কিছুদিন আগে একটি অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন ঢাকাই সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান। অনুষ্ঠান শেষে দেশে ফেরার কথা থাকলেও আমেরিকায় অবস্থান করছেন শাকিব খান। জানা গেছে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের চিন্তা করছেন তিনি, সেই লক্ষ্যে সে দেশের নাগরিকত্বের জন্য আবেদনও করেছেন এই তারকা। যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় এই সুপারস্টারকে নিয়ে ঘটে গেছে দুইটি ঘটনা। জানা গেছে সাম্প্রতিক ঘটনা প্রেক্ষিতে দুই নির্মাতার বিরুদ্ধে মামাল করছেন সুপারস্টার শাকিব খান।
সম্প্রতি ‘স্টোরি অব শাকিব খান’ নামক একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন মেধাবী নির্মাতা এফ আই মানিক। অন্যদিকে দেশীয় চলচ্চিত্র জগতের বিখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু গণমাধ্যমে শাকিব খানকে নিয়ে অপমানজনক কথা বলেন। গণমাধ্যমে প্রকাশিত এই সব সংবাদ নজরে এসেছে শাকিব খানের। তাকে নিয়ে দেশীয় সিনেমার এই দুই নির্মাতার বিরুদ্ধে মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন সুপারস্টার শাকিব খান।
এ প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমার দেশে না থাকার সুযোগে চলচ্চিত্রজগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাক্সিক্ষতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন। এর মধ্যে এক সিনিয়র নির্মাতা আমার বিদেশে যাওয়া, সেখানে বসে ছবির কাজ করা নিয়ে মিডিয়ার কাছে অনভিপ্রেত কথা বলেছেন। যা অন্যকে অন্যায়ভাবে আক্রমণ করা ছাড়া আর কিছুই নয়। আরেক নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না।‘
অনুমতি না নিয়েই তার বায়পিক নির্মানকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না। দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত। আমাকে নিয়ে কেন?’
চলমান ঘটনার প্রেক্ষিতে মামলা করার কথা জানিয়ে শাকিব খান বলেন, ‘আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব। ইতিপূর্বে আমার স্টারডাম ক্ষুণ্ণ করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এসব আমি আর মুখ বুজে সহ্য করব না।‘
এদিকে কিছুদিন আগে ঝন্টুর মন্তব্যের বিপরীতে শাকিব খানের প্রশংসা করে খসরু বলেন, ‘ঝন্টু সাহেব সিনিয়র পরিচালক। তিনি শাকিব খানকে নিয়ে কেনো এমন কথা বললেন সেটা আমি জানি না। আমি তো আমার ছবির বিষয়ে তার কাছে কোনো অভিযোগও করিনি। শাকিব খান আমার গলুই ছবির বেলায় তার ক্যারিয়ারের সর্বোচ্চ হেল্পটা করেছে বলতে পারি। আমেরিকায় যাওয়ার আগে এবং যাওয়ার পরও আমার সঙ্গে নিয়মিত যোগাযোযোগ হচ্ছে। সব কিছু আমরা আলোচনা করেই করছি। এখন ঝন্টু ভাই যদি কিছু বলে থাকে উনি উনার জায়গা থেকে বলছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।’
উল্লেখ্য যে নৌকা বাইচ, একজন মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা ও এর মধ্য দিয়ে সমাজের প্রতিচ্ছবি উঠে আসবে এস এ হক অলিকের ‘গলুই’ সিনেমায়। সিনেমাটিতে একজন মাঝির চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার সময়ের সেরা এই তারকা। এই সিনেমার মাধ্যমে প্রথম বার অনুদানের সিনেমায় অভিনয় করছেন শাকিব খান। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকছেন পূজা চেরি। শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ আরো অনেক।
আরো পড়ুনঃ
এফ আই মানিকের হাত ধরে রূপালী পর্দায় শাকিব খানের জীবনের গল্প!
এবার শাকিব খানকে নিষিদ্ধ করার ঘোষণা দিলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু!
ঝন্টুর মন্তব্যের বিপরীতে শাকিব খানকে প্রশংসায় ভাসালেন ‘গলুই’ প্রযোজক