সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই শিল্পী সমিতি নিয়ে ব্যস্ত চিত্রনায়ক জায়েদ খান। শিল্পীদের প্রয়োজনে সবসময়ই সহযোগিতার হাত বাড়িয়েছেন অন্তর জ্বালা খ্যাত এই তারকা। এদিকে সম্প্রতি জানা গেছে ‘সোনার চর’ নামে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান। সিনেমাটির পরিচালনা করছেন জাহিদ হাসান। তবে সিনেমাটিতে তার বিপরীতে নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা সূত্রে জানা গেছে জায়েদ খানের নায়িকার খোঁজ চলছে।
সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা জাহিদ হাসান বলেন, ‘নায়ক ও গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য শিল্পী চূড়ান্ত করা হয়েছে। কয়েকজন নায়িকার সঙ্গে কথাও হচ্ছে। শিগগিরই তাদের চুড়ান্ত করা হবে।‘ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সিনেমাটির দৃশ্যধারনের কাজ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে ছবির শুটিং শুরু করবো। ছবির বেশ কিছু দৃশ্যধার হবে পটুয়াখালীর সোনার চরে।‘
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মিতব্য এই সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক জাহাঙ্গীর সিকদার। একটি অনলাইন সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘আশা করছি দ্রুতই ছবির নায়িকা কে হচ্ছেন তা জানাতে পারবো। এই ছবিতে জনপ্রিয় অভিনেত্রী মৌসুমিকে নায়িকার বোনের ভূমিকায় দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ক্যামেরা ওপেন হবে।‘
এদিকে সম্প্রতি শাপলা মিডিয়ার ব্যানারে ‘জখম’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান। সিনেমাটিতে তিনি প্রথমবারের মত জুটি বাঁধছেন অপু বিশ্বাসের সাথে। ‘সোনার চর’ সিনেমাটি প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘সোনার চর চলচ্চিত্রটি গল্প নির্ভর। প্রধান নায়িকাসহ চলচ্চিত্রের বাকি সকল শিল্পীরা এখনো চুড়ান্ত হয়নি। এই মূহুর্তে এর বেশি কিছু তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না।‘
জায়েদ খান ছাড়াও ‘সোনার চর’ সিনেমায় আরো অভিনয় করবেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। প্রসঙ্গত ‘মাতৃত্ব’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন জাহিদ হাসান। এরপর ‘লীলামন্থন’ নামে সিনেমার কাজ শেষ করেন। তবে বিভিন্ন জটিলতায় এখনো সিনেমাটি আলোর মুখ দেখেনি।
আরো পড়ুনঃ
অপু বিশ্বাসের বিপরীতে জায়েদ খানঃ সাথে আছেন কলকাতার ঋতুপর্ণা সেন
একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা কেয়া
লকডাউনে স্থগিত সিনেমার দৃশ্যধারন: বিপাকে একাধিক নির্মাতা