মাদকদ্রব্য এবং পর্নোগ্রাফির অভিযোগে গ্রেফতারের পর পুলিশ রিমান্ড শেষে কাশিমপুর জেলে পাঠানো হয়েছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনিকে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই পরীমনির বাসায় অভিযান চালিয়েছিলো র্যাব। আর এই অভিযানে তার বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারের দাবি করেছে নিরাপত্তা সংস্থাটি। এছাড়া রিমান্ডে পরীমনি কাছ থেকে অনেক গুরুত্বপূর্ন তথ্যও পেয়েছে পুলিশ। মাদকদ্রব্য কান্ডে পরীমনি গ্রেফতার হলেও তার বিরুদ্ধে পর্নোগ্রাফির অভিযোগও শোনা যাচ্ছে। এদিকে সম্প্রতি পরীমনি ইস্যুতে শিল্পী সমিতির অবস্থান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এই সমিতি। অভিযোগের প্রেক্ষিতে পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ স্থগিত করেছে সমিতিটি।
এদিকে আজ (১৪ই আগস্ট) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমনি ইস্যুতে শিল্পী সমিতির আচরনে হতাশা ব্যক্ত করেছেন সময়ের সেরা তারকা শাকিব খান। এ প্রসঙ্গে তিনি লিখেন, ‘গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে পরীমনি গ্রেপ্তারের পর তার প্রতি কোনো ধরণের সহযোগিতার হাত না বাড়িয়ে, দুঃসময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি। মুহূর্তে পরীমনির সদস্যপদ স্থগিত করা হয়েছে! এ যেন কাঁটা ঘায়ে নুনের ছিঁটে!’ পরীমনির প্রতি এই আচরণকে অমানবিক উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ। প্রশ্ন থেকে যায়, এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে?’
এর আগেও এরকম পরিস্থিতিতে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠনটি উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘বিগতদিনেও একাধিক সিনিয়র শিল্পী এরচেয়েও ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু তখনকার শিল্পী সমিতি অভিযুক্ত সদস্যের সদস্যপদ স্থগিত করেনি। বরং পাশে ছিল, রাস্তায় নেমেছিল। কিন্তু এখনকার শিল্পী সমিতির এসব আচারণ বিতর্কিত। আবারও বোঝা গেল, এই শিল্পী সমিতি সবাইকে এক করতে পারেনি, বরং বিচ্ছিন্ন করেছে। বিভেদ তৈরি করে ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট করেছে। হয়তো এজন্য চলচ্চিত্রের আজ এই দুর্দশা।‘
এছাড়া এই চিত্রনায়িকার বর্তমান পরিস্থিতি তার অভিভাবকহীনতার কারনে বলেও মনে করছেন সুপারস্টার শাকিব খান। এ প্রসঙ্গে তিনি আরো লিখেন, ‘সহকর্মী হিসেবে যতদূর জানি পরীমনি বাবা-মা হীন। তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ-তরুণীর বেড়ে ওঠা, স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে। হয়তো সঠিক দিকনির্দেশনার অভাবে পরীমনি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।‘ পরীমনি তার ভূল থেকে শিক্ষা গ্রহন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই তারকা লিখেন, ‘পরীমনি যখন ফিরবে তার ভুল থেকে শিক্ষাও নেবে। যে শিক্ষা তার আগামী জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।’
আরো পড়ুনঃ
এবার এফডিসির সমিতিগুলোর কাজ নিয়ে প্রশ্ন তুললেন সুপারস্টার শাকিব খান!
শিল্পী সমিতিকে পাশে পাচ্ছেন না পরীমনিঃ বাতিল হতে পারে সমিতির সদস্যপদ
মাদকদ্রব্য কান্ডে পরীমনি গ্রেফতার: নির্মানাধীন সিনেমা নিয়ে অনিশ্চয়তা