ঢাকাই সিনেমা জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। সুপারস্টার শাকিব খানের প্রযোজনায় ‘পাসওয়ার্ড’ সিনেমার পর আর কোন সিনেমা নির্মানে দেখা যায়নি তাকে। একাধিকবার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত সেই সিনেমাগুলো আলোর মুখ দেখেনি। অবশেষে নতুন সিনেমার ঘোষণা নিয়ে হাজির হলেন আলোচিত এই নির্মাতা। নিজের ইউটিউব চ্যানেলে মাধ্যমে সম্প্রতি তার পরবর্তি পরিচালনার কথা জানালেন সবাইকে। জানা গেছে মালেক আফসারীর নতুন সিনেমা ‘নাইন এমএম’-এর নির্মান কাজ শুরু হচ্ছে শীগ্রই।
৩ বছর পর তার পরিচালিত নতুন এই সিনেমাটি প্রযোজনাও করছেন মালেক আফসারী। ‘নাইন এমএম’ নামের এই সিনেমাটি নির্মিত হতে যাচ্ছে রোজি ফিল্মসের প্রযোজনায়। আগামী ডিসেম্বরে সিনেমাটির দৃশ্যধারন শুরু হবে বলে জানান মালেক আফসারী। সিনেমার গল্প লিখলেন আবদুল্লাহ জহির বাবু। নির্মাতা সূত্রে জানা গেছে, একজন কিলারের পরিচয় বহন করে ‘নাইন এমএম’। এরমধ্যে সিনেমার প্রেক্ষাপটে ঘটতে থাকবে বিভিন্ন ঘটনা।
এছাড়া মালেক আফসারী আরো জানিয়েছেন যে, পুরোপুরি অ্যাকশন ঘরানায় নির্মিত হবে ‘নাইন এমএম’। তবে সিনেমাটির কলাকুশলী নিয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চাননা এই নির্মাতা। এ প্রসঙ্গে মালেক আফসারী বলেন, ‘আর্টিস্ট কারা থাকবে একটি সিদ্ধান্ত নিয়েছি। তবে যেহেতু তাদের এখনো পেমেন্ট দেইনি তাই নাম জানাতে চাচ্ছি না। আর্টিস্টরা কাজে ব্যস্ত। হয়তো আগামী সপ্তাহে সময় দেবেন। তারপর জানাতে পারবো।‘
সাধারণ ভাষায় ‘নাইন এমএম’ একটি গুলির ক্যালিভার। এই কনসেপ্ট নিয়েই নির্মিত হতে যাচ্ছে রোজি ফিল্মসের ব্যানারে ৭ নম্বর সিনেমা। সিনেমাটি প্রযোজনা প্রসঙ্গে মালেক আফসারী আরো বলেন, ‘ব্যবসায়িক চিন্তা থেকে প্রযোজনা করছি। ব্যাংকে এফডিআর করতে লম্বা সময়ের ব্যাপার কিন্তু সিনেমা ব্যবসা করলে প্রফিট অল্পদিনেই করা যায়। শুধুমাত্র ব্যবসা করার জন্য প্রযোজনা করতে যাচ্ছি। আগামী রোযার ঈদে নাইন এমএম মুক্তি দেব।‘
সিনেমাটির নির্মান এবং দৃশ্যধারনের প্রস্তুতি সম্পর্কে মালেক আফসারী জানিয়েছেন আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। এ প্রসঙ্গে আফসারী বলেন, ‘গল্পের কাজ শেষ। ডিসেম্বর-জানুয়ারি শুটিং করবো। ঢাকা এবং রাঙামাটি, কক্সবাজারে শুটিং হবে। বাংলাদেশ থেকে ক্যামেরাম্যান শাহীন থাকবে। টেকনিশিয়ানরা থাকবেন সবাই ইন্ডিয়ান।‘
সিনেমাটির শিল্পীরা বাংলাদেশী হলেও ভারতের টেকনিশিয়ান দিয়ে সিনেমাটির কাজ করানো হবে বলে জনাইয়েছেন এই নির্মাতা। মালেক আফসারী বলেন, ‘আমি পেশাদার পরিচালক, তাই শিল্পী যাদের নেব তারাও সবাই পেশাদার হবে। শিল্পী যারা থাকবে সবাই বাংলাদেশের।‘ অন্যদিকে ভারতীয় টেকনিশিয়ান প্রসঙ্গে তিনি বলেন, ‘গান-অ্যাকশন সবাই তারাই করবে, পোস্টের কাজ হবে ইন্ডিয়াতে। শক্তিশালী টিম নিয়ে নামতে যাচ্ছি। আমি বিশ্বাস করি, টিম যদি শক্তিশালী হয় সিনেমা অবশ্যই ভালো হবে।‘
প্রসঙ্গত, ডায়নামিক পরিচালক হিসেবে পরিচিত মালেক আফসারী দেশীয় সিনেমার অনেকগুলো ব্লকবাস্টার সিনেমার নির্মাতা। তার পরিচালিত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘ঘৃনা’, ‘ক্ষতিপূরণ’, ‘লাল বাদশা’, ‘বোমা হামলা’ ইত্যাদি। তার পরিচালিত সর্বশেষ সিনেমা ‘পাসওয়ার্ড’ বক্স অফিসে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছিলো। তবে সিনেমাটি মুক্তির আগে এর বিরুদ্ধে নকলের অভিযোগ প্রসঙ্গে অপ্রাসঙ্গিক বক্তব্যের কারনে আলোচনায় ছিলেন তিনি।
আরো পড়ুনঃ
মুক্তি পাচ্ছে সত্য ঘটনা অবলম্বনে সাইমন ও মাহি জুটির সিনেমা ‘লাইভ’
‘কিল হিম’ সিনেমার মহরতঃ জানা গেলো অনন্ত ও বর্ষার পারিশ্রমিক
সাইমন সাদিক ও বুবলীকে নিয়ে সরকারী অর্থায়নের সিনেমা ‘চাদর’