গত ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা ছিলো দীপংকর দীপনের তারকাবহুল সিনেমা ‘অন্তর্জাল’। কিন্তু শেষ মুহুর্তে এসে ঈদে মুক্তি মিছিল থেকে সরে দাঁড়ায় সিনেমাটি। অবশেষে সিনেমাটি মুক্তি তারিখ নিশ্চিত করেছেন এর নির্মাতা দীপংকর দীপন। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামি ৮ই সেপ্টেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে দীপংকর দীপনের তারকাবহুল ‘অন্তর্জাল’ সিনেমাটি। অবশ্য এর আগেও একাধিকবার মুক্তির ঘোষণা দিয়ে পিছিয়ে গিয়েছিলো ‘অন্তর্জাল’। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে সিনেমাটি বড় পর্দায় উপভোগ করতে পারবেন দর্শকরা।
‘অন্তর্জাল’ মুক্তি প্রসঙ্গে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা দীপংকর দীপন বলেন, ‘বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল এবারের ঈদে আসবার কথা ছিল- সেই সাথে কথা ছিল একই সাথে অনেক গুলো দেশে মুক্তি পাবার। শেষ সপ্তাহে আমরা সেই জায়গা থেকে সরে আসি দুটি কারণে- ১. আমরা চেয়েছি সবগুলো সিনেমা ব্যবসা করুক ২. বাংলাদেশের সিনেমাহলের ব্যবসা ঈদ কেন্দ্রীক না হয়ে সারা বছরের হোক, নয়তো সিনেমা হল টিকে থাকতে পারবে না। বৃহত্তর স্বার্থ চিন্তা আমাদের পরিবেশক ও অন্যান্য পার্টনাররা ক্ষতি স্বীকার করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে।‘
‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর মত বড় আয়োজনের সিনেমা নির্মানের ধারাবাহিকতায় দীপংকর দীপন এবার নিয়ে আসছেন বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘অন্তর্জাল-কে আগের দুটো ছবির চেয়ে বড় ও পূর্ণাঙ্গ করে তুলতে কোন কার্পণ্য করিনি আমরা। প্রযোজক সাদেকুল আরেফিন, মোহাম্মদ আলী হায়দার ও শাহ আমীর খসরু এই সিনেমা নির্মাণে অর্থ , সময় ও মেধা ব্যয় করেছেন দীর্ঘ সময় ধরে। অন্তর্জাল-এর অভিনয় শিল্পীরা দীর্ঘদিন এই সিনেমার জন্য পরিশ্রম করেছেন। প্রস্তুতি নিয়েছেন চরিত্রের সাথে মিশে যাবার জন্য গবেষণা ও রিহার্সাল করেছেন।‘
দর্শকদের উদ্দ্যেশে দীপন আরো বলেন, ‘এবার ঈদে বাংলা সিনেমার প্রতি আপনারা যে ভালবাসা দেখিয়েছেন – তার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। সেই ভালবাসায় সিক্ত হতে চাই আমরা। একবার সিনেমা হলে আসুন। অন্তর্জাল সিনেমাটি যদি আপনাদের কাছে ভাল লাগে, আপনাদের যদি মনে হয় আমরা একটা স্মার্ট সিনেমা বানাতে পেরেছি তাহলে অন্যকে দেখতে উৎসাহিত করুন। ঈদ ছাড়াও মুক্তি পাওয়া সিনেমাগুলো সফল হওয়া বাংলাদেশের সিনেমার জন্য একটি অনন্য বিষয় হবে। সেলক্ষে আমরা চেষ্টা করেছি একটি মানসম্পন্ন সিনেমা উপহার দেবার, দর্শকদের ভালবাসা পেলে আমাদের সকল শ্রম স্বার্থক হবে।‘
উল্লেখ্য যে, “আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা?”- এই মূলভাবনা নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর্জাল’। সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপে দীপনের সাথে কাজ করছেন আশা জাহিদ এবং সাইফুল্লাহ রিয়াদ। ইন্টারনেটের রহস্যময় দুনিয়ার গল্প নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমার সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটির সাথে রয়েছে স্পেলবাউন্ড লিও বার্নেট।
আর দীপংকর দীপনের তারকাবহুল ‘অন্তর্জাল’ সিনেমার প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয় শিল্পী – সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা সাহা মীম, সুনেরাহ বিনতে কামাল। সিনেমাটিতে সিয়ামকে দেখা যাবে একজন কম্পিউটার প্রোগ্রামার হিসেবে। আর এতে বিদ্যা সিনহা সাহা মিম অভিনয় করেছেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট চরিত্রে। আর তাদের সাথে হাজির হচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এবিএম সুমন। এছাড়া আরো অভিনয় করেছেন মাশরুর এনান, অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার সহ আরো অনেকে।
আরো পড়ুনঃ
আগ্রহের শীর্ষে ‘প্রিয়তমা’: ঈদে মুক্তি পাচ্ছে না ‘অন্তর্জাল’ এবং ‘রিভেঞ্জ’
একযোগে পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’
প্রিয় তারকার পরিচয় উদ্ধারের চ্যালেঞ্জ দিয়ে ‘অন্তর্জাল’ প্রচারণা শুরু