নতুন বছরের ১০ই ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সম্ভাবনাময়ী চিত্রনায়িকা অধরা খান অভিনীত ‘সুলতানপুর’। শুরুতে সিনেমাটির নাম ‘বর্ডার’ হলেও সেন্সর জটিলতার কারনে নতুন নামে মুক্তির অনুমতি পেয়েছে এই সিনেমা। এদিকে সম্প্রতি ভক্তদের জন্য দারুণ সুখবর নিয়ে হাজির হলেন এই চিত্রনায়িকা। জানা গেছে নতুন দুই সিনেমা দিয়ে নতুন বছর শুরু করছেন অধরা খান। বিদায়ী বছরের শেষ দিকে এই দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে তিনি। নতুন বছরে এই সিনেমাগুলোর কাজে ব্যস্ত থাকবেন অধরা খান।
অধরা খানের চুক্তিবদ্ধ হওয়া নতুন এই দুই সিনেমা নাম ‘দ্য ফ্রড’ (বাটপার) এবং ‘ঠোকর’। এর মধ্যে শফিক হাসানের পরিচালনায় ‘দ্য ফ্রড’ সিনেমায় বাটপার চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। অন্যদিকে ‘ঠোকর’ পরিচালনার মাধ্যমে পূর্ণ চিত্রপরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাংবাদিক ও সহকারী পরিচালক মাজহার বাবু। সিনেমাটিতে অধরা খানের বিপরীতে চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন মডেল, উপস্থাপক ও ছোটপর্দার অভিনেতা ইভান সাইর।
নতুন দুই সিনেমা দিয়ে নতুন বছর শুরু প্রসঙ্গে অধরা খান বলেন, ‘নতুন বছরের শুরু থেকেই সিনেমা দুটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। দুটি সিনেমার গল্পই খুব সুন্দর। আমার কাছে আমার চরিত্রগুলো ভালো লেগেছে। আশা করছি, দুটি সিনেমা আমার ক্যারিয়ারকে সমৃদ্ধ করবে।‘ তিনি আরো বলেন, ‘বাবু ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের। এবার তার পরিচালনায় কাজ করবো, এটা সত্যিই ভালো লাগার বিষয়। আর আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। আশা করছি, নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারবো।‘
‘দ্য ফ্রড’ সিনেমা নিয়ে নির্মাতা শফিক হাসান বলেন, ‘দ্য ফ্রড সিনেমাটি নতুন বছরের শুরু থেকেই দেশ এবং দেশের বাইরে শুটিং করবো। সুন্দর গল্প নিয়ে একটি সিনেমা হতে যাচ্ছে। শিল্পীদের ক্ষেত্রে বেশ কিছু চমক থাকছে। খুব শিগগিরই ছবির নায়কসহ অন্যান্য শিল্প-কুশলীদেরকেও পরিচয় করিয়ে দেওয়া হবে।‘ অধরা খানের মত নিজের সিনেমাটির গ্রহণযোগ্যতা নিয়ে আশাবাদী পরিচালক শফিক হাসান। সিনেমাটিতে অধরার বিপরীতে কে অভিনয় করছেন সে ব্যাপারে কিছু এখনো জানা যায়নি।
দুই যুগ ধরে দেশীয় চলচ্চিত্র জগতে অর্ধশতাধিক সিনেমা পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন মাজহার বাবু। নিজের পরিচালনায় নির্মিতব্য ‘ঠোকর’ সিনেমাটি প্রসঙ্গে মাজহার বাবু বলেন, ‘ভিন্নধর্মী একটি গল্পকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মাণ করতে যাচ্ছি। গল্প নিয়ে এই মুহূর্তে কিছু বলতে চাই না। তবে গতানুগতিকতার বাইরের একটি চলচ্চিত্র উপহার পাবে দর্শক। আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত আছি। আশা করছি, দর্শককে দারুণ কিছু উপহার দিতে পারবো। খুব দ্রুতই ছবিটির শুটিং শুরু হবে।‘
‘ঠোকর’ সিনেমাটির মাধ্যমে ঢালিউডে চিত্রনায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন ছোটপর্দার অভিনেতা ইভান সাইর। সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইভান সাইর বলেন, ‘আমি মূলত উপস্থাপনা ও নাটকে অভিনয়ের সঙ্গে যুক্ত। এবার চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। এই অনুভূতি বলে বোঝাতে পারবো না। ঠোকর এ আমার চরিত্রটি দারুণ। এর জন্য নিজের লুক তৈরি করা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, ভালো একটি প্রজেক্ট হবে।‘
উল্লেখ্য যে, মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ সিনেমাটি মুভি টাইমের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে বলে জানিয়েছেন অভিষিক্ত নির্মাতা মাজহার বাবু। অন্যদিকে লাবনী ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন ‘দ্য ফ্রড’ সিনেমাটি প্রযোজনা করছেন শারমিন ইসলাম। শরীফুল ইসলামের গল্পে সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
আরো পড়ুনঃ
কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেলো শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’
নিজেকে ঢালিউড ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার বললেন চিত্রনায়িকা দীঘি
নতুন সিনেমায় আরিফিন শুভর সাথে জুটি হচ্ছেন নুসরাত ফারিয়া