গত ২০শে ফেব্রুয়ারি সেন্সর ছাড়পত্র পেয়েছে পরীমনির ‘গুণিন’ সিনেমাটি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা হিসেবে নির্মিত হলেও সিনেমাটি আগামী মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানা গেছে। ‘গুণিন’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও পরীমনি। সিনেমার গল্পে এই দুই তারকাকে যথাক্রমে রাবেয়া এবং রমিজ চরিত্রে দেখা যাবে।
ছাড়পত্র পাওয়া প্রসঙ্গে পরীমনির ‘গুণিন’ সিনেমার পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এটা আমাদের পুরো দলের জন্য খুবই আনন্দের সংবাদ। সেন্সর বোর্ডের দুই-একজন আমাকে জানিয়েছেন যে, তাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি গুণিন সিনেমা হলে মুক্তি পাবে। হলে চলার পর সিনেমাটি আবার চরকির পর্দায় দর্শক দেখতে পারবে। আমার ধারণা, দর্শক সিনেমাটি উপভোগ করবে।‘
‘গুণিন’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। রাজ, পরীমনি এবং কালাম ছাড়াও সিনেমাটিতে আরো আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মন্ওয়ার, শিল্পী সরকার অপু, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে। সিনেমাটির তারকাদের অভিনয়ের প্রশংসা করে এই নির্মাতা বলেন, ‘সিনেমায় যারা যারা অভিনয় করেছেন প্রত্যেকে চমৎকার পারফর্মেন্স দেখিয়েছেন। আমি পরিচালক হিসেবে সকলের কাজে খুবই খুশি। দর্শক সিনেমা দেখলেই বুঝতে পারবে যে সবাই খুব ডেডিকেটেড ছিল।’
এছাড়া সিনেমাটির গল্প প্রসঙ্গে এই নির্মাতা আরো বলেন, ‘গুণিন সিনেমার গল্প হাসান আজিজুল হক স্যারের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হয়ে নেয়া। আমার শিক্ষাজীবনেরও গুরু তিনি। ছোটগল্পকে সিনেমায় রূপ দেয়া খুব চ্যালেঞ্জিং। কিন্তু, সাহস নিয়ে কাজটি করেছি। হাসান স্যারের লেখা মানেই তো জীবনভিত্তিক। সেই সাথে প্রথম থেকেই পাশে ছিল চরকি। এই কাজটি করতে গিয়ে ভীষণ উপভোগ করেছি।’
সিনেমাটি প্রযোজনা করেছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ প্রসঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা বলেন, ‘২০ ফেব্রুয়ারি গুণিন সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এই প্রথম চরকি প্রযোজিত কোনো সিনেমা প্রথমেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। আমাদের জন্য এটা নতুন অভিজ্ঞতা। আপনারা হলে গিয়ে গুণিন দেখুন।’
আরো পড়ুনঃ
সাইমনের সাথে প্রিয়মনির ‘হাহাকার’: পরিচালনায় মোস্তাফিজুর রহমান মানিক
ঈদে আসছে ‘শান’: বক্স অফিসে মুখোমুখি শাকিব খান এবং সিয়াম আহমেদ
চলতি বছরের ঈদে আসছে দীপনের নতুন থ্রিলার ‘অপারেশন সুন্দরবন’