ঢাকাই সিনেমার সময়ের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২৫০-এর বেশী সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলোর বড় একটি অংশ জুড়ে আছে অ্যাকশন সিনেমা। প্রায় সময়ই দেখা যায় অ্যাকশন সিনেমায় গল্প কিছুটা কম গুরুত্ব পেয়ে থাকে। তবে নতুন সিনেমা ‘শের খান’ অ্যাকশন এবং গল্প দুই দিক থেকেই শক্তিশালী হতে যাচ্ছে। বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার পরিচালিত নতুন সিনেমা ‘শের খান’ প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন এই তারকা।
‘শের খান’ সিনেমাটির ঘোষণা আগেই দিয়েছিলেন শাকিব খান। তবে সম্প্রতি সিনেমাটি নিয়ে নির্মাতাদের সাথে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও সুপারস্টার শাকিব খান। আর সাথে থাকছে ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’ খ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন। আগামী ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে ‘শের খান’ সিনেমাটির দৃশ্যধারনের কাজ। আর সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের যেকোন উৎসবে মুক্তি পাবে এই সিনেমা।
সিনেমাটির গল্প নিয়ে খুবই আত্মবিশ্বাসী শাকিব খান। নতুন সিনেমা ‘শের খান’ প্রসঙ্গে তিনি বলেন, ‘শের খান এর গল্পটা যখন সানী ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তখনই ভিউজুয়ালাইজ করছিলাম। চোখে ভাসছিল পিকচারাইজেশন! সেইসঙ্গে গল্পে মানবতার ছাপ দেখছিলাম, খুঁজে পাচ্ছিলাম প্রশাসনিক ব্যাপার, ক্রাইম অপারেশন, থ্রিলার, অ্যাকশন, দেশপ্রেম সবকিছুই। এক কথায় যদি বলি, চমৎকার গল্পে সাজানো ছবি হতে যাচ্ছে শের খান’।
গল্পের প্রতিটি চরিত্রে অভিনয়ের যতেষ্ট সুযোগ আছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘অ্যাকশন বেইজ ছবিগুলো অনেক বড় ক্যানভাস দেখাতে গিয়ে গল্পটা অনেক সময় ফুটে ওঠে না। কিন্তু শের খান-র বিশেষত্ব হচ্ছে শক্তিশালী গল্প। যেমন অ্যাকশন থাকবে, তেমনি মজবুত গল্প থাকছে যা দর্শকদের শেষ পর্যন্ত বসিয়ে রাখতে পারবে। শুধু আমি বা আমার ক্যারেকটার নয়, শের খানের অন্যান্য চরিত্রের জন্য যারা গল্প শুনেছে তারা প্রত্যেকেই মুগ্ধ হয়েছেন। প্রতিটি চরিত্রে সবখানে অভিনয়ের স্কোপ আছে নিজেকে প্রমাণ করার।‘
এছাড়া সানী সানোয়ার নির্মিত সিনেমাগুলোর প্রশংসাও করেছেন শাকিব খান। এই নির্মাতার সিনেমা প্রশংসা করে শাকিব খান বলেন, ‘সানী ভাই এর আগে যে ছবিগুলো বানিয়েছে সবগুলো বড় ক্যানভাসের। নিজের ভালো লাগা থেকে তারই মিশন এক্সট্রিম ছবির প্রমোশন করেছিলাম যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে। সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়েছিলাম। সানী ভাই যেমন ছবি বানায় আমি সবসময় চাইতাম এমন বড় আয়োজনের ছবি হোক। তিনি এর আগে বাণিজ্যিকভাবে পুলিশি অ্যাকশন ছবি করেছেন, যা দর্শক খুব পছন্দ করেছেন।‘
পরিচালনার পাশাপাশি ‘শের খান’ সিনেমা গল্প, চিত্রনাট্য এবং সংলাপ করছেন সানী সানোয়ার। সাধারণত এই নির্মাতার আগের দুটি সিনেমা ছিলো পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী। নতুন সিনেমা ‘শের খান’ সেরকম প্রেক্ষাপটেই নির্মিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন সানী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ অ্যাকশনের পাশাপাশি সাসপেন্স, থ্রিল, ড্রামা সবই থাকবে। সেইসঙ্গে ঢাকার বাইরে ঘটে যাওয়া অজানা ক্রাইম প্রেক্ষাপট উঠে আসবে। পুরো সিনেমাতে উন্নত কারিগরী ব্যবস্থা থাকবে।‘
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জিতেছিলনে সানী সানোয়ার। দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খানকে ভিন্নভাবে পর্দায় হাজির করতে চাচ্ছিলেন বলে জানিয়েছেন এই নির্মাতা। শাকিব খানের সাথে নতুন সিনেমা ‘শের খান’ প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, ‘শাকিব খানের হিউজ অডিয়ান্সের দীর্ঘদিনের চাওয়া ছিল তাকে ভিন্নভাবে স্ক্রিনে তুলে আনার। আমার এনালাইসিস হচ্ছে, তাদের সেই ক্ষুধা মেটানোর জন্য উপযুক্ত সিনেমা হতে পারে শের খান।‘
উল্লেখ্য যে, ঘোষণার পর থেকেই শাকিব খানের নতুন সিনেমা ‘শের খান’ নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাকিব খানের ভক্তদের কাছে সবচেয়ে আগ্রহের বিষয় হচ্ছে এর নায়িকা। তবে শাকিব ছাড়া আপাতত অন্য শিল্পী এবং নায়িকার নাম প্রকাশ করতে চাচ্ছেন না নির্মাতারা। এ বিষয়টিকে চমক হিসেবেই রাখতে চান সানী সানোয়ার। নায়িকা বা অন্যান্য শিল্পীদের নাম জানার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তিনি।’
আরো পড়ুনঃ
শেষ হচ্ছে ‘অন্তর্জাল’: নতুন সিনেমা নিয়ে আকাশে উড়বেন দীপন
শাকিব খানের নতুন সিনেমা ‘শের খান’: শীগ্রই শুরু হচ্ছে দৃশ্যধারন
জাহারা মিতুকে নিয়ে ‘আগুন’ সিনেমার দৃশ্যায়নে ফিরছেন শাকিব খান