গত ১০ই জুন মুক্তি পেয়েছে ঢালিউডের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘বিক্ষোভ’। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাপলা মিডিয়ার কর্নধার সেলিম খানের ছেলে শান্ত খান এবং কলকাতা বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। আর শান্ত খানের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন কলকাতার উঠতি চিত্রনায়িকা শুভশ্রী কর। কিন্তু ‘বিক্ষোভ’ সিনেমার পোষ্টার এবং প্রচারণায় কোথাও দেখা যায়নি শুভশ্রী করকে। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে বিষয়টি নিয়ে নিজের হতাশা ব্যাক্ত করেছেন এই অভিনেত্রী।
সিনেমার পোষ্টার এবং প্রচারণায় কেন নেই? গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে শুভশ্রী কর জানিয়েছেন এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও তার সাথে কথা বলা হয়নি বলে জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার ছবি পোস্টার, বিলবোর্ডে কেন রাখা হলো না, আমি বলতে পারব না। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার সঙ্গে কেউ কথাও বলেননি। আমি বুঝতে পারছি না, আমার সঙ্গে এমন কেন হলো? আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছি। আমি শান্তর নায়িকা হিসেবেই ছবিতে কাজ করেছি। অথচ আমার ছবিই কোথাও রাখা হয়নি।‘
এছাড়া সিনেমাটির প্রিমিয়ার প্রদর্শনীতে তাকে আমন্ত্রণ করা হয়নি বলেও হতাশা ব্যাক্ত করেছেন শুভশ্রী। বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত নিজের প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে ইচ্ছা ছিল উল্লেখ করে শুভশ্রী আরো বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম ছবি মুক্তি পেল। খুব ইচ্ছা ছিল হলে গিয়ে নিজের অভিনয় দেখব। কিন্তু ছবিসংশ্লিষ্ট কেউই আমাকে ঢাকায় যাওয়ার কথা বলেননি। তবে আমার মনপ্রাণ বাংলাদেশের প্রেক্ষাগৃহে পড়ে আছে। আমি বিভিন্ন মাধ্যম থেকে ছবির খবর রাখছি।’
এদিকে ‘বিক্ষোভ’ সিনেমার পোষ্টার এবং প্রচারণায় শুভশ্রীর না থাকা প্রসঙ্গে সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘কিছু কিছু পোস্টারে শুভশ্রীর ছবি তো আছে। কিন্তু শাপলা মিডিয়ার পেজে যেসব পোস্টার ছাড়া হয়েছে, সেখানে তাঁর ছবি আছে কি না, আমার জানা নেই। আমি দেখে আপনাকে বলব।’ এছাড়া শুভশ্রীকে প্রিমিয়ারে তাঁকে দাওয়াত না করা বা প্রচারে না ডাকা প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘সব মিলিয়ে একটু ঝামেলা যাচ্ছে, এ জন্য আর তাঁকে বলা হয়নি। তা ছাড়া শ্রাবন্তী দিদি আসতে পারেননি। যদি তিনি আসতেন, তাহলে দুজনকেই হয়তো বাংলাদেশে আনা হতো।’
তবে শামীম আহমেদ রনির এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছেন সিনেমাটির সাথে সংশ্লিষ্ট একটি সূত্র। জানা গেছে দৃশ্যধারন শুরুর আগে সাইনিং মানি হিসেবে নামমাত্র টাকা দেওয়া হয়েছিল শুভশ্রীকে। কিন্তু এরমধ্যে দুই বছর হয়ে গেলও পারিশ্রমিকের টাকা পাননি তিনি। বেশ কয়েকবার নাকি শুভশ্রী পরিচালক ও প্রযোজকের কাছে পারিশ্রমিকের টাকা চেয়েছিলেন। এ কারণেই শুভশ্রীকে সেভাবে কোথাও রাখাও হয়নি, ডাকাও হয়নি।
উল্লেখ্য যে, ‘নিরাপদ সড়ক চাই’ স্লোগান নিয়ে গড়ে ওঠা ছাত্র আন্দোলন নিয়ে নির্মিত হয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমাটি। গল্পে শুভশ্রী ও শান্ত খান কলেজশিক্ষার্থী। তাঁরা ঘনিষ্ঠ বন্ধুও। শুভশ্রী শান্তকে ভালোবাসলেও শান্ত তাঁকে ভালো বন্ধু হিসেবেই দেখেন। একটা সময় সড়ক দুর্ঘটনায় মারা যান শুভশ্রী কর। আর সেই দুর্ঘটনা ঘিরেই ছাত্র আন্দোলন তৈরি হয়।
শুক্রবার দেশের ৩৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শামীম আহমেদ পরিচালিত ‘বিক্ষোভ’ সিনেমাটি। মুক্তির বেশ আগে থেকেই রাস্তার ধারে দেয়ালে দেয়ালে পোস্টার, বিলবোর্ড এবং ফেসবুক, ইউটিউব, টেলিভিশনে চালানো হয়েছে সিনেমাটির প্রচার–প্রচারণা। এমনকি ভিডিও বাইট দিয়ে লন্ডন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েছেন সিনেমাটির অন্যতম প্রধান অভিনেত্রী কলকাতার নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জি। ‘বিক্ষোভ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাহুল দেব, রজতভ দত্ত রনি, বাংলাদেশের সাদেক বাচ্চু, সাবেরী আলম প্রমুখ।
আরো পড়ুনঃ
ধারাবাহিকতায় ফিরছে ঢালিউড: আসছে জুনে মুক্তির জন্য প্রস্তুত ৬টি সিনেমা
ট্রেলারে প্রশংসিত সৈকত নাসিরের থ্রিলার ‘তালাশ’: চলতি মাসে শুভমুক্তি
মুক্তির দুই সপ্তাহ আগেই ৫০ প্রেক্ষাগৃহ নিশ্চিত করলো আদর-বুবলীর ‘তালাশ’