সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষনা করা হলো কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগের সেরা সিনেমা, নির্মাতা ও অভিনয়শিল্পীর নাম। এই বিভাগে নির্বাচিত হয়েছিলো বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। পুরষ্কার জিততে না পারলেও সমালোচকদের প্রশংসা ও দর্শকদের ভালোবাসা নিয়ে ফিরছে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার টিম। জানা গেছে রোববার সকালের ফ্লাইটে প্যারিস থেকে ঢাকার পথে উড়াল দেবেন নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ চলচ্চিত্রের সাত সদস্যের দল।
ঘোষনায় দেখা গেছে ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগে সেরা পুরস্কার গ্রান্ড প্রাইজ পায় রাশিয়ান নারী নির্মাতা কিরা কোভালেনকো পরিচালিত চলচ্চিত্র আনক্লেনচিং দ্য ফিস্টস। জুরি প্রাইজ পায় গ্রেট ফ্রিডম (সেবাস্টিয়ান মাইজে), এনসেম্বল প্রাইজ পায় বোন মের (হাফসিয়া হেরৎসি), প্রাইজ অব কারেজ পায় লা সিভিল (তিওডোরা আনা মিহাই), প্রাইজ অব অরিজিনালিটি পায় ল্যাম্ব (ভ্লাদিমির জোহানসন), স্পেশাল মেনশন পায় নচে দে ফুয়েগো (তাতিয়ানা উয়েজো)।
এক নজরে দেখে নিতে পারেন কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের নাম:
পাম দর: টাইটেন, নির্মাতা জুলিয়া ডুকুরনো
গ্র্যান্ড প্রিক্স: অ্যা হিরো ও কমপার্টমেন্ট নম্বর সিক্স
জুরি প্রাইজ: ‘আহেদ’স নি’ ও ‘মেমোরিয়া’
সেরা অভিনেত্রী: রেনেট রেইনসভে (দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড)
সেরা অভিনেতা: ক্যালেব ল্যান্দ্রি জোনস (নিট্রাম)
সেরা নির্মাতা: লিও কারাক্স (অ্যানেটে)
সেরা চিত্রনাট্য: রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার)
ক্যামেরা দর: ‘মুরিনা’ (অ্যান্টোনেটা আলামত কুসিজানোভিচ)
শর্ট ফিল্ম পাম দর: টিয়ান জিয়া উ ইয়া (টাং ওয়াই)
বিশেষ জুরি (শর্ট ফিল্ম): চেউ ডে আগোস্তো (জাসমিন টেনুচি)
‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি পুরস্কার না জিতলেও কান উৎসবের প্রদর্শনিতে আকাশচুম্বি প্রশংসা কুড়িয়েছে। তরুণ নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শীত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে। ছবিটি শেষ হওয়ার পর দর্শক দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের সাথে করতালিতে মুখরিত করেন ডবসি থিয়েটার। এর আগে একাধিকবার বাংলাদেশের সিনেমা কান উৎসবে গেছে, যেমন- তারেক মাসুদের ‘মাটির ময়না’। তবে মূল ক্যাটাগরিতে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশী সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’।
রেহানা মরিয়ম নূর নামে একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এই সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। আর পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সাদ নিজেই।
আরো পড়ুনঃ
কানে স্ট্যান্ডিং ওভেশন পেল ‘রেহানা মরিয়ম নূর’: বাঁধনের চোখে আনন্দ অশ্রু
কানের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ‘রেহানা মরিয়ম নূর’ টিমের এর ৭ জন
যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে ‘মরিয়ম’: পরিবেশনার স্বত্ব যৌথভাবে নিলো দুই প্রতিষ্ঠান