নতুন সিনেমার কাজে এক মাসের জন্য মুম্বাই গেলেন শাকিব খান

নতুন সিনেমার কাজে

দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ই নভেম্বর। ইতিমধ্যে এই সিনেমার প্রচারণা শুরু করেছেন নির্মাতা অনন্য মামুন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোলান চৌহান। ‘দরদ’ মুক্তিকে সামনে রেখে নতুন সিনেমার কাজে মুম্বাই পৌঁছেছেন শাকিব খান।

জানা গেছে নতুন এই সিনেমার কাজে মুম্বাইয়ে এক মাস অবস্থান করবেন শাকিব খান। সেখানে টানা দৃশ্যধারন হবে সিনেমাটির। ‘বরবাদ’ নামের এই সিনেমাটি পরিচালন করেছেন মেহেদী হাসনা হৃদয়। আর এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

নতুন সিনেমার কাজে এক মাসের জন্য শাকিব খানের মুম্বাই যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার। ২৪শে অক্টোবর বৃহস্পতিবার থেকে সিনেমাটির দৃশ্যধারনে অংশগ্রহণ করবেন এই সুপারস্টার। আর তার সাথে যোগ দিতে ২৩ অক্টোবর সেখানে পৌছাবেন ইধিকা পাল।

এ প্রসঙ্গে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসনা হৃদয় আনন্দবাজারের সাথে আলাপকালে বলেন, ‘দর্শকরা এর আগে অনেক অ্যাকশন সিনেমা দেখেছেন। কিন্তু যা হতে চলেছে, সেই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তারা কিছুতে না করেননি।‘অভিনয় শিল্পী নির্বাচনসহ আরো অনেক বিষয়ে চমক রাখা হয়েছে বলে জানিয়েছেন হৃদয়।

এদিকে সিনেমাটি প্রসঙ্গে এর আগে শাকিব বলেছিলেন, ‘বরবাদ অতীতের সব রেকর্ড ভাঙবে এই প্রত্যাশা নিয়ে শুরু করছি। ইতোমধ্যেই বেশ ইতিবাচক সাড়া পাচ্ছি।‘ ‘প্রিয়তাম’-এর বিশাল সাফল্যের পর আবারো জুটি হয়ে পর্দায় আছেন শাকিব এবং ইধিকা। আগামী বছরের কোনো একটি ঈদে শাকিব-ইধিকা জুটির দ্বিতীয় সিনেমা ‘বরবাদ’ মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন মেহেদী হৃদয়।

মহামারী পরবর্তি সময়ে প্রেক্ষাগৃহে দারুণ সময় পার করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। ইধিকা পালের সাথে ‘প্রিয়তমা’ দারুণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিলো। এরপর এই তারকার ‘রাজকুমার’ সিনেমাটিও আলোচিত হয়েছিলো। সর্বশেষ রায়হান রাফী পরিচালিত শাকিব খানের ‘তুফান’ প্রেক্ষাগৃহে রীতিমত ঝর তুলেছিলো। ‘দরদ’ এবং ‘বরবাদ’ সিনেমাগুলো সে পথে হাঁটবে বলেই মনে করছেন সবাই।

আরো পড়ুনঃ
শাকিব ভক্তদের তোপের মুখে ‘দরদ’ নিয়ে পরিকল্পনা জানালেন অনন্য মামুন
শাকিব খানের বিপরীতে ভিনদেশি নায়িকাঃ দেখে নিন তালিকা
একসাথে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সুপারস্টার শাকিব খান

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত