ডিসেম্বরে আসছে সেন্সর বোর্ডে প্রশংসিত নিরব এবং মিথিলার ‘অমানুষ’

নিরব এবং মিথিলার ‘অমানুষ’

নিরব এবং মিথিলার ‘অমানুষ’

প্রথমবারের মত বড় পর্দায় আসছেন টিভি অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ নামের এই সিনেমাটিতে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরবের সাথে। বনদস্যুর গল্পে নির্মিত সিনেমাটি বুধবার (২৪ নভেম্বর) সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন অনন্য মামুন। এর আগে গত ১৬ নভেম্বর একটি সংশোধনী দেয় সেন্সর বোর্ড। সংশোধন করে জমা দিলে দ্বিতীয়বারে মুক্তির অনুমতি পায় অনন্য মামুনের আলোচিত এই সিনেমাটি। সবকিছু ঠিক থাকলে সেন্সর বোর্ডে প্রশংসিত নিরব এবং মিথিলার ‘অমানুষ’ সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে।

ছাড়পত্রের পাশাপাশি সেন্সর বোর্ডে প্রশংসিত নিরব এবং মিথিলার ‘অমানুষ’ সিনেমাটি। এ প্রসঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে চিত্রনায়ক নিরব বলেন, ‘সিনেমাটি দেখার পর বোর্ড সদস্যরা আমার অভিনয় ও সিনেমার প্রশংসা করেছেন। এটি আমার জন্য বড় পাওয়া। নিজেও চেষ্টা করেছি সর্বোচ্চ দিয়ে কাজটি করতে। সিনেমাটির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। অমানুষ সিনেমায় দর্শক নতুন এক নিরবকে খুঁজে পাবেন। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শক পছন্দ করবেন।’

বান্দরবনের একটি জঙ্গলে সিনেমার ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। টানা ১৬ দিন সেখানে কাজ করেছে পুরো টিম। এরপর লকডাউনের আটকে যায় সিনেমাটির বাকি অংশের কাজ। এরপর গানের কিছু অংশ ও দৃশ্যের চিত্রায়ণের মাধ্যমে শেষ হয়েছে সিনেমার দৃশ্যধারন। সিনেমাটি মুক্তির পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, ‘আশা করছি ডিসেম্বরেই মুক্তি পাবে। ওটিটি প্ল্যাটফর্ম, প্রেক্ষাগৃহ ও টেলিভিশনে একই সঙ্গে মুক্তি দেওয়া হবে।‘

চলতি বছরের মে মাসে প্রকাশ হয় ‘অমানুষ’ সিনেমার ফার্স্ট লুক। নিরব-মিথিলার ফার্স্ট লুক দর্শকরা পছন্দ করেন। সিনেমাটিতে বনদস্যুর চরিত্রে অভিনয় করেছেন নিরব। আর মিথিলা অভিনয় করেছেন বিদেশ ফেরত এক বাংলাদেশির ভূমিকায়। সিনেমাটিতে নিরবের অভিনয় প্রসঙ্গে অনন্য মামুন বলেন, ‘এ সিনেমার মাধ্যমে নতুন নিরবের জন্ম হবে। তার এই পরিবর্তনটা আরও পাঁচ বছর আগে হলে নিরবের অবস্থান অনেক উপরে থাকতো। দেরিতে হলেও নিরব নিজেকে ট্রান্সফর্ম করেছেন। তাকে সেভাবে বলেছি সেভাবেই নিজেকে সঁপে দিয়েছেন। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ভালো কাজের জন্য তার লেগে থাকার মানসিকতায়।‘

এছাড়া সিনেমাটিতে মিথিলার অভিনয়েরও প্রশংসা করেন এই নির্মাতা। মিথিলার অভিনয় প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘ মিথিলা আমার পছন্দের অভিনেত্রীদের একজন। কাজ করতে গিয়ে দেখেছি তিনি যেমন সিরিয়াস, তেমনি সিনসিয়ার। তার উপস্থিতি এই সিনেমাকে নিশ্চয়ই দর্শকদের কাছে ভিন্নমাত্রা যোগ করবেন।‘ নিরব এবং মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ অপু, শহিদুজ্জামান সেলিমসহ অনেকে।

আরো পড়ুনঃ
সিনেমার প্রচারে মিথিলাকে কেন্দ্র করে ‘অমানুষ’ টিমের সাজানো ‘নাটক’!
নওশাবাকে নিয়ে শেষ হলো মিথিলার প্রথম অভিনীত সিনেমা ‘অমানুষ’
রহস্যঘেরা পোষ্টারে আলোচনায় অনন্য মামুনের নতুন সিনেমা ‘অমানুষ’

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত