দুই নায়কের সাথে বুবলীর নতুন রোমান্টিক থ্রিলার ‘তালাশ’

দুই নায়কের সাথে বুবলীর

দুই নায়কের সাথে বুবলীর

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি নতুন সিনেমায় এই অভিনেত্রীর চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা বুবলী। আর দুই নায়কের সাথে বুবলীর নতুন এই রোমান্টিক থ্রিলার সিনেমার নাম ‘তালাশ’। সিনেমাটি পরিচালনা করছেন ‘দেশাঃ দ্যা লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। এর আগে এই পরিচালকের ‘ক্যাসিনো’ সিনেমায় অভিনয় করেছেন বুবলী।

সিনেমাটিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন চ্যানেল আই ফেয়ার হ্যান্ডসাম প্রতিযোগিতার একে আজাদ আদর এবং র‌্যাম্প মডেল আসিফ আহসান খান। নতুন এই সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, ‘বেশ ক’দিন ছবিটি নিয়ে মিটিং করার পর অবশেষ গত পরশু চুক্তিবদ্ধ হই। আমি আগেও বলেছি নতুনদের সঙ্গে কাজ করতে আমার কোনো আপত্তি নেই। সৈকত নাসির ভাই পরিক্ষিত নির্মাতা। তিনি নিশ্চিত করেছেন আদর ও আসিফ দারুণ অভিনেতা। গল্পের প্রয়োজনেই তাদের নেওয়া। গল্পা শোনার পর আমারও তাই মনে হয়েছে। আশা করি, ‘তালাশ’ দারুণ একটি ছবি হবে।‘

অন্যদিকে দুই নায়কের সাথে বুবলীর নতুন এই রোমান্টিক থ্রিলার সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘তালাশ আমার অন্যতম স্বপ্নের প্রজেক্ট। বুবলীকে ধন্যবাদ তিনি নতুন দুইজন নায়কের বিপরীতে কাজ করছেন। বরাবরই বলি আমি যখন যাদের নিয়ে কাজ করি তারাই আমার চোখে তখন সেরা অভিনেতা। আদর ও আসিফ আমার চোখে এখন স্টার। ওদের নিয়ে চ্যালেঞ্জে নামছি। আামর বিশ্বাস দারুণ কিছু উপহার দিতে পারবো।’

জানা গেছে সবকিছু ঠিক থাকলে লকডাউনের পরপরই শুরু হবে ‘তালাশ’ সিনেমার দৃশ্যধারনের কাজ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার আসাদ জামানের সাথে যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন সৈকত নাসির। আর সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান।

আরো পড়ুনঃ
একসাথে বুবলীর দুই সিনেমার দৃশ্যধারনঃ কর্মমুখর ঢালিউড চলচ্চিত্রপাড়া
লকডাউনে আটকে গেলো শাকিব খান এবং বুবলীর নতুন সিনেমা
শেষ হচ্ছে শাকিব-বুবলী জুটির ‘লিডার’: আগামী ঈদে শুভমুক্তি

By নিউজ ডেস্ক

এ সম্পর্কিত