আট বছর আগে শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের শুরু অভিষিক্ত হয়েছিলেন শবনম বুবলী। ইতিমধ্যে প্রায় দুই ডজন সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সম্প্রতি প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্পে ‘পিনিক’ সিনেমায় কাজ শুরু করেছেন বুবলী। আর এতে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন বুবলী।
জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ সিনেমাটির মারপিটের দৃশ্যের চিত্রায়ন শুরু হয়েছে সম্প্রতি। ঢাকার পাশেই দিনব্যাপী সিনেমাটির দৃশ্যায়নে অংশ নিয়েছেন বুবলী। আর প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্পে ‘পিনিক’ সিনেমাটিতে বুবলীর নেতিবাচক চরিত্রের কথা নিশ্চিত করেছেন এর অন্যতম প্রযোজক শিমুল খান। পর্দায় বুবলীকে দেখে যে কেউ চমকে যাবেন বলে মন্তব্য করেছেন তিনি।
গত নভেম্বরে কক্সবাজার ও রামুতে শুরু হয়েছিলো ‘পিনিক’ সিনেমার দৃশ্যধারনের কাজ। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় বুবলীর সাথে অভিনয় করছেন আদর আজাদ। এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ নামে দুটি সিনেমায় একসাথে অভিনয় করেছিলেন আদর আজাদ এবং বুবলী। এই সিনেমার সব গল্পই নেতিবাচক বলে জানিয়েছেন নির্মাতারা।
পরিচালক সূত্রে জানা গেছে, আগামী ২২ ডিসেম্বরের মধ্যে শেষ হতে যাচ্ছে সিনেমাটির বড় অংশের দৃশ্যধারন। এরপর দেশের বাইরে সিনেমাটির গানের চিত্রায়নের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘পিনিক’। সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার এই সিনেমাটি দিয়ে বড় পর্দার নির্মাতা হিসেবে অভিষিক্ত হচ্ছেন জুয়েল।
বুবলী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে ‘রিভেঞ্জ’। সিনেমাটি তেমন আলোচনার জন্ম দিতে ব্যার্থ হয়েছিলো। তবে এর আগে বুবলী তার ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য ব্যাপক প্রশংসিত হইয়েছিলেন। তবে শাকিব খানের সাথে জুটি ভাঙ্গার পর এখন পর্যন্ত বক্স অফিসে সাফল্যের মুখ দেখতে পারেননি এই অভিনেত্রী। শাকিবের সাথে তার অভিনীত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘নেতাঃ দ্যা লিডার’।
তবে সাম্প্রতিক সময়ে সিনেমা নির্বাচনের ক্ষেত্রে এখন অনেক সতর্ক বলে জানিয়েছেন শবনম বুবলী। তাই, মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি নন এই অভিনেত্রী। সে ধারাবাহিকতায় প্রতিশোধ এবং পাল্টা প্রতিশোধের গল্পে ‘পিনিক’ সিনেমায় চুক্তিবদ্ধ হন বুবলী। এদিকে ইতিমধ্যে শেষ করেছেন ‘জংলী’ নামের একটি সিনেমা কাজ। এটি নিয়েও তিনি বেশ আশাবাদী তিনি।
আরো পড়ুনঃ
আগামী ঈদে আবারো বক্স অফিসে মুখোমুখি শাকিব এবং নিশো
শাকিব খানকে নিয়ে রাফীর ‘তাণ্ডব’: জানুয়ারিতে শুরু হচ্ছে দৃশ্যধারন
দুই নায়িকাকে নিয়ে শুরু হলো আফরান নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগী’