ঢালিউডের সিনেমার খারাপ সময়কে পিছনে ফেলে চলতি বছরে নতুন করে আশার আলো নিয়ে হাজির হয়েছে ‘শান’, ‘গলুই’, ‘পরাণ’, ‘হাওয়া’ এবং ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাগুলো। দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি প্রেক্ষগৃহে ভালো ব্যবসা করছে। এছাড়া দেশের গণ্ডি পেরিয়ে সিনেমাগুলো আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে। ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার সাফল্যের পর নির্মাতা দীপংকর দীপন এবার হাজির হচ্ছেন ‘অন্তর্জাল’ সিনেমা নিয়ে।
সম্প্রতি উম্মোচন করা হয়েছে সাইবার দুনিয়ার অপরাধের গল্প নিয়ে নির্মিত দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার মোশন পোষ্টার। মোশন পোস্টার উন্মোচনের পাশাপাশি ঘোষণা করা হয়েছে এই সিনেমার মুক্তির কথা। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ঈদুল ফিতরে আসছে দীপনের ‘অন্তর্জাল’ সিনেমাটি। সোমবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সিনেমাটির মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠান শুরুর আগে বিষয়টি নিশ্চিত করেছেন দীপংকর দীপন।
প্রকাশ করা হলো দীপংকর দীপন পরিচালিত বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’-এর মোশন পোষ্টার।#ফিল্মীমাইক #বাংলা_সিনেমা #ঢালিউড #Filmymike #Dhallywood #BanglaCinema pic.twitter.com/jEn6JEBmbi
— FilmyMike.com (@FilmyMikeBD) December 12, 2022
‘অন্তর্জাল’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী এবং ‘অন্তর্জাল’-এর প্রধান উপদেষ্টা জুনাইদ আহমেদ পলক। আইসিটি ডিভিশন এর উদ্যোগে আলোচিত নির্মাতা দীপংকর দীপন নির্মান করছেন বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। জানা গেছে “প্রযুক্তির উৎকর্ষে আগামীর যুদ্ধটা হবে সাইবারে, কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা”- এই মূলভাবনা নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।
সাইবার জগত এবং এর অপরাধের গল্প নিয়ে দীপনের নির্মানাধীন সিনেমা ‘অন্তর্জাল’ সিনেমার দৃশ্যধারন ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী বছরের মার্চ বা এপ্রিলে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলনে নির্মাতারা। সাইবার দুনিয়া নিয়ে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন সিয়াম, মিম, সুনেরাহ, এবিএম সুমন, মাশরুর, অমিত সিনহা প্রমুখ। আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছে মোশন পিপল স্টুডিও। আর সিনেমাটির সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।
সিনেমাটির কাহিনী চিত্রনাট্য ও সংলাপে দীপনের সাথে কাজ করছেন আশা জাহিদ এবং সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য লিখার কাজে আইসিটি পার্কে থাকতে হয়েছে উল্লেখ করে দীপন বলেন, ‘দিনের পর দিন যশোর শেখ হাসিনা সফটওয়ার টেকনোলিজি পার্কে থেকে আমরা চিত্রনাট্য লিখেছি। এই চলচ্চিত্রের প্রত্যেকটি চরিত্র বাস্তব কোন না কোন চরিত্র অবলম্বনে তৈরী, এজন্য আমাদের যথেষ্ট গবেষণার কাজ শুরু করতে হয়েছে।‘
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন দীপঙ্কর দীপন। প্রথম সিনেমায়ই সবার নজর কাড়েন এই নির্মাতা। এরপর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটিও ব্যাপকভাবে আলোচিত হয়েছিলো। মুক্তি প্রতীক্ষিত ‘অন্তর্জাল’ ছাড়াও বর্তমানে তার ‘আকাশ যোদ্ধা’ নামে আরো একটি সিনেমা নির্মানাধীন রয়েছে। ১৯৭১ সালে ‘অপারেশন কিলো ফ্লাইট’-এর পাইলট বীর উত্তম শামসুল আলমের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘আকাশ যোদ্ধা’ সিনেমাটি।
আরো পড়ুনঃ
শেষ হচ্ছে ‘অন্তর্জাল’: নতুন সিনেমা নিয়ে আকাশে উড়বেন দীপংকর দীপন
দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় প্রোগ্রামার হয়ে আসছেন সিয়াম
‘হ্যাকাথন’ নিয়ে নির্মিত হচ্ছে আইসিটি মন্ত্রণালয়ের সিনেমা ‘অন্তর্জাল’