‘বিশ্বসুন্দরী’ সিনেমার পর নতুন সিনেমার কাজ শুরু করেছেন চয়নিকা চৌধুরী। সম্প্রতি শুরু হয়েছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। নাম ভুমিকায় বুবলীকে নিয়ে চয়নিকা চৌধুরী পরিচালিত এই সিনেমাটির নাম ‘প্রহেলিকা’। শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ক্লাবে সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছিলো। উক্ত অনুষ্ঠানে কথা বলেন সিনেমাটির নায়িকা বুবলী, পরিচালক চয়নিকা চৌধুরী, গায়িকা কোনালসহ এর প্রযোজক, গল্পকারসহ অন্যান্য কলাকুশলীরা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাহফুজ বলেন, ‘আমি অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম আপনাদের প্রশ্ন শোনার জন্য। তার আগে একটি ভালোলাগার কথা বলি, দীর্ঘদিন পর আমি আবার এতো ক্যামেরা-সাংবাদিককে চোখে দেখলাম। তাই নয়, এখানে আজ এমন অনেকেই দেখতে পাচ্ছি, যারা আমার ক্যারিয়ারের বেড়ে ওঠার সময় থেকে ছিলেন। আজও তারা আছেন। এটা যে কী ভালো লাগার বিষয়, বলে বোঝাতে পারবা না। এই মানুষগুলোকে আমি দীর্ঘদিন মিস করেছি।‘
সংবাদ সম্মেলনে মাহফুজের মাথায় ছিলো লাল ক্যাপ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রহস্য তো আছেই। পরিচালক ছবিতে ক্যাপ পড়ে দৃশ্যধারন করেছেন। এখনও তা মাথাই রয়েছে। আজই এর রহস্য বলব না। পরে একদিন বলা যাবে।‘ সিনেমাটিতে মাহফুজের সাথে জুটি হয়ে পর্দায় আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জুটি বেঁধে এই দুই তারকা প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছে ‘প্রহেলিকা’ সিনেমায়। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর বড় পর্দায় ফিরছেন মাহফুজ আহমেদ।
গতকাল ঢাকা ক্লাবে হয়ে গেলো চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমার সংবাদ সম্মেলন। এতে নাম ভুমিকায় অভিনয় করছেন শবনম বুবলী। #ফিল্মীমাইক #ঢালিউড #Filmymike #Dhallywood #BanglaCinema #ChayanikaChowdhury #ShobnomBubLy @BublyBD @ShobnomBubly @Filmydiva1 pic.twitter.com/dGrnj8pVoq
— FilmyMike.com (@FilmyMikeBD) February 5, 2023
বুবলীর সঙ্গে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আরো বলেন, ‘বুবলী এক বড় মাপের নায়িকা। তার সাথে অভিনয়ে তো দ্বিধা একটু কাজ করেছেই। আমার সঙ্গে আরও ছিলেন সেতু আজাদ, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন খানের মতো অভিনেতারা। যারা এখন ওটিটি মাত করছে। আমার ভয়ের কারণ ছিলো, ওদের সঙ্গে পাল্লা দিতে পারবো কি না। কারণ, এটা তো সত্যি লম্বা সময় আমি ক্যামেরার বাইরে। প্রথম দৃশ্য করেছিলাম বুবলীর সঙ্গে। আমি সত্যিই নার্ভাস ছিলাম সেদিন। তবে এটাও ভরসা ছিলো, সাঁতার একবার শিখলে সেটা তো আর ভুলে যাওয়ার কথা নয়।‘
অন্যদিকে মাহফুজ আহমেদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে বুবলী বলেন, ‘আমি বলবো না মাহফুজ ভাই কামব্যাক করেছেন। কারণ তিনি আমাদের৷ অনেক প্রিয় একজন অভিনেতা। তার নাটক দেখেছি। তার নাটক দেখে অভিনয় শিখেছি। রোমান্টিকতা শিখিয়েছেন, তার অসংখ্য নাটকের মাধ্যমে। ফলে তিনি তার কাজের মাধ্যমে আমাদের সঙ্গে বরাবরই ছিলেন। আমি বললো, তিনি কাজে আবার সরব হয়েছেন। আমরা মিলে মিশে কাজ করেছি। পরিচালক তার কাজটা আদায় করে নিয়েছেন।‘
বুবলী সম্পর্কে মাহফুজ আহমেদ আরো বলেন, ‘বুবলী আমার মোস্ট ফেভারিট কো-অ্যাক্টর। শুধু একটা সিকোয়েন্সর কথা বলি। আমাদের দুজনের একটা লম্বা সিকোয়েন্স ছিলো। প্রায় ৬ মিনিটের, ওয়ানটেক শট। ফলে আমি খুবই কনফিউজড ছিলাম বুবলীকে নিয়ে। কারণ আমি তো সহশিল্পী হিসেবে তার সঙ্গে প্রথম কাজ করছি। ফলে আমার অ্যাকটিংয়ের পর তার রিঅ্যাকশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সিকোয়েন্স শেষ করার পর আমি জাস্ট বিস্মিত। তার কাছ থেকে যে রিঅ্যাকশন বা সাপোর্ট পেয়েছি, সেটা না পেলে ঐ দৃশ্যটি বাস্তবায়ন করা কঠিন ছিলো।‘
জানা গেছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে। সিনেমাটিতে নিজের চরিত্র নিয়ে তিনি বলেন, ‘আমি শুটিং শেষ করার পরদিন দেশের বাইরে চলে যাই। কারণ, আমি মনা রোগে আক্রান্ত হয়েছিলাম। মনা থেকে বের হতেই দেশ ছাড়ি। এবং আজকের আগে এ প্রসঙ্গে আমি মিডিয়ায় কোনও কথাও বলিনি।‘ জেনে রাখা ভালো যে, এক সময়ের বিনোদন সাংবাদিক মাহফুজ আহমেদ একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘জিরো ডিগ্রি’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে।
উল্লেখ্য যে, অনুষ্ঠানের শুরুতে প্রজেক্টরে ‘প্রহেলিকা’ সিনেমার গান ‘মেঘের নৌকা’ দেখানো হয়। আসিফ ইকবালের কথায় গানটি গেয়েছেন ইমরান ও কোনাল। আর গানটির সাথে পর্দায় রোমান্টিকতায় মেতেছেন মাহফুজ আহমেদ ও বুবলী। রঙ্গন মিউজিক প্রযোজিত ‘প্রহেলিকা’ চয়নিকা চৌধুরীর দ্বিতীয় সিনেমা। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নাম ভুমিকায় বুবলীকে নিয়ে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ সিনেমাটি।
আরো পড়ুনঃ
প্রকাশ্যে টিজারঃ প্রেক্ষাগৃহে ‘বুবুজান’ দেখতে মাহিয়া মাহির আহ্বান
তিন সিনেমা নিয়ে আগামী ঈদে প্রেক্ষাগৃহে ফিরছেন শাকিব খান
নতুন বছরে দুই বাংলার ছয় সিনেমা নিয়ে ব্যস্ত থাকবেন নুসরাত ফারিয়া