বুবলী এবং রোশান জুটিকে নিয়ে ইকবালের নতুন সিনেমা ‘রিভেঞ্জ’

বুবলী এবং রোশান

চলতি বছরের শুরুতে সময়ের সবচেয়ে বড় তারকা নায়ক শাকিব খানের অন্যতম ব্যবসায়িক অংশীদার মো ইকবাল একসাথে তিনটি সিনেমার ঘোষনা দিয়েছিলেন। ‘ফাইটার’, ‘রিভেঞ্জ’ ও ‘গুলশানের চামেলী’ নামের এই সিনেমাগুলো প্রযোজনার পাশাপাশি তিনি নিজেই পরিচালনা করছেন। আগেই জানা গিয়েছিলো তিনটি সিনেমায় অভিনয় করছেন জিয়াউল রোশন এবং মিশা সওদাগর। এবার জানা গেছে এই তিন সিনেমার একটিতে নায়িকা হিসেবে থাকছেন হালের আলোচিত নায়িকা শবনম বুবলী। আর এর মাধ্যমে প্রথমবারের মত পর্দায় আসছেন বুবলী এবং রোশান জুটি।

সোমবার (৩ মে) রাতে গুলশানের একটি রেস্তোরাঁয় তার পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার নায়িকা হিসেবে বুবলীর নাম ঘোষণা করেন আলোচিত প্রযোজক ইকবাল। আর সিনেমাটির ঘোষণা অনুষ্ঠানে বুবলী, রোশান ছাড়াও উপস্থিত ছিলেন মিশা সওদাগর, এল আর খান সীমান্ত, আবদুল্লাহ জহির বাবুসহ অনেকে। আর সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল।

সিনেমাটি প্রসঙ্গে নায়িকা বুবলী বলেন, ‘আমার প্রথম সেন্সর হওয়া ছবি শুটার’র প্রযোজক ছিলেন ইকবাল ভাই। তিনি আমার বড় ভাইয়ের মতো তার সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছি আনন্দ লাগছে। আর মিশা ভাই আছেন আমাদের সঙ্গে। তার সঙ্গেও কাজের অভিজ্ঞতা দারুণ। ভালো একটি ছবি উপহার দিতে পারবো বলে আমার বিশ্বাস।‘ আর মিশা সওদাগরের সাথে অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘শুরু থেকে আমার প্রায় সবগুলো ছবিতে মিশা ভাইয়া ছিলেন। এখানেও তিনি আছেন। এই খারাপ সময়েও যারা ছবি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য।‘

বুবলী এবং রোশান

অন্যদিকে একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে এ প্রসঙ্গে মোহাম্মদ ইকবাল বলেন, ‘আগেই আমি তিন সিনেমার ঘোষণা দিয়ে মহরত করেছিলাম এফডিসিতে। সেখানে জানিয়েছিলাম, আমার এই সিনেমার নায়ক হচ্ছেন জিয়াউল রোশান। আর শুক্রবার বুবলী চুক্তিবদ্ধ হলেন। সিনেমাটি অ্যাকশননির্ভর। রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে।’

এদিকে সিনেমাটি সম্পর্কে চিত্রনায়ক রোশান বলেন, ‘একক নায়ক হিসেবে বুবলীকে প্রথম পাচ্ছি এ ছবিতে।এছাড়া মিশা সওদাগর ভাইয়ের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। তাই সিনেমাটি সুযোগ আসা মাত্রই রাজি হই।‘

উল্লেখ্য যে, ‘রিভেঞ্জ’ সিনেমাটির গল্প এবং চিত্রনাট্য রচনা করেছেন আবদুল্লাহ জহির বাবু। প্রযোজক সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি বিবেচনায় চলতি মাসের ২০ তারিখ থেকে সিনেমাটির দৃশ্যধারনের কাজ শুরু হতে পারে। সবকিছু ঠিক থাকলে  কেরানিগঞ্জ ও মাদারীপুর শুরু হবে ‘রিভেঞ্জ’ সিনেমার শুটিং।

আরো পড়ুনঃ
নিরব এবং বুবলীর রোমান্সে শেষ হলো শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘চোখ’
নতুন সিনেমায় বুবলী: সাথে আছেন নিরব ও রোশান
জিয়াউল রোশনকে নিয়ে একসাথে তিন সিনেমার ঘোষনা দিলেন প্রযোজক ইকবাল

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: