পরীমনিকে নিয়ে চয়নিকা চৌধুরীর নতুন চমকঃ শীঘ্রই আসছে ঘোষনা

পরীমনিকে নিয়ে চয়নিকা

গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিলো চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমা ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছিলেন ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। প্রেক্ষাগৃহ মাতিয়ে শীগ্রই সিনেমাটি ওটিটি প্লাটফর্মে মুক্তির খবর পাওয়া গেছে। সিনেমাটির মাধ্যমে পরীমনির সাথে বেশ ভালো সখ্যতা তৈরি হয়েছিলো নির্মাতা চয়নিকা চৌধুরীর।

এদিকে জানা গেছে আবারো একসাথে কাজ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী এবং পরীমনি। খবরটি জানিয়ে ফেসবুকে চয়নিকা চৌধুরী লিখেন, ‘বিশ্বসুন্দরীতে আমরা এক হয়েছিলাম। আমাদের কেমিষ্ট্রি খুব ভালো। আবারও নতুন ভালো কিছু, চমৎকার কিছু  নিয়েই আমরা একসাথে হচ্ছি। অপেক্ষায় থাকুন। খুব তাড়াতাড়ি জানাবো আমার অডিয়েন্সদের। আমার সাথে তার সম্পর্ক কী এবং কেন  তা আর মুখ দিয়ে বলার কিছু নেই। তা আমরা দুইজন খুব ভালো করেই জানি।আমরা ১০০%  ক্লিয়ার।‘

আর পরীমনিকে বুদ্ধিমতি ও পরিশ্রমী উল্লেখ করে তিনি আরো লিখেন, ‘শুধু এতটুকু বলতে পারি,পরীমনি একজন অসম্ভব অন্যরকম মনের মানুষ, এমন মানুষ খুব কম দেখা যায়। সে শুধু ভালো অভিনয়শিল্পী নয়, সে অনেক ফ্যামিলিয়ার একজন দারুণ মানুষ। তার ঘরবাড়ি, রান্নাঘর সবকিছু সে নিজেই দেখে। নিজের হাতে রান্না করা, নানু ভাইকে পরম মমতায় সেবা করা, ঘরে তাজা লিলি ফুল রাখা, ঘর গুছানো, তার প্রিয়জনদের ভালো মন্দের খেয়াল কখনোই তার নজর এড়ায় না। অনেক বুদ্ধিমতি ও পরিশ্রমী একজন মানুষ। ভীষন সুন্দর গান করে সে।এত্ত ভালো নাচ! ও মাই গড!‘

নির্মাতা সূত্রে জানা গেছে আগামী সপ্তাহেই নতুন কাজের ঘোষনা দিবেন চয়নিকা চৌধুরী। তখনই জানা যাবে কাজটি কী হবে এবং কেমন হবে। একটি অনলাইন পত্রিকার সাথে আলাপকালে এ সম্পর্কে চয়নিকা বলেন, ‘পরীর সঙ্গে আমার প্রথম কাজ ‘বিশ্বসুন্দরী’। কাজটি করতে গিয়ে আমি ও পরী আরও বেশি আন্তরিক হয়েছি। আমাদের মধ্যে অন্য রকম একটা সম্পর্ক তৈরি হয়েছে। সে আমাকে ‘মা’ বলে ডাকে। আবার আমার মনে হয়েছে পরী এই সময়ে চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী। আশা করি আমাদের পরবর্তী কাজটি আরও সুন্দর হবে।’

প্রসঙ্গত গত বছরের ১১ ডিসেম্বর মুক্তি পায় চয়নিকা চৌধুরীর প্রথম ছবি ‘বিশ্বসুন্দরী’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন পরীমনি। রুম্মান রশীদ খানের কাহিনি, চিত্রনাট্য, সংলাপে সিনেমাটিতে পরীমনির বিপরীতে করেছেন সিয়াম আহমেদ। সিয়াম-পরী ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, খালেদ হোসেন সুজন, সীমান্তসহ অনেকে।

আরো পড়ুনঃ
ভিন্ন রুপে পরীমনি: অভিনয় সমৃদ্ধ সিনেমার জন্য বিরামহীন যাত্রা!
ফেসবুক থেকে যদি কোনো মেসেজ যায় তার দায়দায়িত্ব আমার না: পরীমনি
তৃতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন সিয়াম ও পরীমনি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত

%d bloggers like this: