গত ঈদে মুক্তিপ্রাপ্ত সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘পরাণ’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমার মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করেন দেশীয় সিনেমার নতুন সম্ভাবনা শরিফুল রাজ। রাফীর নির্মানে মুন্সিয়ানার পাশাপাশি সিনেমাটিতে রাজের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন সবাই। ‘পরাণ’ সিনেমার পরপরই ‘হাওয়া’ সিনেমার মাধ্যমে আবারো আলোচনায় আসেন এই অভিনেতা। দুটি সিনেমাই বাণিজ্যিক সাফল্য অর্জন করে সক্ষম হয়েছে। দুই সিনেমার সাফল্যে নতুন সিনেমার জন্য এবার বিশাল অংকের পারিশ্রমিক হাঁকাচ্ছেন শরিফুল রাজ!
‘পরাণ’ এবং ‘হাওয়া’ সিনেমার পর শরিফুল রাজ ‘দামাল’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া বর্তমানে রাজের হাতে আছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ নামের একটি সিনেমা। আর মুক্তির অপেক্ষায় আছে ‘দেয়ালের দেশ’ নামে একটি সিনেমা। এই দুই সিনেমার দৃশ্যধারনের কাজ আগেই শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নতুন করে কোন সিনেমার কাজ শুরু আগে নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন ‘আইসক্রিম’ খ্যাত এই অভিনেতা।
জানা গেছে সিনেমা প্রতি এখন ৩০ লাখ টাকা পারিশ্রমিক দাবী করছেন শরিফুল রাজ। এ বিশাল অংকের পারিশ্রমিক প্রসঙ্গে রাজ বলেন, ‘একজন শিল্পী কত টাকা পারিশ্রমিক নেবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার? আমার কথা যদি বলি, আমি কিন্তু এক মাসের মধ্যে একটা সিনেমা করি না। দীর্ঘ সময় লাগে। নয়মাস আগে ধরে কাজল রেখার শুটিং করেছি। একটি কাজ করলে এর মধ্যে অন্য কাজ হাতে নেই না। এই আট-নয় মাস আমার জীবনযাপনের খরচ তো মেটাতে হবে। যেহেতু আমার এটাই পেশা। সেই হিসাবেই আমি পারিশ্রমিক চাইছি।‘
শরিফুল রাজ যে অংকের পারিশ্রমিক হাঁকাচ্ছেন সেটা এই মুহুর্তে সুপারস্টার শাকিব খান ছাড়া আর কেউ পাচ্ছেন না। অংকের পারিশ্রমিক হাঁকানোর কারনে সিনেমা হাতছাড়া হওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত নন বলে জানান এই অভিনেতা। ক্যারিয়ারের এই পর্যায়ে সবকিছু বুঝেই পা ফেলছেন উল্লেখ করে শরিফুল রাজ আরো বলেন, ‘সংবাদকর্মী ভাইরা আমাকে অনেক ছোটবেলা থেকে চেনেন। যখন শুরু করেছিলাম তখন আমার পারিশ্রমিক বেশী ছিল না। এখন আমার লিভিং খরচ যেটা হচ্ছে, সেই হিসেব করেই পারিশ্রমিক চাইছি।‘
পরপর দুটি সিনেমা বাণিজ্যিক সফল্য অর্জন করতে সক্ষম হওয়ায় বেশ কয়েকটি নতুন সিনেমার প্রস্তাব পেয়েছেন রাজ। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নতুন সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান তিনি। নতুন সিনেমার প্রস্তাব পাওয়া প্রসঙ্গে রাজ বলেন, ‘শেষ কয়েক মাসে বহু পরিচালকের কল পেয়েছি। স্ক্রিপ্ট পেয়েছি। তারা আমাকে নিয়ে সিনেমা করতে চেয়েছেন। প্রতিদিনই কোনো না কোনো নতুন ছবির মিটিং হয়েছে। কিন্তু প্রজেক্ট ভালো লেগেছে, অনেকগুলো ব্যাটেবলে মেলেনি।‘
তবে সিনেমাতে কাজ করার ব্যাপারে মানটাকে প্রাধান্য দিতে চান শরিফুল রাজ। নতুন সিনেমার প্রস্তাব গ্রহণ করলে আর্থিকভাবে লাভবান হলেও নিজের অবস্থান ধরে রাখতে চান তিনি। কাজের ব্যাপারে নিজেকে সচেতন দাবী করে তিনি বলেন, ‘আমি খুব বেছে বেছে প্রজেক্ট হাতে নিচ্ছি। শুরু থেকে আমি কাজের ব্যাপারে খুব সচেতন। এই কারণে আমার সিনেমার সংখ্যা কম। এতো সিনেমা ছেড়ে না দিলে হয়তো ফিনান্সিয়ালি লাভবান হতাম। কিন্তু আমি আমার জায়গা থেকে সরে যাইনি। আমি এভাবেই কাজ করে যাবো।‘
প্রসঙ্গত, ‘পরাণ’ সিনেমাটিতে মফঃস্বলের বখাটে প্রেমিকের চরিত্রে পর্দা মাতানোর পর ‘হাওয়া’ সিনেমায় তাকে দেখা গেছে ট্রলারের ইঞ্জিন চালকের চরিত্রে। নায়কোচিত ইমেজের বাইরে এসে রাজ তার অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের। ঠিক জায়গায় ঠিক অভিনয়ই রাজের সবচেয়ে বড় গুন বলে মনে করছেন দর্শকরা। এছাড়া ক্যারিয়ারের এই অল্প সময়ে এরকম বৈচিত্রময় চরিত্রে নিজেকে উপস্থাপনের মাধ্যমে দর্শক এবং নির্মাতাদের কাঙ্ক্ষিত তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন শরিফুল রাজ।
আরো পড়ুনঃ
তিন সিনেমা দিয়ে শরিফুল রাজের দখলে দেশের মাল্টিপ্লেক্স
নির্মাতাদের চাহিদায় দেশীয় সিনেমার নতুন সম্ভাবনার নাম শরিফুল রাজ
নতুন সিনেমায় এবার শরিফুল রাজের সাথে জুটি বাঁধলেন শবনম বুবলী