সম্প্রতি পরীমনিকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে উত্তরা ক্লাবের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদ এবং অমিসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। সাভার মডেল থানায় ছয়জনকে আসামি করে দায়ের করা চিত্রনায়িকা পরীমনির মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার (১৩) জুন রাত ৮টা দিকে নিজের ভেরিফাইট ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ লোমহর্ষক ঘটনার বর্ণনা দিয়েছেন পরীমনি নিজেই। মাননীয় প্রধানমন্ত্রীকে সম্বোধন করে উক্ত ঘটনার বিচারও চেয়েছেন এই অভিনেত্রী।
উক্ত ঘোটনার রেশ কাটতে না কাটতেই এবার জানা গেলো নতুন খবর। চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এবার পাল্টা অভিযোগ দিয়েছেন রাজধানীর একটি ক্লাব। গুলশানের অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ এই চিত্রনায়িকা তাদের ক্লাব ভাঙচুর করেছে। ৭ জুন পরীমনি ও তাঁর সঙ্গে আরও কয়েকজন ওই ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেছেন বলে এই অভিযোগ করেছে ক্লাব কতৃপক্ষ।
View this post on Instagram
গুলশান থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে ৭ জুন গভীর রাতে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা হয়নি। এ প্রসঙ্গে একটি জাতীয় দৈনিক পত্রিকার সাথে আলাপকালে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘৭ জুন গভীর রাতে ৯৯৯–এর একটি কলে গুলশান থানা-পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে যায়। সেখানে গিয়ে দেখা যায়, কথা-কাটাকাটির জেরে ক্লাবে গ্লাস ভাঙচুর করেছেন পরীমনি। পরে আর এ ঘটনায় কেউ অভিযোগ করেননি।‘
এছাড়া অন্য একটি বেসরকারী টেলিভিশনের সাথে আলাপকালে অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল বলেন, ‘ঘটনার দিন পরীমনি একজন সদস্যের মাধ্যমে কয়েকজনকে নিয়ে ক্লাবে আসেন। তার পোশাক দেখে ক্লাবের একজন সদস্য আপত্তি তোলেন। তাঁকে চলে যাওয়ার অনুরোধো করেন। কিন্তু পরীমনি তার কথা না শোনায়, তিনি নিজেই চলে যান। পরীমনি যে সদস্যের মাধ্যমে এসেছিলেন তিনিও পরীমনিকে চলে যেতে বলেন। পরিমনী কথা না শোনায় এক পর্যায়ে ওই সদস্যও চলে যান।‘
৭ জুনের ঘটনা হলেও কেউ অভিযোগ না করায় কোনো তদন্ত করা হয়নি জানিয়েছেন ডিএমপির গুলশান বিভাগ ও গুলশান থানা পুলিশের একাধিক কর্মকর্তা। তবে যেহেতু ঘটনার সময় ৯৯৯ এর একটি কলে গুলশান থানা-পুলিশের একটি দল অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলো, তদন্তের জন্য আবারো সেখানে পরিদর্শনে যেতে হতে পারে। তবে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষের অভিযোগের বিষয়ে চিত্রনায়িকা পরীমণি গণমাধ্যমকে বলেন ‘এটা ফালতু একটা অভিযোগ। এতোদিন পরে কেন এই অভিযোগ?’
আরো পড়ুনঃ
মামলা গ্রেফতার এবং বহিষ্কার: পরীমনি ইস্যুতে প্রতিবাদের ঝড়
ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে বিচার চাইলেন চিত্রনায়িকা পরীমনি
ভিন্ন রুপে পরীমনি: অভিনয় সমৃদ্ধ সিনেমার জন্য বিরামহীন যাত্রা!