নতুন সিনেমায় জুটি হচ্ছেন চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। ‘কাগজ দ্য পেপার’ নামের সিনেমাটি পরিচালনা করছেন জুলফিকার জাহেদী। ‘A Death of Philosophy’ অর্থাৎ দর্শনের মৃত্যু শ্লোগান নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমা। স্বনামধন্য লেখকের গল্পে সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন নির্মাতা নিজেই। জানা গেছে আন্তর্জাতিক উৎসব গুলোকে লক্ষ্য করে সিনেমাটি নির্মিত হচ্ছে।
ঈদের পর সিনেমাটির দৃশ্যধারন শুরু কথা থাকলেও লকডাউনের কারণে পিছিয়ে গেছে সিনেমাটির কাজ। এ প্রসঙ্গে নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘ঈদের পরই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না।‘ এই সময়ে চিত্রনাট্যের দিকে বেশী মনোযোগ দিচ্ছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এখন আমরা স্ক্রিপ্টে সব থেকে বেশি সময় দিচ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করব।‘
#জুলফিকার_জাহেদী পরিচালিত নতুন সিনেমায় জুটি হচ্ছেন #ইমন ও #আইরিন_সুলতানা। #কাগজ_দ্য_পেপার নামের সিনেমাটি ক্লাসিক গল্পে নির্মিত হবে। #ফিল্মীমাইক #ঢালিউড #বাংলা_সিনেমা #Filmymike #Dhallywood #BanglaCinema #Nirab #AirinSultana pic.twitter.com/OQQTNiRaM2
— FilmyMike.com (@FilmyMikeBD) July 27, 2021
ভিন্ন ধারার এই সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমরা আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করব।‘ এছাড়া সিনেমাটিতে তার দুটি লুক থাকছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে। আশা করছি দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে।’
এদিকে সিনেমাটি প্রসঙ্গে চিত্রনায়ক ইমন বলেন, ‘একজন লেখককে কেন্দ্র করেই সিনেমাটির গল্প। চমৎকার একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আশা করছি দর্শক ভালো একটি সিনেমা উপহার পাবে।’ প্রসঙ্গত, ইমন এবং আইরিন ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।
আরো পড়ুনঃ
কাজী হায়াতের নতুন সিনেমা ‘জয় বাংলা’: আবারো একসাথে বাপ্পী-মিতু
অপু বিশ্বাসের বিপরীতে জায়েদ খানঃ সাথে আছেন কলকাতার ঋতুপর্ণা সেন
লকডাউনে স্থগিত সিনেমার দৃশ্যধারন: বিপাকে একাধিক নির্মাতা