সম্প্রতি প্রকাশ করা হয়েছে মাহিয়া মাহি অভিনীত ‘বুবুজান’ সিনেমাটির টিজার। নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত ‘বুবুজান’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সিনেমাটিতে নাম ভুমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আর তার ছোট ভাইয়ের চরিত্রে আছেন শান্ত খান। এই সিনেমায় শান্ত খানের বিপরীতে দেখা যাবে নিশাত নাওয়ার সালওয়াকে। টিজার প্রকাশের পর প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ দেখতে সবাইকে আহ্বান জানিয়েছেন মাহিয়া মাহি।
শাপলা মিডিয়ার ব্যানারে সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এর মুক্তিকে সামনে রেখে কিছুদিন আগে ২৩ সেকেন্ডের টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। প্রকাশিত টিজারটিতে সেলিম খানের ছেলে শান্ত খানকে প্রতিবাদী চরিত্রে দেখা গেছে। সেই সাথে বুবুজান চরিত্রে আলো ছড়িয়েছেন দেশীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বোনের সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প দেখা যাবে ‘বুবুজান’ সিনেমায়।
আগামী ১৭ই ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নারী সহিংসতা প্রতিরোধের গল্প নিয়ে নির্মিত সিনেমা #বুবুজান। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি এবং শান্ত খান।#ফিল্মীমাইক #ঢালিউড #বাংলা_সিনেমা #Filmymike #Dhallywood #BanglaCinema #Bubujan #MahiyaMahi #ShantoKhan #ShaplaMedia pic.twitter.com/yikmGX3IPj
— FilmyMike.com (@FilmyMikeBD) February 6, 2023
টিজার প্রকাশের পর মান্না অভিনীত ‘আম্মাজান’ সিনেমার উদাহরণ দিয়ে ‘বুবুজান’ প্রসঙ্গে শান্ত খান বলেন, ‘সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। আর সালওয়া আমার নায়িকা।‘ সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে শান্ত খান আরো বলেন, ‘আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে।আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।‘
এদিকে সিনেমাটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন মাহিয়া মাহিও। একটি অনলাইন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমাটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। এটি আমার ভীষণ পছন্দের একটি সিনেমা। ভাই-বোনের গল্পকে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে।‘ সবাইকে সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে মাহি আরো বলেন, ‘দর্শকদের উদ্দেশে বলব, ১৭ ফেব্রুয়ারি দলেবলে চলে আসুন সিনেমা হলে। উপভোগ করুন দারুণ গল্পের একটি সিনেমা। আশাকরি সবারই ভালো লাগবে।‘
মাহির পাশাপাশি প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ দেখতে সবাইকে আহ্বান জানিয়েছেন সিনেমাটির পরিচালন শামীম আহমেদ রনি। এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘দর্শকের উদ্দেশ্য বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং বুবুজান দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা ম্যাসেজ এবং ট্যুস্ট আসে। যেটা সবার ভাল লাগবে।‘
গত বছর ঢালিউডে মুক্তিপ্রাপ্ত বেশ কয়েকটি সিনেমা আলোচনার জন্ম দিয়েছিলো। এর মধ্যে ‘পরাণ’, ‘হাওয়া’, ‘গলুই’ এবং ‘দ্বীনঃ দ্য ডে’ উল্লেখযোগ্য। কিন্তু নতুন বছরে ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেলেও সেগুলো অনেকটাই আলোচনার বাইরে থেকে গেছে। ‘বুবুজান’ সিনেমাটিও এখন পর্যন্ত তেমন কোন আলোচনার জন্ম দিতে পারেনি। এছাড়া মুক্তির মাত্র ১৫দিন আগে প্রকাশ করা হয়েছে টিজার। শেষ পর্যন্ত এই সিনেমাটির বক্স অফিস ভাগ্য কেমন হয় সেটা সময়ই বলে দিবে।
আরো পড়ুনঃ
নতুন বছরে দুই বাংলার ছয় সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন নুসরাত ফারিয়া
তিন সিনেমা নিয়ে আগামী ঈদে প্রেক্ষাগৃহে ফিরছেন শাকিব খান
অ্যাকশন দিয়ে শুরুঃ ২০২৩ সালে মুক্তি পাচ্ছে শুভর সাতটি সিনেমা