম সিটি এবং বাংলাদেশে এই ছবির শুটিং করার প্ল্যান রয়েছে।‘ এছাড়া ববির গল্প এবং আবদুল্লাহ জহির বাবু চিত্রনাট্য নিয়েও ব্যাপক আশাবাদী এই নির্মাতা।
চিত্রনায়িকা ববি হক বর্তমানে তার নতুন সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ববি অভিনীত জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘পাপ – প্রথম চাল’। সিনেমাটিতে ববির বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশন। সৈকত নাসির পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমাটিতে ববিকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ইতিমধ্যে ‘পাপ’ সিনেমার টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। ভিন্নধর্মী গল্প এবং প্রধান তারকাদের লুকের কারনে টিজারটি দারুণভাবে আলোচনার জন্ম দিয়েছে।
প্রসঙ্গত, ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেছিলেন ইয়ামিন হক ববি। অল্প সময়ের মধ্যেই দেশীয় চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন এই অভিনেত্রী। মুক্তি প্রতীক্ষিত ‘পাপ’ সিনেমাটি ছাড়াও ববি অভিনীত বেশ কয়েকটি সিনেমা নির্মানাধীন রয়েছে। এরমধ্যে সম্প্রতি ‘এবার তোরা মানুষ হ’ নামে আরো একটি সিনেমার দৃশ্যধারন শেষ করেছেন ববি। সবকিছু ঠিক থাকলে ঈদের পর শুরু হবে ‘মাস্টারমাইন্ড’ সিনেমার দৃশ্যধারন।
আরো পড়ুনঃ
প্রকাশ্যে জাজ মাল্টিমিডিয়ার ‘পাপ’ সিনেমার টিজারঃ আসছে ঈদে মুক্তি
শাকিব খানের সিনেমা মুক্তিতে নির্মাতাদের গড়িমসিঃ উদাসীনতা না হতাশা
‘দখিনো দুয়ার’ নিয়ে পদ্মার পারে দেশীয় সিনেমার গ্ল্যামার গার্ল অধরা খান